নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
লাড়কির পরিণতি
অপরের ফাঁদে ফেলে
মিটি মিটি হাসো্
শত্রু ভেবে ভাসাতে গিয়ে
তুমিও শেষে ভাসো
অাগুন জালাতে হলে
নিজেও পুড়তে হয়
অাগুন নিয়ে খেলাটা
মোটেও সুখের নয়
জ্বালাতে গিয়ে লাড়কি
নিজেও তো পোড়ে
অবশেষে তাইতো
ছাই হয়ে পড়ে
অপরের ক্ষতিতে যে
ভীষণ খুশি হয়
জালাতে গিয়ে সে
নিজেকে করে ক্ষয়
শিখে নিও লাড়কির
চরম পরিনতি
জালাতে গেলে তার
কি হয় শেষ গতি
তাই বলি জালিওনা
মজলুম অসহায়
তুমিও হবে শেষ
পাবেনা কোন ঠাঁই।
১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৩৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধনবাদ, মঈনউদ্দীন ভাই।
২| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০১
প্রামানিক বলেছেন: শিখে নিও লাড়কির
চরম পরিনতি
জালাতে গেলে তার
কি হয় শেষ গতি
সুন্দর উপদেশমূলক ছড়া। ধন্যবাদ
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যাবাদ ভাইয়া
৩| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৭
টাইম টিউনার বলেছেন: ভাল লাগা রেখে গেলাম ।
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যাবাদ ভাইয়া
৪| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২০
সিগনেচার নসিব বলেছেন: বেশ সুন্দর ছড়া
শুভেচ্ছা রেখে গেলাম
১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৪
মঈনউদ্দিন বলেছেন: ভাল লাগছে!