নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
উদ্দেশ্যহীন যাত্রায় হাঁটছিলাম পথে একা
হঠাৎ অনাগত প্রশ্ন শুনে থমকে দাঁড়ালাম,
পথ জানতে চাইল, কোথায় যাবে পথিক?
জানি না, কেন জানি না, তাও জানি না।
পথকে শুধালাম, তুমি যাচ্ছ কোথায়?
যেখানে নেই কোন পথিক!
অবাক আমি! পথিক না থাকলে পথ হয়?
পথই পথিক নিয়ে আসে, জানাল পথ।
উৎসুক আমি, পথকে শুধালাম,
পথের এই নিরন্তর ছুটে চলার শেষ কোথায়?
-অনন্তে...
-অনন্ত কোথায়?
যেখানে সব শেষ হয় এক নতুন শুরুর প্রত্যাশায়!
শুরু হলো পথের সাথে একাকী পথ চলা......
পথ জানতে চাইল আবার, পথিক তুমি কি রিক্ত?
ফেলে আসা জীবনের সব চাওয়া পাওয়াগুলি
মেপে মেপে গুনলাম সময়ের দাড়িপাল্লায়
আসলে পূর্ণতা কি মানুষ কখনও পায়?
লেখার সময়কালঃ ২০-০৫-২০০৭
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জুলাই ২০১৯
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৮
নীল আকাশ বলেছেন: আম পাবলিকও তো কিছু করে না, তবুও পুলিশ ধরে নিয়ে যায় কেন?
টাকা পয়সা দিলে আবার নিজেরাই পথ বাতলিয়ে দেয় জামিন পাবার!
পড়ার জন্য ধন্যবাদ!
২| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: এক পথের শেষে, আরেক পথের শুরু।
শেষ বলে আসলে কিছু নেই!
ভাবনা ভালো লেগেগে মিতা ভাই
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৫
নীল আকাশ বলেছেন: এই জীবনে পথ কেন জানি শেষ হয় না। একটা শেষ হয় তো আরেকটা আবার এসে হাজির হয়।
পথে পথেই জীবন পার হয়ে যায় !
আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ মিতা ভাই।
৩| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৩
নীল আকাশ বলেছেন: কবি ভাই, ধন্যবাদ।
আমাদের জীবন আসলেও শেষমেশ অপূর্ণই থেকে যায়!
৪| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২২
কাওসার চৌধুরী বলেছেন:
চমৎকার উপলব্ধি।
পথ চলা দিয়ে জীবন শুরু; আর এই পথ চলাতেই শেষ। পথের শুরু আর শেষ জানতেই জীবন শেষ। এই অন্তহীন পথচলায় কত স্মৃতি, কত বেদনা আর কত ভাবনার জাল বুনি। তবুও হয় না পাওয়া-না পাওয়ার হিসাবের ব্যালেন্স শীট।
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০০
নীল আকাশ বলেছেন: শুভ সকাল প্রিয় কাওসার ভাই,
দেরি করে উত্তর দিলাম কারন সবউত্তর সবার জন্য নয়। সবাইকে এক ভাবেও উত্তর দেয়া যায় না। ভুলে যান কেন আপনাকে আমি সবসময়ই সবশেষে উত্তর দেই! কারন আপনাকে দেয়া উত্তরের মাঝেই আমি আমার লেখার শানে নযুল লিখে দেই।
বাইবেলে একটা সুন্দর কথা বলা আছেঃ He who liveth, he who beliveth, shall never die. এর অর্থ হলো যে বিশ্বাস করে সেই বেঁচে থাকে। ছোট ছোট ভাবনা আর স্বপ্ন, কাজের সমষ্টিগত ভাবেই হলো আমাদের জীবন। এইসব স্বপ্নগুলি মারাত্মক প্রভাবিত করে মানুষের জীবনকে। আর তাই জীবনে চলার পথে আমাদের এই মনের স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়তই আমরা পথ থেকে পথে ছুটে বেড়াই। একটা পথে বেশ কিছু দূর যাবার পর মনে হয় আমরা ভুল পথে চলে এসেছি। তখন আবার সেই পথ ফেলে আবার অন্য পথ ধরি। এভাবেই পথ থেকে পথেই জীবন পার হয় যায় আমাদের। আর এই নিরন্তর পথ চলায় আমরা সবসময় একাই চলি। জন্মেছি একা, এই পৃথিবীর বুকে হেঁটে বেড়াই একা একা, আর মৃত্যুর সময়ও একা।
আর তাই একদম শেষজীবনে এসে ফেলে আসা এই নিরর্থক ছুটাছুটিকে সব সময়ই ধূসর মরিচীকা বলে ভ্রম হয়! কারন তখনও অনেক অনেক পথ বাকি থাকে পাড়ি দেবার কিন্তু....................
