নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
শিখে নিও মোমবাতির ধারাপাত
কিভাবে নিজেকে জালিয়ে পুড়িয়ে
সমাজকে আলোকিতো করে
শিখে নিও মোমবাতির ধারাপাত
নিজের কষ্টকে ঢেকে রাখে
নিরবে কেঁদে বুক ভাসাই
হেসে হেসে কষ্ট ঢেকে
সমাজে অালো বিলাই
শিখে নিও মোমবাতির ধারাপাত
তিলে তিলে নিজেকে শেষ করে
অন্যের পথকে করে যায় সুগম
৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৯
সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ
শাহরিয়ার কবির ভাইয়া
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: হেসে হেসে কষ্ট ঢেকে
সমাজে অালো বিলাই
কিছু বলার ভাষা নাই।