নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

বৃক্ষের জেলখানা

২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৬

অাজ একটু ভুল ভাল লিখছি।

পোষ্টে কোন গঠনমূলক কথা নেই।
ব্যক্তিগত ভালোলাগা থেকেই মূলত এই পোষ্ট।

নিচে যে ছবিগুলা দেওয়া অাছে অাপনারা অনেকেই হয়তো স্থানটি চিনেন। কিন্তু যখন অামি দেখলাম তখন মনে হলো একটু মজাকরা যায়।

অার তাই চলুন একটু বৃক্ষের জেলখানাই ঘুরে অাসি


অাসলে খাচা দিয়ে চারিদিকে ঘেরা তাই জেলখানা বললাম। কেও অাবার মাইন্ড করেন না।




অাহারে কিভাবে বন্ধি করে রেখেছে। দেখে বড্ডো মায়া লাকছে।




বোটানিক্যাল গার্ডেনে ঘুরতেগিয়ে ক্যামেরা বন্ধি

একটু শূন্যে ভাসার প্রচেষ্টা

অবসর পেলেই একটু সবুজে মিশেজেতে ভালোলাগে

সবুজে ঘুরলে মনটা একটু ভালোথাকে...

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২১

উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: খুব সুন্দর ভাইয়া লেখে যান

২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই অাপনার জন্য চা দিছি।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: সকাল বেলা অাসছেন এককাপ চা খান ভাই।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৪

আশফাক ওশান বলেছেন: শান্তির জেলখানা!
ভালো লাগলো।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.