ভাল থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।
৫| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৫
মুক্তা নীল বলেছেন:
জীবনে চলার পথে পূর্ণতা ও পরিত্রান কি সত্যিই মানুষ পায় ?
কারো পথ চলাতেই আনন্দ আর কেউ পথ হারাতেই বেদনার সাথে পথে মিশে যায়। অলস দুপুরে বারো বছর আগের লেখা কবিতা পড়ে , বেশ ভালো লাগলো। হেমন্তের সেই
দুটো লাইন দিলাম,
যাবার পথে পথিক যখন পিছন ফিরে চায়
ফেলে আসা দিন কে দেখে
মন যে ভেঙ্গে যায় ,
চোখের আলো নিভলো যখন মনের আলো জ্বেলে,
একলা এসেছি আমি একলা যাবো চলে ।।
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৩৫
নীল আকাশ বলেছেন: আপু,
প্রতি মন্তব্য আমি পরে করছি।
একটা জিনিস খুঁজছি আপনাকে দেয়ার জন্য। আমি আবার ফিরে আসব, এখানেই।
ধন্যবাদ।
২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:০৪
নীল আকাশ বলেছেন: মুক্তা আপু,
আমার খুব প্রিয় একতা গানের লিরিক্স দিলাম। মানুষের জীবন এভাবে কেটে যায়-
তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়
তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়।
আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়।
শুকনো পাতার মর্মরে বাজে
কত সুর বেদনায়।
আকাশে বাতাসে নিষ্ফল আশা
হাহাকার হয়ে রয়।
প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে।
কেউ তো জানে প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়।
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়।
ধরণীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারো নয়।
———————————
গান: তুমি কি দেখেছ কভু
শিল্পী: আব্দুল জব্বার
সুরকার: সত্য সাহা
ছায়াছবি: এত টুকু আশা (১৯৬৮)
এভাবেই নিরর্থক ছুটাছুটি করে আমরা সারাটা জীবন পার করে দেই, আর তাই একদম শেষজীবনে এসে ফেলে আসা সবকিছুই ধূসর মরিচীকা বলে ভ্রম হয়! কারন তখনও অনেক অনেক পথ বাকি থাকে পাড়ি দেবার কিন্তু সে সুযোগ আর সামর্থ আর নেই এখন ....................
ভাল থাকুন, সব সময়। শবনমের শেষ পর্ব লেখা শেষ, হয়ত খুব শিঘ্রই পোস্ট দিব।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!
৬| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৯
মুক্তা নীল বলেছেন:
নীল আকাশ ভাই ,
কবিতার ছবিটা চমৎকার হয়েছে । সব সময় ভালো
থাকবেন ও অনেক অনেক শুভকামনা রইলো ।
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০০
নীল আকাশ বলেছেন: প্রিয় আপু,
আমার লেখায় সবসময়ই ছবি খুব গুরুত্বপূর্ণ হয়। আর তাই ছবি দেয়ার ব্যাপারে আমি বড়ই খুঁতখুঁতে। হয়ত লেখা হয়ে গেছে অনেক আগেই কিন্তু ছবি পছন্দ হচ্ছে না দেখে পোস্ট দিচ্ছি না। লেখার সাথে সামঞ্জস্য না থাকলে ছবি দেয়ার কোন মানেই হয় না। আমার ছবিতে পথের শেষে একটা উজ্জল সূর্য দেখা যাচ্ছে। এটাই আমাদের লক্ষ্য আর এর কাছে পৌছানোর জন্যই আমরা পথ থেকে পথে ছুটে বেড়াই সারাজীবন।
আপনার নতুন লেখা কই? শুধুই পাঠক হলেই চলবে?
