নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
বাংলাদেশ অপার সম্ভাবনার একটি দেশ। সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অামাদের অসচেতনতার কারনে অনেক জনগুরুত্ত্বপূর্ন বিষয় সমাধান করা হচ্ছেনা। কমছেনা জনদুর্ভোগ।
গভির ঘুমে অাচ্ছন্ন প্রশাসন।কে করবে এর সমাধান। হ্যাঁ এর জন্য আইন আছে প্রশাসন অাছে।তারা তদারকি করছে। কেমন তদারকি? আইন বিভাগ অাইন প্রনয়নে ব্যস্ত,প্রশাসন আইন বাস্তবায়নে ব্যস্ত।কিন্তু সমাজে এতো অসংগতি কেন? আইন আছে, কর্তৃপক্ষ আছে, বাস্তবায়নও আছে। কিন্তু যথাযথ বাস্তবায়ন নেই।
অাধুনিক সরকার ব্যবস্থাকে বলা হয়- কল্যানমূলক সরকার ব্যবস্থা।সরকারের অন্যতম প্রধান কাজ হলো জনকল্যান সাধন।অার অাধুনিক সরকার ব্যবস্থাকে তথা গণতন্ত্রকে বলাহয় জনগনের সরকার।রাষ্ট্রের সকলকাজ বাস্তবায়িত হবে জনগনের সমস্যা সমাধান ও সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে।
আধুনিক সরকারের সকল সংগাই তৃতীয়বিশ্বে এসে ভুল প্রমানিত হয়। যেখানে সরকার ব্যবস্থা যতো ভালো, সেখানে নাগরিক সুযোগ সুবিধা ততোউন্নত।
বাংলাদেশের নাগরিক সমস্যা দেখলে মনে হয় জনগন কত অসহায়। কোথাও কোন আইনের শাসন নেই। কিছুদিন আগে হাইকোর্ট থেকে রুলজারি হলো অবৈধ কোন যানবাহন চলতে পারবেনা।কদিন খুব গ্রেফতার চললো।কয়েকদিনের মধ্যেই আবার তা স্বাভাবিক হয়ে গেলো। CNG অটো রিক্সা হাইওয়েতে নিষিদ্ধ করা হলো।কিছুদিন পরে অাবার সাভাবিক ভাবেই অবৈধ গাড়ি চলতে শুরু করলো।
সমস্যা কোথায়!? সমস্যা হচ্ছে অামাদের ব্যক্তিগত দায়বদ্ধতার সমস্যা, দেশপ্রেমের অভাব। রাজনীতির অাদর্শে সমস্যা। শেখ মুজিবর রহমান, জিয়াউর রহমান প্রত্যেকেই জনকল্যাণমুলক কাজ, জনগনের সমস্যা সমাধানের বিষয়কে সামনে করেই নেতৃত্ত্ব দিয়ছেন, রজনীতি করেছেন, তাই তাদের এতো জনপ্রিয়তা। যা বাংলাদেশের রাজনীতিতে কেও অাজও অর্জন করতে পারেনি।
আমাদের দেশের অন্যতম সমস্যা সড়ক দূর্ঘটনা। যার অন্যতম কারনঃ
১)অবৈধ ইন্জিন চালিত গাড়ি
২)গাড়ির তুলোনায় রাস্তা সংকীর্ণ
৩)হাইওয়েতে দ্রুতগামী তিন চাকার জানবাহন চলা
৪)চালকের নিবন্ধন না থাকা
৫)কর্তৃপক্ষের উদাসিনতা
৬) লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে লাল ফিতার অধিক দৌরাত্ম্য।
৭)অপরিকল্পিত যোগাযোগের মাধ্যম
৮) স্থানিয় রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততায় অবৈধতার বৈধতা দান।
৯)প্রশাসনের টুপাইস কামানো
১০) যথাযথ অাইনের প্রয়োগ নাথাকা।
১১) রাস্তায় প্রতিনিয়ত নতুন গাড়ী বৃদ্ধি পাওয়া, অপর দিকে সেই অনুপাতে রাস্তা বৃদ্ধি না পাওয়া।
১২) মানসম্মত রাস্তার অভাব। এবং রাস্তা অধিক ভাঙ্গা থাকা।
১৩) অবকাঠামো নির্মানে নিম্নমানের কাঁচামাল ব্যবহার।
একটা দেশের উন্নের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কোন বিকল্পো নেই।
দূর্ঘটনা কমাতে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে অামাদের করণীয়ঃ
১)একটি সুন্দর পরিকল্পোনা প্রণয়ন। কারণ পরিকল্পোনা কাজের অর্ধেক।
২) রেল লাইন সম্প্রসারণ এবং রেল যোগাযোগে প্রযুক্তি' ব্যবহা করা।
৩) দূর্নীতি বন্ধ করা এবং দূর্নীতির জন্য কঠর শাস্তির ব্যবস্থা করা। দূর্নীতি থাকলে কোন কাজ সুন্দর ভাবে বাস্তবায়ন সম্ভব নয়।
৪)অবৈধ যানবাহন বন্ধ করা অথবা এর সাথে জড়িত জনগণকে প্রশিক্ষণের অাওতায় নিয়ে অাসা।
৫)সকলকে অাইন মানতে উদ্ভুদ্য করা।
৬) জনসচেতনতা বৃদ্ধি করা।
৭) জাতীয় সড়কে যানচলাচলের স্পষ্ট অাইন তৈরী ও' বাস্তবতায় করা।
এছাড়াও অারও অনেক কারণ বিদ্যমান। যা সরকারকে খুজে বেরকরেডড সমাধান করতে হবে। সরকার যদি যথাযথ পদক্ষেপ না নেন তবে জনগনের এই সমস্যার সমাধান সম্ভব নয়। বেটারি চালিত ভ্যান রিক্সা, ইন্জিন চালিত অবৈধ জানবাহন - অালমসাধু, ভটভটি, অত্যাধিক গতি সম্পন্ন তিন চাকার গাড়ি অাজ সড়ক দুর্ঘটনাপরম্পরা অন্যতম কারন। এগুলো এখন নিয়মিতভাবে ঘটে চলছে।কিন্তু প্রশাসন নিরব দর্শকের ভুমিকা পালন করছে। তাহলে জনগনের কল্যাণের কথা কে ভাববে।।সরকারকেই যথাযথো পদক্ষেপ নিতে হবে।অামাদের বাসার পার্শ্বে একটি সড়ক দূর্ঘটনা দেখে লেখাটি লেখা শুরু করি।দুর্ঘটনার ফলে একটা ছোট্ট বাচ্চা ক্ষতি গ্রস্ত হয়।
এভাবে আর কতদিন চলবে???
অাসুন আমাদের এই সামাজিক সমস্যা সমাধানে অামরা সবাই একযোগে কাজ করি।
©somewhere in net ltd.