নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

শীতের দুটি কবিতা

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৩


শীতের মজা শীতের অামেজ

শীতের বুড়ি কুয়াশার চাদর গায়ে
কাঁপতে কাঁপতে অাসছে গাঁয়ে

গ্রাম বাংলাই শীতের দিনে অন্যরকম মজা
খোকা খুকু শুরু করে সন্ধা রস খোজা

চারিদিকে জমে ওঠে খির পায়েসের ধুম
ছোট বড় বেজাই খুশি ভাঙে তাদের ঘুম

উত্তরীয়া বাতাসে ভেসে ওঠে খেজুর গুড়ের ঘ্রাণ
গ্রাম বাংলাই জেগে ওঠে অন্যরকম প্রাণ

পিঠা পুলি তৈরী করা, মজা করে খাওয়া
হরেক রকম পিঠা গোড়ে অাত্মীয় যাওয়া

শীত এলে তাই প্রকৃতিতে পড়ে যায় সাড়া
শীত এসে গ্রাম বাংলাই দিয়ে যায় নাড়া


শীতের যত কষ্ট

অামরা যার সুখেই অাছি
হিমেল শীতের দিনে
পথের ধারে কষ্টে মরে
তাদের কথা পড়েকি মনে

একটু খানি শীতের কষ্ট
কেমন লাগে বলো
পথের ধারে ফেলে রেখে
কোমনে তুমি চলো

ওরাও মানুষ অামাদের মতো
বাঁচার অাছে অধিকার
এসির নিচেই বিবৃতি অার কথা দিয়ে
অাসে কি অধিকার

অাজ কে চলো এগিয়ে যায়
একটু খানি পাশে দাড়াই
অল্পো হলেও তাদের তরে
এসো না ভাই হাত বাড়াই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.