আপনিও ভাল থাকুন সব সময়।
৭| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: কবিতা পড়ে ভালো লেগেছে।
২৮ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
নীল আকাশ বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় রাজীব ভাই।
৮| ২৮ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১২
ইসিয়াক বলেছেন: এই পথের শেষে আরেক পথের শুরু।সেই পথ হোক আলোর পথ।জীবন হোক মধুর।
অনেক ভালো লেগেছে।
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০২
নীল আকাশ বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার ছবিতে পথের শেষে একটা উজ্জল সূর্য দেখা যাচ্ছে। এটাই আমাদের লক্ষ্য আর এর কাছে পৌছানোর জন্যই আমরা পথ থেকে পথে ছুটে বেড়াই সারাজীবন।
৯| ২৮ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নীল আকাশ ভাই,
ছবিটা ও কবিতা দুটোই ভারী সুন্দর হয়েছে। ++
জীবনের পথে বরং রিক্ত নয়,
প্রতিদিন প্রতিক্ষণে পথিক খুঁজুক নতুন উদ্যমে বারে বারে।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৩২
নীল আকাশ বলেছেন: প্রিয় ভাই,
ছবি দেয়ার ব্যাপারটা আমি মুক্তা নীল আপুর ২য় (#৬) মন্তব্যে বেশ ভাল করেই ব্যাখ্যা করেছি। কষ্ট করে প্লীজ পড়ে নিবেন। আর কপি করে দিলাম না এখানে!
দেরি করে প্রতিমন্তব্য করার কারন কাওসার ভাইয়ের ২য় (#১৪ এবং #১৫) মন্তব্য বলেছি। কালকে রাতে আপনাকে যখন মেসেজ দেই আমি তখন ঘুমাতে যাচ্ছিলাম। খুব টায়ার্ড ছিলাম। বাসায় এসেই ঘুমিয়ে পড়েছিলাম।
আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণের যে ধারনাটি প্রচলিত, সেটিতে বেশ বড় ধরনের সমস্যা রয়েছে। কারন, কাউকে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে বললে যা ঘটে তা হল, আমরা আশপাশের নির্ধারিত কিছু বাঁধা নিয়মের মধ্যে তাকে ফেলে দিয়েই ঠিক করে ফেলি। জীবনের এই লক্ষ্যগুলো আমাদের মন থেকে নির্ধারিত হয় না। এই লক্ষ্যগুলো সমাজের কিছু বাঁধা ধরা নিয়মের মধ্য থেকে নির্ধারণ করা হয়। আর তাই এই সব লক্ষ্য অর্জন করার পরেও আমাদের মনে হয় আমরা আমাদের পথের শেষে পৌছাতে পারি নি।
আর তাই মানুষের জীবনে চাওয়া পাওয়ার যেমন শেষ হয় না তেমনি নতুন পথেরও শেষ হয় না। মনের অবুঝ স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়তই আমরা পথ থেকে পথে নিরন্তর ছুটে বেড়াই। একটা পথে বেশ কিছু দূর যাবার পর মনে হয় আমরা ভুল পথে চলে এসেছি। তখন আবার সেই পথ ফেলে আবার অন্য পথ ধরি নতুন ভোরের প্রত্যাশায়। এভাবেই পথ থেকে পথেই জীবন পার হয় যায় আমাদের।
এভাবেই নিরর্থক ছুটাছুটি করে আমরা সারাটা জীবন পার করে দেই, আর তাই একদম শেষজীবনে এসে ফেলে আসা সবকিছুই ধূসর মরিচীকা বলে ভ্রম হয়! কারন তখনও অনেক অনেক পথ বাকি থাকে পাড়ি দেবার কিন্তু সে সুযোগ আর সামর্থ আর নেই এখন ....................
ভাল থাকুন, সব সময়। শবনমের শেষ পর্ব লেখা শেষ, হয়ত খুব শিঘ্রই পোস্ট দিব।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!
১০| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ৮:০৫
তারেক ফাহিম বলেছেন: ছবিটা অসাধারন হয়েছে প্রিয় লেখক।
পথ ধরতে ধরতে জীবনের শেষপ্রান্তে এসে পথের হিসাব মিলাতে পারি না!
