নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

কান্না

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৭



অাজ কাল কান্নাগুলো
কেমন জানি হয়ে গেছে
থামছেনা মোটেও
নতুন কিছু দিচ্ছে হানা
পাখি তার নীড়ের ছানা হারিয়ে
করে চলেছে বিক্ষোভ

চারিদিকে শুধু কান্না
কি অাশ্চর্য!
ঝর্ণার মতো ঝরেই চলেছে
কান্নাগুলো খুব বেশি পদচারনা করছে
হা হা হা
খুব হাসি পায়
হাসি পায় তাদের জন্য
অাজ যারা কাঁদায়
তারাও কাঁদবে
বিষয়টা খুব চমৎকার না
মজলুমের চোখের পানি খুব ভারি
প্রশান্ত মহাসাগর এসে হেরে যায়

চারিদিকে শুধু কান্না
জমিনের বুকে মাথা রাখলেই
কান্নার রোল শোনা যায়
কাঁদানোই কোন সুখ নেই
মজলুমের চোখের জল খুব ভয়ংকর
কান্নারা তাই হয় অঙ্গার

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৮

বিজন রয় বলেছেন: সুপ্রভাত!

সকালেই কান্না দিয়ে শুরু করলাম। হ্যাঁ, কাঁদলে মন ভাল হয়।
তবে আগুনে কান্নায় ভয় করে।

উত্তম।

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ।

শুভেচ্ছা।

শুভ সকাল।

অন্য অারেকটি লিখছি। ওটা কম্পিলিট করতে পারিনি তাই -কান্না।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০২

ধ্রুবক আলো বলেছেন: সুপ্রভাত...
খুব ভালো লিখেছেন কবিতাখানি....

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনুপ্রাণিত হলাম।

শুভেচ্ছা জানবেন।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৪

মোস্তফা সোহেল বলেছেন: শীতে মোরা কাবু
কবিতা উনি ভালই লেখেন
সামিউল ইসলাম বাবু।

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ভাই, পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

অাসলে শীতের মজা শীতে
শীত না এলে লস হতো সব পিঠে

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৭

কানিজ রিনা বলেছেন: কাঁদালেকাঁদতেহয়।

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

শুভেচ্ছা রইলো

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: মানুষ জন্ম নিয়েই তো কাঁদে !

কবিতা ভাল লেগেছে ।

০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:

সেটা কিছু পাওয়ার অানন্দে কাঁদে।
কষ্ট লাগে কেও কিছু হারিয়ে যখন কাঁদে ...

শুভেচ্ছা জানবেন

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১০

শেখ জামাল ১২ বলেছেন: :-< :-< :-<

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭

উৎপল হালদার বলেছেন: হুম

০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


রাস্ট্র, সমাজের অস্হিরতা পরিবারে গিয়ে লাগছে; পরিবার থেকে হয়ে সেটা পরিবারের সদস্যদের অস্হিরতার কারণ হচ্ছে; অস্হিরতা মানুষকে অসহায় করে তুলেছে

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:
সহমত

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১১

সুমন কর বলেছেন: কাঁদানোই কোন সুখ নেই
মজলুমের চোখের জল খুব ভয়ংকর
কান্নারা তাই হয় অংগার
-- ভালো লিখেছেন।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ দাদা ভাই

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮

সাদা মনের মানুষ বলেছেন: কান্নার পরই হয়তো হাসির সুর্য্য উঠবে........ভালোলাগা।

০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:
সেটাই প্রত্যাশা।

অনুপ্রাণিত হলাম।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

ANIKAT KAMAL বলেছেন: ভাই খুব ভা‌লো লি‌খে‌ছেন কান্না চো‌খের ভা‌লো ঔষধ

১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ

ভালো থাকবেন। এই কামনা রইলো

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩৯

অতৃপ্তচোখ বলেছেন: হ্যা ভাই ,কাঁদানোই কোনো সুখ নেই।
তবুও কাঁদায় , কাঁদি।
কেঁদে কেঁদে নিজেকে হাল্কা করি, সুখ খুঁজে নেই।

১৭ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

ভালোথাকবেন।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৮

জীবন সাগর বলেছেন: খুব কষ্টের কবিতা ভাই।

ভাল লাগলো আপনার লেখনি

১৭ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ।

জেনে খুশি হলাম

ভালোথাকবেন, শুভকামনা।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬

রেশমা আক্তার বলেছেন: পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে কাদেনি।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

রেশমা আক্তার বলেছেন: বিষয়টা খুব ভালো লাগলো।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ করেছেন, জেনে খুশি হলাম।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪০

নতুন নকিব বলেছেন:



আমি শুধু বানানটাই ঠিক করছি- লেখার শরীরে হাত দিলে ভ্যাজাল হবে-

অাজ কাল কান্না গুলো (কান্নাগুলো -একই শব্দ হবে)
কেমন জানি হয়ে গেছে
থামছেনা মোটেও
নতুন কিছু দিচ্ছে হানা
পাখি তার নীড়ের ছানা হরিয়ে (হারিয়ে)
করে চলেছে বিক্ষোভ

চারিদিকে শুধু কান্না
কি অাশ্চর্য!
ঝর্ণার মতো ঝরেই চলেছে
কান্নাগুলো খুব বেশি পদচারনা করছে
হা হা হা
খুব হাসি পায়
হাসি পায় তাদের জন্য
অাজ যারা কাঁদায়
তারাও কাঁদবে
বিষয়টা খুব চমৎকার না
মজলুমের চোখের পানি খুব ভারি
প্রশান্ত মহাসাগর এসে হেরে যায়

চারিদিকে শুধু কান্না
জমিনের বুকে মাথা রাখলেই
কান্নার রোল শোনা যাই (যায়)
কাঁদানোই কোন সুখ নেই (কাঁদানোয়)
মজলুমের চোখের জল খুব ভয়ংকর
কান্নারা তাই হয় অংগার (অঙ্গার)

-তবে লেখায় ভাবের গভীরতায় মুগ্ধ।

ভাল থাকবেন।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।

অনেক অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.