নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
চারিদিকে অাজ শুধু
ধ্বংসের খেলা
মানবতার নাটক
মিথ্যার মেলা
অসহায়ের জন্য
নেই ভালোবাসা
মিথ্যার ফুলঝুরি
মরিচিকার বাসা
মানুষ মেরে ওরা
করে উল্লাস
চারিদিকে অাজ শুধু
লাশ অার লাশ
নদীর পানি অাজ
শুখিয়ে গেছে
রক্তের নদী যেন
দ্বিগুন বইছে
অাকাশের মেঘে
নেই কোন বৃষ্টি
চোখের জলে করে
নদী সৃষ্টি
সবাই মেতেছে
ধ্বংসের খেলাই
কখন মিটবে খেলা
কোন সে বেলাই
১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৬
সামিউল ইসলাম বাবু বলেছেন:
অামি সারা বিশ্বকে নিয়েই লিখেছি।বিশেষ করে মায়ানমার, সিরিয়া, কাশ্মীর সহ সকল মানবতার উপরের নির্যাতনকে নিয়েই লিখেছি
অাপনার প্রশ্নটি অামার কাছে অপ্রাসঙ্গিক লেগেছে।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১২
শুভ্র বকুল বলেছেন: অসাধরন লিখেছেন। মানবতার সাথে চলছে কেবলই অভিনয়......
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১
সামিউল ইসলাম বাবু বলেছেন:
ব্লগে স্বাগতম।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: কোন দেশের কথা লিখছেন সেটা কিন্তু বলেন্নাই