চমৎকার ভাবনা।
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৬
নীল আকাশ বলেছেন: ফাহিম ভাই,
আমার লেখায় সবসময়ই ছবি খুব গুরুত্বপূর্ণ হয়। আর তাই ছবি দেয়ার ব্যাপারে আমি বড়ই খুঁতখুঁতে। হয়ত লেখা হয়ে গেছে অনেক আগেই কিন্তু ছবি পছন্দ হচ্ছে না দেখে পোস্ট দিচ্ছি না। লেখার সাথে সামঞ্জস্য না থাকলে ছবি দেয়ার কোন মানেই হয় না।
আমার এই ছবিতে পথের শেষে একটা উজ্জল সূর্য দেখা যাচ্ছে। এটাই আমাদের লক্ষ্য আর এর কাছে পৌছানোর জন্যই আমরা পথ থেকে পথে ছুটে বেড়াই সারাজীবন।
কবিতাটার থীম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নিরর্থক ছুটাছুটি করে আমরা সারা জীবনে পার করে দেই, আর তাই একদম শেষজীবনে এসে ফেলে আসা সবকিছুই ধূসর মরিচীকা বলে ভ্রম হয়! কারন তখনও অনেক অনেক পথ বাকি থাকে পাড়ি দেবার কিন্তু....................
ধন্যবাদ।
১১| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ৯:২৯
ঢাবিয়ান বলেছেন: ভাল লেগেছে জীবনের কবিতা ++++
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০৪
নীল আকাশ বলেছেন: শুভ সকাল ভাই,
মনের স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়তই আমরা পথ থেকে পথে ছুটে বেড়াই। একটা পথে বেশ কিছু দূর যাবার পর মনে হয় আমরা ভুল পথে চলে এসেছি। তখন আবার সেই পথ ফেলে আবার অন্য পথ ধরি। এভাবেই পথ থেকে পথেই জীবন পার হয় যায় আমাদের। তাই এটাই আমাদের জীবনে কবিতা।
ধন্যবাদ।
১২| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১১:০১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কাব্যটির ভাবও সুন্দর। বেশ অনেক দিন আগে লিখা কবিতাটি এতো দিন পরে পাঠকদের পড়তে দিয়েছেন বলে ধন্যবাদ আপনাকে। একজন পথে দিশারী পথ খোঁজে ফেরা নিরন্তন পথ থেকে পথান্তরে হারিয়ে যাওয়া কবির কাব্য ভাবনার এক আত্নিকবোধ লক্ষকরা যায়। কবি যে পথ খোঁজে নিয়েছেন সে পথ যেনো হয় মসৃন, সুগম। আলোর মিছিলে কবি হউক অগ্রগামী।
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১০:০২
নীল আকাশ বলেছেন: সুজন ভাই,
বাইবেলে একটা সুন্দর কথা বলা আছেঃ He who liveth, he who beliveth, shall never die. এর অর্থ হলো যে বিশ্বাস করে সেই বেঁচে থাকে। ছোট ছোট ভাবনা আর স্বপ্ন, কাজের সমষ্টিগত ভাবেই হলো আমাদের জীবন। এইসব স্বপ্নগুলি মারাত্মক প্রভাবিত করে মানুষের জীবনকে। আর তাই জীবনে চলার পথে আমাদের এই মনের স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়তই আমরা পথ থেকে পথে ছুটে বেড়াই। একটা পথে বেশ কিছু দূর যাবার পর মনে হয় আমরা ভুল পথে চলে এসেছি। তখন আবার সেই পথ ফেলে আবার অন্য পথ ধরি। এভাবেই পথ থেকে পথেই জীবন পার হয় যায় আমাদের। আর এই নিরন্তর পথ চলায় আমরা সবসময় একাই চলি। জন্মেছি একা, এই পৃথিবীর বুকে হেঁটে বেড়াই একা একা, আর মৃত্যুর সময়ও একা। আর রিক্ত আমরা সারাজীবনই।
কবিতাটার থীম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নিরর্থক ছুটাছুটি করে আমরা সারা জীবনে পার করে দেই, আর তাই একদম শেষজীবনে এসে ফেলে আসা সবকিছুই ধূসর মরিচীকা বলে ভ্রম হয়! কারন তখনও অনেক অনেক পথ বাকি থাকে পাড়ি দেবার কিন্তু....................
ভাল থাকুন ভাই, সব সময়।
১৩| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১১:৫৮
আখেনাটেন বলেছেন: নতুন ভোরের প্রত্যাশায় পথ চলা। যদিও এ পথের শেষ নেই...।
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৪
নীল আকাশ বলেছেন: প্রিয় আখেনাটেন ভাই
মানুষের জীবনে চাওয়া পাওয়ার যেমন শেষ হয় না তেমনি পথেরও শেষ হয় না। মনের স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়তই আমরা পথ থেকে পথে ছুটে বেড়াই। একটা পথে বেশ কিছু দূর যাবার পর মনে হয় আমরা ভুল পথে চলে এসেছি। তখন আবার সেই পথ ফেলে আবার অন্য পথ ধরি নতুন ভোরের প্রত্যাশায়। এভাবেই পথ থেকে পথেই জীবন পার হয় যায় আমাদের
পড়ার এবং সুন্দর একটা মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
১৪| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ১:৩৪
শাহিন বিন রফিক বলেছেন:
কবিতা ভীষণ ভাল লেগেছে।
এবার বলুন তিনজনকে টপকিয়ে কেন রাজীব সাহেবের প্রতিউত্তর করলেন?
