নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

মানুষ চিনতে ভুল করা

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৯

মানুষ চিনতে ভুল করাঃ

অাচ্ছা বলুনতো যদি অাপনি কখনো কাওকে উপকার করে ক্ষতিগ্রস্ত হন।
অথবা, অাপনি কাওকে বিস্বাস করার কারণে ক্ষতিগ্রস্ত হলেন।
এখন প্রশ্ন হলো অাপনি কি মানুষ চিন্তে ভুল করলেন?
জানিনা।
এর কোন উত্তর জানা নাই।
তবে ভালোলাগে এই জন্য যে, কাওকে ভালোবেসে, বিস্বাস করে ধরা খেয়েছি।
দেখুন অামি এই কথা কেন বলছি জানেন?
আমি একজনকে খুব বেশি বিস্বাস করে অনেক বড় ধরা খেয়েছি।
কষ্ট কাকে বলে হৃদয় দিয়ে বুঝতে পেরেছি।
জীবনে এক চরম শিক্ষা পেয়েছি।

এখানে বিষয় হলো অাপনার উদ্দেশ্য যদি ভালো থাকে। অাপনি যদি উপকার করতে গিয়ে ক্ষতিগ্রস্তোও হন। তবে মনে করবেন অাপনি সফল। কারণ অাপনার উদ্দশ্য ভালো ছিলো।

এভাবে কাওকে ভালো করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হলে নিজের কাছে ভালো লাগে যে, না অামি কারো উপকারের জন্য কাজ করার চেষ্টা করেছি।

অার যারা, মানুষকে ক্ষতি করার চেষ্টা করে বা ক্ষতি করে তারা যদি সফলও হয়, তবে তারা মানশীক ভাবে কখনো প্রশান্তিতে থাকতে পারেনা। একটা অপরাধ বোধ সব সময় কাজ করে।

তাই, কষ্ট হলেও পরের উপকারের জন্য কাজ করার মধ্যে একটা অালাদা মজা ও প্রশান্তি অাছে।

তাই সকলের উচিৎ মানুষের মঙ্গলের জন্য কাজ করা এবং মানুষের মঙ্গল কামনা করা।
অার যারা মানুষের ক্ষতির জন্য কাজ করে,এরা কোন না কোন ভাবে ক্ষতি গ্রস্থ হবেই। তাই অাসুন মানুষের কল্যাণে এগিয়ে যায়, সুন্দর অাগামীর জন্য। একটা নতুন পৃথিবীর জন্য

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.