নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সবচেয়ে স্বার্থক ছোট গল্পো

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৪


(সুন্দরবন ভ্রমন শেষে একজন বিদেশি লেখকের লেখা গল্পো।)

একটি বাঘ তিনজন মানুষ।একটি বাঘ দুইজন মানুষ।একটি বাঘ একজন মানুষ।
অতপর শুধু মাত্র একটি বাঘ।





মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৩

শুভ্র বিকেল বলেছেন: তাও যদি শেষ হয়ে যায়, প্রকৃতি থেকে মুছে যায় তবে চলবে কি করে।

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: এটাই পৃথিবির নিয়ম। অনেক শক্তিশালী পৃথিবির মঞ্চ থেকে বিদায় নিয়েছে।

২| ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১৭

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: বুঝিনি গল্প, হাতে সময় থাকলে বুঝিয়ে দিন।

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: তিন জন ভ্রমন কারি সুন্দরবন ভ্রমনে গেছেন।কিন্তু তারা এমন স্থানে পৌছে গেছে যেখানে বাঘের বিচরন বেশি।ঐখানে একটি বাঘ ছিলো।গভীর অরণ্যে বাঘের সামনে মানুষ পড়লে যা হয়।একে একে তিনজনকেই হত্যা করলো।অবশেষে সেখানে অবশিষ্ট থাকলো একটি মাত্র বাঘ

৩| ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪৯

দাঁড়িকমা প্রকাশনী বলেছেন: অসাধারণ গল্প

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৪| ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৫

মুক্তকণ্ঠ বলেছেন: গল্পটা আরেকটু ছোট করলে কেমন হয়? :p
একটি বাঘ একজন মানুষ।
অতপর শুধু মাত্র একটি বাঘ।

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ছোট করার চেষ্ট করার দরকার। প্রযুক্তি সকল কিছকেই ছোট করে ফেলছে।

৫| ২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: একটি বাঘ তিনজন মানুষ।
একটি বাঘ দুইজন মানুষ।
একটি বাঘ একজন মানুষ।
অতপর শুধু মাত্র একটি মানুষ।

..............আমার মনে হয় গল্পটা এমন হওয়ার কথা, কারণ বাঘ ক্রমান্বয়ে বিলুপ্ত হচ্ছে আর মানুষ বেড়ে যাচ্ছে :-B

৬| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগলো, সুন্দর মন্তব্যের জন্য। সাদা মনের মানুষ। !:#P

৭| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১১:২৬

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!

২১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ মাহবুব হাসান ভাই।

শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.