চেীধুরী সাহেবদের মূল্য কি নাই? হি হি হি।
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৬
নীল আকাশ বলেছেন: শাহিন বিন রফিক ভাই,
শুভ সকাল।
কবিতা ভাল লাগায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকেও আমার ব্লগ বাড়িতে আসার জন্য কৃতজ্ঞতা রইল।
প্রতি-উত্তর দেয়া সময় এবং পরিস্থিতি উপর নির্ভর করে। কালকে সন্ধ্যার সময় আমি লংজার্নিতে ছিলাম। মোবাইলে যাকে যাকে প্রতি উত্তর দেয়া যায় এক লাইনে সেইগুলি দিচ্ছিলাম। এমন কি মুক্তা আপুকে দেইনি, ব্লগে সবাই জানে উনার সাথে আমার সর্ম্পক কেমন। কারন মোবাইলে বেশি টাইপ করা যায় না। রাতে বাসায় ফিরতে অনেক দেরি হয়ে গেছে। আর ব্লগে বসা হয়নি। সেজন্য সকাল বেলা সবার উত্তর দিচ্ছি ডেস্কটপ কম্পুটার থেকে।
কবিতাটার থীম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নিরর্থক ছুটাছুটি করে আমরা সারা জীবনে পার করে দেই, আর তাই একদম শেষজীবনে এসে ফেলে আসা সবকিছুই ধূসর মরিচীকা বলে ভ্রম হয়! কারন তখনও অনেক অনেক পথ বাকি থাকে পাড়ি দেবার কিন্তু....................
ধন্যবাদ।
১৫| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ১:৫০
কাওসার চৌধুরী বলেছেন:
@ শাহিন বিন রফিক,
শুধু চৌধুরী স্কয়ার নয়; নীল পরীকেও ডিঙিয়ে এসেছেন!!
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৮
নীল আকাশ বলেছেন: প্রিয় কাওসার ভাই,
প্রতি-উত্তর দেয়া সময় এবং পরিস্থিতি উপর নির্ভর করে। কালকে সন্ধ্যার সময় আমি লংজার্নিতে ছিলাম। মোবাইলে যাকে যাকে প্রতি উত্তর দেয়া যায় এক লাইনে সেইগুলি দিচ্ছিলাম। এমন কি মুক্তা আপুকে দেইনি, ব্লগে সবাই জানে উনার সাথে আমার সর্ম্পক কেমন গভীর। কারন মোবাইলে বেশি টাইপ করা যায় না। রাতে বাসায় ফিরতে অনেক দেরি হয়ে গেছে। আর ব্লগে বসা হয়নি। সেজন্য সকাল বেলা সবার উত্তর দিচ্ছি ডেস্কটপ কম্পুউটার থেকে।
আশা করি পুরো বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
১৬| ২৯ শে জুলাই, ২০১৯ ভোর ৫:২২
ল বলেছেন: বাহ!!
দারুণ ডেলিভারি তাও সেই যুগ পেরিয়ে ++++
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫০
নীল আকাশ বলেছেন: লতিফ ভাই,
গত পোস্টে বলেছিলাম না আপনাকে, বেশ কিছু আগের লেখা খুঁজে পেয়েছিলাম। এই কবিতা সেটার মাঝেই ছিল।
টাইপ করে পোস্ট দিলাম।
প্রিয় কবি ভাইয়ের ভাল লেগেছে দেখে আমারও ভাল লাগল।
ধন্যবাদ।
১৭| ২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৮:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: 14 নম্বর কমেন্টে@শাহিন ভাই,
আমরা অস্বীকার করি না যে চৌধুরীরা এখন সমাজের অপাংক্তেয়। যে কারণে চৌধুরীদের ডিঙিয়ে যাওয়াটাই অধিকতর শ্রেয়। নীল আকাশ ভাই ঠিক কাজই করেছেন। এহেন চৌধুরীদের মধ্যে যারা পড়বে তাদের অবশ্য স্যান্ডউইচের মত অবস্থা। ছোট বোন মুক্তা নীলের জন্য দুঃখিত।
তবে চৌধুরীরা অবশ্য নিজেদেরকে সান্ত্বনা দেয়, আমরা রবো নিষ্ফলে হতাশার দলে "বলে। চৌধুরী পোলাদের এখন আর সেই তেজও নেই, দম্ভোও নেই; নির্ভেজাল শান্তিকামী। কাজেই আপনার মনের সংশয় দূর করার জন্য বলি, সত্যিই চৌধুরীদের কোন মূল্যই নেই। এটা এক্কেবারে পরীক্ষিত সত্য।
হা হা হা হা....
