নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

টেলিটক রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর, তাই এখনো বাজারে টিকে অাছে

২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

অাবার নতুন স্লোগান নিয়ে যাত্রা শুরু করলো।,নতুন কারিশমা দেখাবে বলে অাশা বাদ ব্যক্ত করেছে কত্তিপক্ষ।



অাজ প্রথম অালোর একটা সংবাদ চোখে পড়লো। টেলিটকের ৮০০ কোটি টাকার অনিয়ম। চীনের একটি প্রতিষ্ঠান ১১৮০ কোটিতে প্রযুক্তি উন্নয়নের কাজ করার জন্য টেন্ডার ড্রাফট করলেও কোন বিচার বিবেচনা ছাড়াই অন্য অারেকটি প্রতিষ্ঠানকে ২০০০ কোটি টাকাই কাজ দেওয়ার চুক্তি করেছে।

গ্রামীণফোন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যাচ্ছে। অার অামগোর টেলিটকের শুধু নতুন নতুন স্বপ্ন দেখানোর পালা। পার্শ্ববর্তীদেশ ভারতে মোবাইলের ব্যবসাই সবচেয়ে এগিয়ে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর। অার অামগোর দ্যাশে প্রতি ৬মাস পর পর নতুন নতুন অাশারবাণী। টেলিটক সবার অাগে 3G সেবা শুরু করলেও এখন 3G গ্রাহক খুজে পাওয়া কষ্ট।

একের পর এক লোকশানের পরও খুড়ি খুড়িয়ে চলছে। মাঝে মাঝে বড় বড় কথা। গ্রামীণফোন কর ফাকি দিলেও ঘুষ দিতে কম করে না। যারা কথা বলবে তাদেরই বান্ডিল মেরে দিবে। টেলিটকের কি হলো তা নিয়েতো তাদের কোন মাথা ব্যাথা নেই। সরকারী চাকুরি লাভ লস যাই হোক বেতনতো অাসবেই। অার উপরি সেতো Uncountable!

প্রতিষ্ঠানের লোকশান হবে, সঙ্গে সঙ্গে চাকুরি ছাটাই। দূর্নীতি করবে, জেল হবে সঙ্গে সঙ্গে। তাহলে সব ঠিক হয়ে যায়।

যারা বেশি কথা বলে তাদের দিয়ে কোন কাজ হয়না। মানুষ কথা শুনতে চায়না। কাজ দেখতে চাই।

এটা হবে ওটা হবে অবশেষে ঘোড়ার ডিম।

টেলিটক ও বিটিসিএল ন্যয়নিষ্ঠ ভাবে এগিয়ে যাক। সবাই সুন্দর সেবা পাক, এটাই সকলের প্রত্যাশা।


অর্থের বিনিময়ে সরকারি অনেক সুবিধা গ্রহন করছে বিদেশী কম্পানী, টেলিটক ব্যস্ত স্বপ্ন দেখাই।

কর্মকর্তাদের অসাধুতার সুযোগ নিয়ে বিদেশী কম্পানী হাতিয়ে নিচ্ছে দেশের কোটি কোটি টাকা। প্রয়োজন যথাযথ পদক্ষেপ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

ঢাকাবাসী বলেছেন: একবার বিটিসি্ল বা টেলি,,,ঢুকতে পারলে তিন বছরে তিরিশ কোটি মিনিমাম! সোনালী ব্যাংক রুপালি অগ্রনী রা শত শত কোটি মারতেসে তো আমরা কি দুষ করলাম? সরকারী মাল দরিয়ামে দাল্

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:

চোরের খোনি।

সকলের চেষ্টা ছাড়া দেশ উন্নতি সম্ভব নয়।

যে যার স্থান থেকে লুট পাটে ব্যস্ত।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু জানোয়ার আমাদের দেশে বিমান, রেলওয়ে, টেলিটক সহ আরো সরকারী প্রতিষ্ঠানের দায়িত্বে আছে। তাই জীবনেও লস হবে না এমন ব্যবসায়-ও এরা লস খায় প্রতি বছর...

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:
বিষয়টা এমন যে যার স্থান থেকে লুটেপুটে খাও।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অামরা যদি না জাগি মা কেমনে সকাল হবে,
তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩

রেজা এম বলেছেন: যেমনটি BSNL ;) B-))

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.