নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

খুশি থাকার উপায়

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪২



মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়। তারপর অাবার একটু অাশার বাণী শুনলে মনটা ভালো হয়ে যায়। অার মন ভালো থাকলে নিজের কর্ম স্পৃহা বেড়ে যায়। যেকোন কাজ সহজে করা যায়। তাই যেকোন সময়ই মনকে খুশি রাখার মাধ্যমে জীবনকে সুন্দর, অনন্দময় ও সফল করা যায়।

জীবনকে অাপাত দৃষ্টিতে ৫টি উপায়ে খুশি রাখা যায়ঃ
১) নিজেকে ভালো বাসুন।
২) ভালোকাজ করুন।
৩) ক্ষমাশীল হোন।
৪) কারো ক্ষতি করা থেকে বিরত থাকুন।
৫) ইতিবাচক থাকুন।

এছাড়াও
★ অাত্মবিশ্বাস হারা না হওয়া।
★ ধৈর্যশীল হওয়া।
★ নিজের দুঃখ লাগলে যারা নিজের থেকেও কষ্টে অাছে তাদের দিকে দৃষ্টি পাত করা।

মনকে ফ্রেস রাখার কিছু উপায়ঃ
১) ইবাদত বা ধ্যান করা।
২) শরির চর্চা করা।
৩) মুক্তবাতাসে ঘোরা ঘুরি করা।
৪) সবুজ প্রকৃতি দেখা।
৫) প্রাপ্তিতে শুকরিয়া অাদায় করা।



যদি তুমি সমাজের জন্য কিছু করতে চাও তবে তুমি সর্বপ্রথম নিজেকে উপযুক্ত করে গোড়ে তলো।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫১

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: সুন্দর লিখেছেন।

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা+

২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর একটা পোষ্ট+++
খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ.....

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অনুপ্রাণিত হলাম।

অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানবেন

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০১

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার সময়েই কিছু সুন্দর অনুভূতি মনে দোলা দিয়ে গেল। লেখায় + +
জীবনকে খুশি রাখা এবং মনকে ফ্রেস রাখার উপায়গুলো নিজের অজান্তেই এতদিন চর্চা করে এসেছি। আজ থেকে জেনে করবো।

১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন। অনুপ্রাণিত হলাম।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

জসীম অসীম বলেছেন: লেখা পড়ে খুবই ভালো লাগলো।

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬

শান্তা ইসলাম ইমা বলেছেন: আপনার লেখাটা খুব ভালো লাগলো ।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অাপনার ভালোলাগাতে ভালোলেগেছে।

শুভেচ্ছা জানবেন।

৬| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৮

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার পোস্টটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ । শুভ রাত্রি ।

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩১

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকেও অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.