নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
অামি একজন সিটিসেল গ্রাহক। সেই ২০০৭ সাল থেকে সিটিসেল ব্যবহার করে অাসছি। অামার জীবনের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল। সিটিসেল ব্যবহার করতে অামার ভালো লাগে, অনেকেই অাছেন সবার থেকে একটু অালাদা হতে চান, তেমনই অারকি, খুব খারাপ লাগলো। ভাবছিলাম হয়তো পত্রিকাই নিউজ অাসবে নতুন ভাবে সিটিসেলের যাত্রা শুরু কিন্তু না অবশেষে বিদায় নিতে হলো সিটিসেলকে। বাসাই ২টা সিটিসেল সেট। এখন অকেজো।অামার মতো অনেকরই এই অবস্থা ।ক্ষতিপুরন কে দিবে???
সিটিসেল বন্ধের মূল কারণ কি এই যে, এর বর্তমান ৫৫% শেয়ারের মালিক বি.এন.পি নেতা মোরশেদ খান!!!
যদি অামার কথা ভুল হয়, তবে সরকারি মালিকানাধীন টেলিটক ও একই অপরাধে অপরাধী। এটি কি টেলিযোগাযোগ খাতের জন্য সুশাসন হলো।
প্রতিমন্ত্রী তারানা হালিমকে বলছি, অাপনি অপারেটর বন্ধ করে দিয়েছেন ভালো কথা। প্রত্যেক গ্রাহকের ক্ষতিপুরন দিন।
বন্ধেরও তো বিকল্পো অাছে। তবে কেন বন্ধই করতে হবে? বিক্রয়ওতো করে দেওয়া যায়...
২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।
বন্ধ মানেই শেষ। বিকল্প ব্যবস্থা করলে কর্ম সংস্থান নষ্টহতো না।
এগুলো অদূরদর্শিতা।
২| ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এরচে বড় শেয়ার লুটেরা, ট্যাক্স ফাকি বা বকেয়ার, ব্যাংক ঋুন জালিয়াতির আসামী উনার উপদেষ্ট পদে বসে!!!!
বুঝতে হবে-ইউ হ্যাভ টু আন্ডর স্টুড! মাৎসানায় কাল চলছে!
ক্ষতিপূরণ চাইছেন? দেখুন হিরক রাজার কেউ বলে বসে কিনা - কত্ত বড় সাহস!
যা খুশি তাইর দেশে- বালিতে উটের মাথা গোজা জীবন!!!!!!!
২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
হুম...
অার কিছু বলার নাই
৩| ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ক্ষতিপুরন আদৌ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে
২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
সামিউল ইসলাম বাবু বলেছেন:
দেওয়া উচিৎ।
যদি রাষ্ট্র দায় না নেই তবে জনগন কার কাছে দাবি করবে।
৪| ২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০০
চিরান ডেভিড বলেছেন: হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত । গ্রাহক - কর্তাদের বিষয় বিন্দুমাত্র বিবেচনায় আনা হয় নাই । ফ্যাসিবাদী সরকারের ফ্যাসিবাদী আচরণ । মেনে নেওয়া যায় না , নিন্দা আর প্রতিবাদ জানাই ।
২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
সামিউল ইসলাম বাবু বলেছেন:
অাসলে গ্রাহকের কথা ভাবা উচিৎ
৫| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৮
রক্তিম দিগন্ত বলেছেন:
রাজনৈতিক প্রতিহিংসা ব্যতিরেকেও সিটিসেলের ব্যবসায়িক পলিসি তো ভাল ছিল না।
আমি নিজেও সিটিসেল দিয়ে শুরু করেছিলাম।
ক্ষতিপূরণ তো মনে হয় না পাওয়া যাবে। ট্যাক্স ফাঁকির অংকটা তো অনেক বড়, বন্ধ না করেও তো উপায় ছিল না। তবে সেটার জন্য গ্রাহকদের কাছে আগে নোটিশ পাঠানো উচিৎ ছিল।
তারানা হালিমের কিছু কিছু সিদ্ধান্ত একটু বেশিই দ্রুত, বিস্তর চিন্তা ভাবনা কম থাকে। এই ডিসেম্বর পর্যন্ত সময় দিলেও সিটিসেলের একটা না একটা ব্যবস্থা হতে পারত।
২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৯
সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ।
সহমত।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৯
গেম চেঞ্জার বলেছেন: বন্ধ না করে নিলাম করা যেতো!!