শুভ ব্লগিং।
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৩৪
নীল আকাশ বলেছেন: আপনি যখন দুস্টামি করছেন তখন আমিও করি। একটা মজার গল্প শুনুন।
হুমায়ূন আহমদের একটা নাটক। এক চৌধুরি বংশের ছেলে, খিদায় পেট চো চো করছে। কোন টাকা পয়সা নেই। পাশের একজন বুদ্ধি দিলঃ
-যে যা ব্যাটা রিকশা চালা।
কিন্তু চৌধুরি বংশের ছেলে কিছুতেই রাজি হয় না। ক্ষেপে যেয়ে বললঃ
-আমাদের বংশ মর্যাদা আছে না। রিকশা চালালে তো সবাই দেখে ফেলবে। তখন মান সম্মান কিছু থাকবে?
তখন এটা শুনে পাশের জন জিজ্ঞেস করল:
-তাহলে কি করবি?
-ক্যা, দরকার পরলে চুরি করুম। তাও রিকশা চালামু না।
-কস কি তুই, চুরি করবি তাও রিকশা চালাবি না?
-হ, চুরি করলে তো আর কেউ দেখব না। অসুবিধা কি?
হা হা হা হা হা হা
ভাল থাকুন সব সময়!
১৮| ২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২০
ইসিয়াক বলেছেন: কবিতাটা আবার পড়লাম । বারবার ।অনেকবার ।
প্রতিবার নতুন করে আরো বেশী ভালো লাগছে।
+++++
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫৯
নীল আকাশ বলেছেন: ভাই,
আমি আসলে কবি নই তবে মাঝে মাঝে আপনাদের মতো কবিতা লেখার দূঃসাহস দেখাই।
আমার একটা কবিতার সিরিজ আছে কবিতাঃ সুন্দরী আমি, হার্টথ্রব মডেল হতে চাই! - ২
পড়ার আমন্ত্রন দিলাম। বেশ মজা পাবেন।
ধন্যবাদ।
১৯| ২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা.....
একেবারে হক কথা কইছেন।
২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:০৫
নীল আকাশ বলেছেন:
চৌধুরি বংশের সব ছেলেরা যদি এবার লাঠি নিয়ে খুঁজতে আসে তাহলেই খবর আছে!
২০| ২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:১৮
নজসু বলেছেন:
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় ?
যে দিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়?
