নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

কোন বদ্ধ পাগলের দেশে আমরা বাস করি - এরা কি ভাবে মন্ত্রী হয়

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩

চাল ও পেঁয়াজের দাম স্বাভাবিক আছে: বাণিজ্যমন্ত্রী

চাল ও পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে এসেছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,সরকারের উদ্যোগ ও দেশে নতুন পিঁয়াজের উৎপাদন শুরু হওয়ায় স্থানীয় বাজারে পেঁয়াজের মূল্য কমে স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে।
সরকারি দলেরসংসদ সদস্য সুবিদ আলী ভূইয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথাবলেন।
মন্ত্রী বলেন, চালের দাম বেড়েছিল। কারণ উত্তরাঞ্চল ও হাওরাঞ্চলে বন্যায় ফসলহানি হয়েছিল। মৌসুম এলেও দাম কমেনি এটা ঠিক নয়।
চালের দাম কমাতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তোফায়েল বলেন, চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ টাকা।
তিনি বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়। এবার বন্যার কারণে সেখানে উৎপাদন কম হয়েছে। বাংলাদেশেও বন্যার কারণে উৎপাদন কম হয়েছে। পেঁয়াজের দাম ১০০ টাকার ওপর থেকে এখন ৫৫ থেকে ৬০ টাকায় নেমে এসেছে। চাল ও পেঁয়াজের দাম ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে।
সরকারি দলের আরেক সংসদ সদস্য মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগ ও দেশে নতুন পেঁয়াজের উৎপাদন শুরু হওয়ায় স্থানীয় বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে।

https://www.jugantor.com/national/7280/চাল-ও-পেঁয়াজের-দাম-স্বাভাবিক-আছে-বাণিজ্যমন্ত্রী
--------------------------------------------------------------

এরা কি এতই পাগল যে "স্বাভাবিক" শব্দের অর্থ জানে না, নাকি জনগনের মসকার করছে। গতকালে চালের দাম দেখলাম ৭০ টাকা। পিয়াজ ৬৫ টাকা। স্বাভাবিক জীবন যাত্রা মান প্রায় ২ থেকে ৩ গুন হয়ে যাচ্ছে । আমরা সাধারন মানুষ হিমশিম খেয়ে যাচ্ছি কোনোমতে বেচে থাকতে । আর এরা এসব কি বলে ?

সবই জনগনই কি আওয়ামী লীগের নেতা, দালাল আর সুবিধা বাদীদের মতো অবৈধ পথে টাকা রোজগার করে নাকি ?

দেশ এবং জনগন থেকে এর কতটা পৃথক থাকে এধরনের বক্তব্য শুনেই সেটা বোঝা যায়।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


ওরা পার্লামােন্টে ফ্রি খায়, বেশীর ভাগ সময় এদের দাওয়াত থাকে, বাসায় হয়তো রান্নাও হয় না, বাসায় ইঁদুরও মারা গেছে খাবার না পেয়ে।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯

নীল আকাশ বলেছেন: আমাদেরও ফ্রি খাবার দেক । আমরা ও সারা বছর দাওয়াত খাব। চাল আর পিয়াজ নিয়ে আর কোনো কথা বলব না।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: বিনোদন।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪

নীল আকাশ বলেছেন: গত দশ বছর ধরে এই ধরনের বিনোদন দেখতে আর শুনতে এখন আর ভালো লাগে না।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২০

শফিউল আলম চৌধূরী বলেছেন: একটা সাবান এক সময় সবাই ১২টাকায় কিনতো। হঠাৎ একদিন ঐ কম্পানি বিজ্ঞাপন দিলো, এখন ৩টাকা ছাড়ে মাত্র ১২টাকায়! অনেকেই ঘটনা বুঝতে পারে নাই। ১২ টাকাইতো ছিলো, তাহলে ৩টাকা ছাড়ে মানে কি? বোঝা গেলো মাত্র ১মাস পরে। তখন সাধারণ দাম হয়ে গেলো ১৫ টাকা।

আমার উদাহরণের সাথে যদি নিউজের কথা মিলে না যায়, খুশি হবো। :) ;)

০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৮:৪৩

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
এইদেশের রাজনীতিবিদরা দেশের মানুষ'কে নির্বোধ আর আহাম্মক মনে করে। তার মনে করে তারা যাই করবে মানুষ কিছুই বুঝবে না। সব কিছুরই একটা সীমা থাকে। সব পাপের একটা সময় যেয়ে শাস্তি পেতে হয়। এদেরও তাই হবে। শুধু সময়ের ব্যাপার। অপেক্ষা করুন।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩

কামরুননাহার কলি বলেছেন: পাগলদের কিছু বললে কাজে আসে না। পাগলের কথা তো হাস্য করই হয় সবসময়।
কি আর বলবো, এই ধরনের দেশের শত্রুদের।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭

নীল আকাশ বলেছেন: এসব বললে আবার রাজাকার খেতাব পাবেন। ব্লগে আবার চেতনাবাদীদের চোটপাট বেশি।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: পাগলদের কথায় মাইন্ড খাওয়ার কি দরকার?

