নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

নারী হওয়াই হিলারির এই পরিণতি!

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৩



ভাবলাম কিছুই লিখবনা কিন্তু না লিখে পারলামনা। এটাই অামেরিকা। নারী নেতৃত্বের প্রশংসা করে, কৌশলে নারী নেতৃত্ব চাপিয়ে দেয় কিন্তু নারী নেতৃত্ত্ব মানেনা। অাসলে পাশ্চাত্য সমাজ একটা অাধুনিকতার মুখোশ পরে অাছে।

তাদের বক্তব্য অাধুনিকতা মানেই নারীর ক্ষমতায়ন। এটা শুধু কথার কথা। পাশ্চাত্য বিশ্ব এটা মুখে বললেও বাস্তবে তারা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেনা।তারা অাসলে বিশ্বাস করে নারী ভোগের সামগ্রী। তাই ফ্যাশানের নামে ছোট ছোট পোশাক পোরিয়ে ছেড়ে দিয়ে বলে এটা নারী স্বাধিনতা। অামেরিকার সমাজ বাস্তবতার বহিঃপ্রকাশ এবারের নির্বাচন। ডোনাল ট্রাম্প নারীদের নিয়ে এতো অাপত্তিকর কথা বলার পরও অাজ প্রেসিডেন্ট হইলো। কিন্তু এতোদিন জানতাম অামেরিকার প্রেসিডেন্ট হতে হলে তাকে চারিত্রিক দিক থেকে ভালো হতে হয়, এবার ধারনা পাল্টে গেলো।

ট্রাম্পের নিকট ভালো কিছু প্রত্যাশা করা কঠিন। কারণ ট্রাম্প একটি উগ্রো ও নিম্ন মানসিকতার মানুষ।

যাহোক কি ঘটাই এবং ঘটে এটাই এখন দেখার বিষয়...

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


প্রলাপ

১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
যে যেমন ভাবে...

২| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

দি হিউম্যন প্যারাডক্স বলেছেন: সতয

১২ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

শুভেচ্ছা জানবেন

৩| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১২

কালীদাস বলেছেন: আমার কাছেও এটাকে অন্যতম প্রধান কারণ মনে হয়েছে। পাশাপাশি পরপর তিনটার্মে ডেমোক্রেটিকদের নীতির মধ্যে চলতে চায়নি এটাকে মাথায় রাখতে হবে। ট্রাম্পের জাতীয়তাবাদি চেতনার ভাষণ কাজে দিয়েছে, সাদা চামড়ার আমেরিকানদের জব মার্কেট বাদামি চামড়া বা মুলাটোরা নিয়ে যাচ্ছে এটা পাবলিক খুব ভাল খেয়েছে।

১২ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:

সহমত।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ

৪| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:১৬

মহীয়সী (নারী বিষয়ক নিউজ পোর্টাল) বলেছেন: অসাধারণ লিখেছেন । নারী ইস্যু নিয়ে মহীয়সীতে লিখবেন প্লিজ । আপনার লেখাটা দিলাম মহীয়সীতে-http://www.mohioshi.com/2016/11/13/নারী-হওয়াই-কি-হিলারির-এই-প/

১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

সুযোগ পেলে অারো লেখার চেষ্টা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.