নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

তবুও লিখছি

৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩





ভাবলাম লিখবোনা। কোন পথ খুজে না পেয়ে লিখছি
...

জানিনা এর কি উত্তর হবে।

অামার পরিচিত কজন ছোট ভাই নতুন ব্লগ খুলেছে। সপ্তাহ খানিক বা দু'সপ্তাহ হওয়ার পরও তাদের লেখা প্রথম পাতাই অাসছেনা। লেখার মানযে একেবারে খারাপ তাওনা। তারা বলছে বারবার ভাইয়া প্রথম পাতাই লেখা অাসছেনা কেনো? অামি বোঝানোর চেষ্টা করছি লিখতে থাকো প্রথম পাতাই চলে অাসবে। কিন্তু অাসছেনা। কোন কারণ খুজে না পাওয়াই অামিও যথাযথ কোন উত্তর দিতে পারছিনা।

অাসলে লেখা লেখি অাসে মূলতঃ ভালো লাগা ভালোবাসা থেকে। অার কোথাও সেটা প্রকাশ পেলে ভালোলাগার মাত্রাটা বেড়ে যাই।

মডারেটরের কাছে অামার একটা দাবি, যদি কোন লেখা প্রথম পাতাই স্থান পাওয়ার মতো না হয় তবে লেখককে তার লেখা প্রকাশ না হওয়ার কারন জানিয়ে একটি নোটিফিকেশন দেওয়া উচিৎ। এতে লেখক অন্তত পক্ষে একটি জবাব পেয়ে নিজেকে সান্তনা দিতে পারে।

অাশাকরি মডু উপরুক্ত বিষয়টি বিবেচনা করবেন।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬

সুমন কর বলেছেন: আরো একটু অপেক্ষা করতে বলুল, প্রথম পাতায় চলে আসবে। কিংবা তাদের [email protected] এখানে মেইল করতে বলুন।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ।

পাঠ, মন্তব্য ও পরামর্শের জন্য।

শুভেচ্ছা জানবেন।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০১

আহমেদ জী এস বলেছেন: সামিউল ইসলাম বাবু ,



সমস্যা বটে ।
আর একটা কারন হতে পারে , "নতুন ব্লগ লিখুন" ঘরটির বাম দিকে স্ক্রীনে দেখবেন, ছোট্ট একটি স্কোয়ার বক্সের পাশে লেখা আছে " প্রথম পাতায় প্রকাশ করুন " । ঐখানে হয়তো "টিক" চিহ্ণ দেয়া হয় নি ।
ট্রাই করে দেখতে পারেন । ওটাতে "টিক" না দিলে লেখা প্রথম পাতাতে যাবেনা ।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৪

প্রামানিক বলেছেন: এরকম অনেক নতুন ব্লগারের ভালো ভালো লেখা দেখেছি তাদের প্রথম পাতায় অনুমোদন নাই। লেখার মান অনুযায়ী তাদেরকে অনুমোদন দেয়ার জন্য অনুরোধ করছি।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠে মন্তব্যে ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন প্রামাণিক ভাই।

অাপনার সাথে সহমত।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

সিনিয়ার মোফিজ বলেছেন: সমস্যা বটে ।
আর একটা কারন হতে পারে , "নতুন ব্লগ লিখুন" ঘরটির বাম দিকে স্ক্রীনে দেখবেন, ছোট্ট একটি স্কোয়ার বক্সের পাশে লেখা আছে " প্রথম পাতায় প্রকাশ করুন " । ঐখানে হয়তো "টিক" চিহ্ণ দেয়া হয় নি ।
ট্রাই করে দেখতে পারেন । ওটাতে "টিক" না দিলে লেখা প্রথম পাতাতে যাবেনা ।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পর্যবেক্ষণে থাকা অবস্থায় কী ব্লগারের লেখা প্রথম পাতায় প্রকাশিত হয়? সম্ভবত হয় না। অনেক দিন আগে ব্লগার হয়েছি তো! তাই ঠিক মনে করতে পারছি না। ১, ২ ও ৪নং মন্তব্য অনুসরনে সমাধান হতে পারে।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০০

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

কালীদাস বলেছেন: স্ট্যাটাস সেফ না হলে প্রথম পাতায় লেখা আসবে না। স্ট্যাটাস কি?

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন: অামার দেখা দৃষ্টিতে সেফ ও মোটা মুটি সুন্দর মানের।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

কালীদাস বলেছেন: আপনাকে কি বলেছি বুঝতে পারেননি। আপনার হোম পেজে একটা স্ট্যাটাস বার আছে, স্ট্যাটাস চারটা- ব্লক, ওয়াচ, জেনারেল, সেফ। স্ট্যাটাস সেফ না হলে লেখা প্রথম পাতায় যাবে না। এটা ঐ ব্লগের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গীর ব্যাপার না, ব্লগের মডারেটরদের ডিসিশনের ব্যাপার।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.