পথিকের পথচলা গন্তব্য অভিমুখে।
অন্তহীন পথচলায় পথ হারিয়ে পথিক কখনও হয় দিশেহারা।
আসল গন্তব্য যে কোথায় আমরা কেউই জানিনা। পথ চলতে চলতে ক্লান্ত পথিক একদিন স্থবির হয়ে যায়।
ওটাই হয়তো পথ চলার শেষ।
আর ঐ শেষটাই শুরু হয় নতুনের প্রত্যাশায়। এই কথাটা দারুণ বলেছেন।
আর সেই পথে চলতে হবে একাকী; সাথে আমলনামা নিয়ে।
পথ ও পথিকের কথোপকথনে জীবনের বাস্তবতা তুলে ধরেছেন। কবিতার ভাব, গূঢ় কথা চমকে যাবার মতো।
ছবিটা চমৎকার। কবিতার সাথে মিলিয়ে দেখলে মন উদাস হয়।
অপূর্ণ জীবন পূর্ণতা হয়তো কখনও পাবেনা। তবে আপনার কবিতাটা হৃদয়ে দাগ কাটার পূর্ণতা পেয়েছে।
ভালো থাকবেন।
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৫
নীল আকাশ বলেছেন: সুজন ভাই,
কত দিন পরে কথা হচ্ছে আপনার সাথে! ভাল আছে নিশ্চয়।
এটা একটা নির্দিস্ট থীম নিয়ে লিখেছি।
আমাদের সবার জীবনের গল্প একই। শুধু আমরা একেক জন একেক ভাবে দেখি। একেক পথে হাটি। দিন শেষে সবাই এক জায়াগায়ই ফিরে আসি।
আমাদের জীবনের এই লক্ষ্যগুলো আমাদের মন থেকে নির্ধারিত হয় না। এই লক্ষ্যগুলো সমাজের কিছু বাঁধা ধরা নিয়মের মধ্য থেকে নির্ধারণ করা হয়। আর তাই এই সব লক্ষ্য অর্জন করার পরেও আমাদের মনে হয় আমরা আমাদের পথের শেষে পৌছাতে পারি নি।
আর তাই মানুষের জীবনে চাওয়া পাওয়ার যেমন শেষ হয় না তেমনি নতুন নতুন পথেরও শেষ হয় না। মনের অবুঝ না পাওয়া স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়তই আমরা পথ থেকে পথে নিরন্তর ছুটে বেড়াই। একটা পথে বেশ কিছু দূর যাবার পর মনে হয় আমরা ভুল পথে চলে এসেছি। তখন আবার সেই পথ ফেলে আবার অন্য পথ ধরি নতুন ভোরের প্রত্যাশায়। এভাবেই পথ থেকে পথেই জীবন পার হয় যায় আমাদের। ঠিক যেন উদ্দেশ্যহীন ভাবে পাগলের মতো ছুটে বেড়ানো! আর সব শেষে অপূর্ণতা আর নিঃসঙ্গতা। মৃত্যুর আগে এই অনুভূতিটাই আমদের কূড়ে কূড়ে খায়।
এভাবেই নিরর্থক ছুটাছুটি করে আমরা সারাটা জীবন পার করে দেই, আর তাই একদম শেষজীবনে এসে ফেলে আসা সবকিছুই ধূসর মরিচীকা বলে ভ্রম হয়! কারন তখনও অনেক অনেক পথ বাকি থাকে পাড়ি দেবার কিন্তু সে সুযোগ আর সামর্থ আর নেই এখন ..................
ধন্যবাদ এবং শুভ কামনা রইল।
ভাল থাকুন প্রিয় ভাই।
শুভ কামনা রইল!
২১| ২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম।
পথ পথিক, জীবন নিয়ে ভিন্ন ভাবনা প্রকাশ পেয়েছে।
+++
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১৩
নীল আকাশ বলেছেন: আমি তো কবি নই। মাঝে মাঝে টুকটাক লিখি। তাও সেটা কবিতা হয় নাকি জানি না।
এটার থীমই আসল, এটাই পাঠকের কাছে পৌছে দিতে চেয়েছি।
পড়ার জন্য ধন্যবাদ।
২২| ২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা।
যেনো আমার মনের কথাগুলোই আপনি লিখে ফেলেছেন ভাইয়া
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১৫
নীল আকাশ বলেছেন: আমাদের সবার জীবনের গল্প একই। শুধু আমরা একেক জন একেক ভাবে দেখি। একেক পথে হাটি। দিন শেষে সবাই এক জায়াগায়ই ফিরে আসি।
পড়ার জন্য ধন্যবাদ আপু।
২৩| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:৫৫
ANIKAT KAMAL বলেছেন: ভাগ্যবিড়ম্বিত অভিশপ্ত এই অামি নিজের দিকেই তাকাতে পারি না। অন্যের দিকে তাকানোর প্রশ্নই অাসেনা ভাই তবু অাপনার বাস্তবতার নিরিখে অনিন্দ্য সুন্দর কবিতার জন্য ধন্যবাদ জানাতে না পেরে িনেজেকে অপরাধীই মনে হচ্ছে
৩১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৭
নীল আকাশ বলেছেন: কামাল ভাই,
কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ রইল।
ভাল থাকুন।
২৪| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:২৫
খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি কবিতা লিখেছেন এবং সেই সাথে অসাধারণ একটি ছবি দিয়েছেন। কবিতায় প্লাস + +