২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৩

নীল আকাশ বলেছেন: এরা পাগলা গারদে যেয়ে পাগলামী করুক। আমাদের কোন সমস্যা থাকবে না তখন।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০

কামরুননাহার কলি বলেছেন: হায় হায় কি কন এই সব রাজাকার! হাহাহাহাহ । তবে ভাইয়া দেশের রাজকার এখন সবাই, কারণ দেশকে এখন কেউ ভালোবাসে না, সবাই ভালো বাসে টাকা, বিদেশে বাড়ি গাড়ি, রাজনীতির একটি আসন। এগুলো হলেই তার স্বার্থ পূর্ণ হয়ে গেছে। তখন মনে থাকে না কোথায় দেশ আর কোথায় জনগণ।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৮:৪৯

নীল আকাশ বলেছেন: আগে বলুন কোন কালে এইদেশের রাজনীতিবিদরা এইদেশ'কে ভালোবাসতো?
স্বাধীনতার পর থেকেই যে লুটপাট আর চুড়িচামাড়ি শুরু হয়েছে আজো সেটা চলছে বরং আরও কয়েকগুন বেড়েছে।
এইসব রাজনীতিবিদরা খায় আর লুটপাট করে এইদেশে। কিন্তু ফ্যামিলি আর সয়সম্পত্তি নিয়ে জমায় বিদেশে।
ধন্যবাদ।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮

ঢাকাবাসী বলেছেন: চাউল হাজার টাকা কিলো হলেও এদের কিছু আসে যায় না। একেকটা ডীলে দশ বিশ কোটি টাকা কামাই করা কোন ব্যাপার না এদের কাছে !

২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৪

নীল আকাশ বলেছেন: তাই তো বাস্তবতা। আমাদের মতো সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

সৈয়দ ইসলাম বলেছেন: বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই হচ্ছে, কৃষি খাতের উন্নয়ন। যেহেতু আমাদের দেশ কৃষি নির্ভরশীল সুতরাং কৃষি উৎপাদনে যদি আমাদের ভার্সিটি পড়ুয়া জমিনে নামতো, আর আধুনিক যন্ত্র পাতির ব্যবহার করতো তবে হয়ত মিথ্যাবাদী তুফায়েলের কথা সত্যে রূপান্তরিত হত। কিন্তু দুঃখের বিষয়, কৃষি ভার্সিটি থেকে মাস্টার্স দেওয়ার পরও একজন গবেষককে ভিসিএস পরীক্ষা দিতে হয়। যারা ভিসি এস পরীক্ষায় কৃতকার্য হয়, তারা হয় সরকারি কর্মকর্তা। আর যারা ভিসিএস পরীক্ষা দিতে পারে না বা অকৃতকার্য হয় তারা প্রাইবেট কম্পানিতে চাকরী করে। সরকার কী ২ লাখ ৭৫ হাজার টাকা নষ্ট করে এজন্য তাকে কৃষি গবেষক বানিয়েছিল? আসলে এই সবের জন্য জন্য সরকারই দায়ী। সরকার তাদেরকে সঠিক ভাবে কাজে লাগাতে পারছে না। উপযুক্ত কর্মস্থল তৈরি করে দিচ্ছে না। মূল কথা, মিথ্যাবাদী রাজনীতিবিদরা এই দিকে চিন্তা করার কল্পনাও করে না।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৭

নীল আকাশ বলেছেন: ভালো বলেছেন। এইসব নস্ট রাজনীতিবিদরাই দেশ কে ধংস করে দিচ্ছে।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৬

সাইন বোর্ড বলেছেন: এখন যদি ঐসব মন্ত্রী ও তাদের চ্যালারা বলে, অাপনার এ বক্তব্যের মধ্যে ষড়যন্ত্রের তীব্র গন্ধ পাওয়া যায়, নিশ্চয় এর সাথে বিএনপি জামাতের সম্পৃক্ততা অাছে, তখন কি করবেন ? ভাই, এ দেশ এখন মগের মুল্লুক, যাদেরকে জনগণ ভোট দেয় না, তাদের কথা ওরা ভাববে কেন ?

১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০

নীল আকাশ বলেছেন: কাউকে না কাউকে তো বলতে হবে! সবাই মুখ বন্ধ করে রাখলে হবে না।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

সজিব ইসলাম বলেছেন: আমাদের এই সোনার বাংলার রাজনীতিবিদরা এইদেশটাকে একটা ব্যাবসাক্ষেত্র বানিয়ে রেখেছে। আর তাদের ব্যাবসার পন্য হলাম
আমরা (এইদেশের জনগন)। অন্ন, বশ্র, শিক্ষা, চিকিথসা, বাসস্থান (অন্যসব বাদইদিলাম) এই সব মৈইলিক চাহিদা নিয়ে আমাদের দেশে যা হয় বা উনারা যা করেন আমি জানি না পৃথিবীর অন্য কোন অসব্য দেশেও তা হয় কিনা। হে আল্লাহ এইসব রক্তচোষা রাজনীতিবিদ থেকে এই দেশকে রক্ষা কর।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৯:১৬

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ ভাই।
এইসব রক্তচোষা রাজনীতিবিদ থেকে এই দেশকে কে রক্ষা করবে বলুন? আল্লাহ?
আল্লাহ তো সেই জাতীকে সহায়তা করেন যারা নিজেরা চেষ্টা করে।
কিন্তু আমরা তো নিজেরা কোন কিছুর পরিবর্তন করার কোন চেষ্টাই করছি না।
ফলাফল তো নিজের চোখেই দেখতে পারছেন এখন!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.