মানুষের পথ চলা নিরন্তর। যখন মানুষ শারীরিকভাবে স্থবির হয়ে যায় এমনকি তখনও সে এক অদৃশ্য পথ চলতে থাকে। লোকান্তরিত হবার পর থেক হয়তো শুরু হয় এক পথ থেকে আরেক পথে চলা। মৃত্যুটা যেন মানুষের চলার পথের এক বিরাট 'রেলওয়ে জাংশন'।
খুবই সুন্দর একটা কথা বলেছেন জুনায়েদ বি রাহমান: এক পথের শেষে, আরেক পথের শুরু। শেষ বলে আসলে কিছু নেই!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭
নীল আকাশ বলেছেন: দেরি করে প্রতি মন্তব্য করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কাছে কোন নোটিফিকেশন আসেই নি।
মানুষের পথ চলা নিরন্তর। যখন মানুষ শারীরিকভাবে স্থবির হয়ে যায় এমনকি তখনও সে এক অদৃশ্য পথ চলতে থাকে। লোকান্তরিত হবার পর থেক হয়তো শুরু হয় এক পথ থেকে আরেক পথে চলা। মৃত্যুটা যেন মানুষের চলার পথের এক বিরাট 'রেলওয়ে জাংশন'। - আপনার সাথে আমি একমত। আমাদের জীবন এভাবেই এক জাংশন থেকে আরেক জাংশনে যেতে যেতেই কেটে যায়।
জুনায়েদ ভাইয়ের সাথে সাথে আপনিও খুব সুন্দর করে কবিতার সারমর্ম বলেছেন। এই জন্য ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা রইল।
২৫| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: কপি-পেস্ট মন্তব্য বা প্রতিমন্তব্য, কোনটাই পড়তে ভাল লাগে না, যদিও বা একই কথা একাধিক জায়গায় প্রযোজ্য হয়।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আমি আপনার কথা সমর্থন করছি। হাতে সময় থাকলে এই কাজ করাও ঠিক না।
তবে অনেক ক্ষেত্রে সময় খুব কম থাকে আবার মন্তব্য বেশি হলে সবাইকেই প্রতি মন্তব্য করতে হয়, তখন অনিচ্ছা সত্ত্বেও এই কজটা করতে হয়।
ভুলটা সংশোধন করার উপদেশ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইল।
২৬| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ২:৪৮
আরোগ্য বলেছেন: দারুন কবিতা লিখেছেন বোনাই।
মানুষ পূর্ণতা পাবে তবে তা এ জগতে নয় তাই তো প্রতিনিয়ত পূর্ণতা প্রাপ্তির খোঁজে ছোটে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৮
নীল আকাশ বলেছেন: আরোগ্য ভাই,
দেরি করে প্রতি মন্তব্য করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কাছে কোন নোটিফিকেশন আসেই নি।
আসলে এই জীবনে পূর্ণতা কখনই পাওয়া যায় না। মানুষের জীবনে চাওয়া পাওয়ার যেমন শেষ হয় না তেমনি নতুন নতুন পথেরও শেষ হয় না। মনের অবুঝ না পাওয়া স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়তই আমরা পথ থেকে পথে নিরন্তর ছুটে বেড়াই। ঠিক যেন উদ্দেশ্যহীন ভাবে পাগলের মতো ছুটে বেড়ানো! আর সব শেষে অপূর্ণতা আর নিঃসঙ্গতা। মৃত্যুর আগে এই অনুভূতিটাই আমদের কূড়ে কূড়ে খায়।
এভাবেই নিরর্থক ছুটাছুটি করে আমরা সারাটা জীবন পার করে দেই, আর তাই একদম শেষজীবনে এসে ফেলে আসা সবকিছুই ধূসর মরিচীকা বলে ভ্রম হয়! কারন তখনও অনেক অনেক পথ বাকি থাকে পাড়ি দেবার কিন্তু সে সুযোগ আর সামর্থ আর নেই
এখন ..................
এভাবে দিকবিদিক হারিয়ে নিঃস্ব আর রিক্ত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেয় সবাই!
ভালো থাকুন ভাই, সব সময়।
২৭| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৮
kalyl বলেছেন: https://stickmanhookgame.org - The addictive nature of the gameplay encourages players to refine their skills and compete for better scores, making it a fantastic way to pass the time.
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন: অনেকদিন আগের কথা চলার পথে এক ভদ্রলোকের কাছে জানতে চেয়েছিলাম “এই রাস্তাটি কি থানার দিকে গেছে? তিনি হেসে উত্তর দিলেন “রাস্তা তো মামলা করেনি, থানায় যাবে কেনো?