নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

এশিয়ার বৃহত্তম কৃষি খামারঃ দ্ত্তনগর (ছবি ব্লগ-০৩)

১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫


এশিয়ার বৃহত্তম কৃষি খামারঃ দত্তনগর(ছবি ব্লগ-০২)
এশিয়ার বৃহত্তম কৃষি খামারঃ দত্ত নগর (ছবি ব্লগ-০১)কোল্ড স্টোরেজ। নতুন নির্মিত। জানুয়ারি ২০১৭ পর্যন্ত এখনও উদ্বোধন হয়নিফার্মের ভীতর বট গাছ বেশ কটা অাছে, তবেই এই গাছটাই দেখতে সবচেয়ে সুন্দর।এর গোড়াটাও বাধানো।সফরে অাসলে এখানেই অধিকাংশ রান্না বান্না হয়। এখন ধান রোপনের সময়।তাই চারিদিকে পানি।এরপ রেও দুপুর বেলা।ছবি গুলা অধিকাংশই অামার কমদামি সেটে তোলা।তাই বেশ কিছু ছবি সাদা হয়েছে,অারকি। অধিকাংশ পথজুড়েই দুধারে গাছ লাগানো।অনেক জায়গাই পাম গাছও অাছে। টবে ফুল বাগান। বটগাছে উঠে পড়লাম অামরা দুজন।নিচেই বড় ভাই।একটু ক্যামেরা বন্ধি করলাম অারকি। খামারের ভিতর অাছে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়।বর্তমান সরকার ক্ষমতাই অাসার পর এখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি উত্থাপন করা হয়।দাবিটি গ্রহন হয়েছে।শিক্ষা মন্ত্রনালয় ও ইউজিসি সমিক্ষা করেছে।মন্ত্রণালয় থেকে প্রক্রিয়া শেষ হলেই বিশ্ববিদ্যালয় হবে বলে অাশা করা যায়।তবে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় ব্যবহারিক করতে এখানে এসে থাকে। উপপরিদর্শকের কার্যালয়ের সামনে। পাঁচ অাওলিয়ার দরগা।লোক মুখেশোনা।সঠিক ইতিহাসটা অামার জানা নেই।সর্বশেষ ছবিতে দেখা যাচ্ছেঃ গরুগুলা অধিকাংশই রশিদিয়ে বাধা নয়।দলবেধে থাকে।এখানে ৮০টি গরু অাছে। এদের চারি ধার বাশ দিয়ে বেড়া দেওয়া ।


শুকনা অামপাতা নিয়ে পিচ্চিরা অাসছিলো। যখন বললাম তোমাদের ছবি উঠাবো। সেই চেহারা ফিনিয়ে নিয়ে দৌড় দিলো।

চাষের পূর্বে জমি প্রস্তুত করা হচ্ছে।



এমন অনেক পাম্প অাছে।


পাকা সেচ নালা


খামারের গরুকে খাবার দেওয়া হচ্ছে।

পরিক্ষা মূলক জাত উদ্ভাবন করা হচ্ছে।

বিভিন্ন অংশের মতো এখানেও নতুন ধান রপন করা হয়েছে।


বেশকিছু বাগানের একটি অাম বাগান।

পাম্প ঘর।

বিভিন্ন ফসলের বিবরণ।



পোকা মাকড় নিধন করা হচ্ছে।

ধান কাটাই ব্যস্ত কৃষক।


যদি ভালো করে সবকিছু ঘুরে দেখতে চান, মটর বাইক লাগবে। তাও দেখে শেষ করাটা কষ্ট কর হয়ে যাবে।



মন্তব্য ৪৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮

ভ্রমরের ডানা বলেছেন:
খুব সুন্দর জায়গা!

১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯

আয়নিত বলেছেন: বাহ!

১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: নতুন স্বাক্ষাত ভাই
শুভেচ্ছা নিবেন তাই

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাঁচ অাওলিয়ারই দরগা।

মান্নত টান্নত করেন নাই?

১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: মান্নত করছি যদি ছেলে সন্তান হয় তই মুরগী দিমু।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :> মাইয়া হলে কি দিবেন?

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: বিয়ার পরইনা পোলাপাইন।
অাগে বৌ ঘরে অাসতে দিন।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

রিকতা মুখাজীর্র্ বলেছেন: খুব সুন্দর জায়গা,একবার সময় পেলে নিশ্চয় ঘুরে আসবো ওপার বাংলা থেকে.......।

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অগ্রিম নিমন্ত্রণ ও শুভেচ্ছা জানবেন।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আগে থেকেই নিমন্ত্রন....যদি যাওয়া না হয়?

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাশা থাকা ভালো।

কারণ মানুষ বাঁচে অাশাই।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।

ধন্যবাদ ভাই সামিউল ইসলাম বাবু।

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ।

শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

সুমন কর বলেছেন: লেখক বলেছেন: মান্নত করছি যদি ছেলে সন্তান হয় তই মুরগী দিমু। - আশা পূরণ হোক। আমিন।

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই বৌটা অাসুক তারপর অামিন বলেন।

ভালবাসা জানবেন।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


"এশিয়ার বৃহত্তম কৃষি খামারঃ দ্ত্তনগর (ছবি ব্লগ-০৩) "

-এশিয়ার বৃহত্তম কৃষি খামার বাংলাদেশে? এশিয়া কত বড়?

১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাসলে ১০টির বেশি ছবি অাপলোড না হওয়াই ৩বার দেওয়া লাগলো।

জি হ্যাঁ, এশিয়ার বৃহত্তম কৃষি খামার বাংলাদেশে।

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:



"জি হ্যাঁ, এশিয়ার বৃহত্তম কৃষি খামার বাংলাদেশে। "

-এশিয়া মহাদেশে দেশ ১টি?

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন: অামি যতটুকু জানি এবং নেটে যা পেলাম তার সমন্বয়ে দিলাম।

অাপনি কি বোঝাইতে চাচ্ছেন অামি ঠিক বুঝতে পারিনাই। প্লিজ অাপনার কাছে কোন তথ্য থাকলে জানালে খুশি হবো।

ধন্যবাদ ভাই।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছবি হলেও দেখার ব্যবস্থা করেছেন তাই অনেক ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

অাইছেন।অহন রাত। চা খেয়ে শুয়ে পড়েন।

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২২

জুন বলেছেন: এশিয়ার বৃহত্তম কৃষি খামারের কথা জেনে আর ছবি দেখে খুব ভালোলাগলো সামিউল ইসলাম বাবু ।
দত্তনগর জায়গাটি কোন জেলায় বলে দিলে অনেক পাঠক উপকৃত হতো । অবশ্য আপনি এর অন্য পর্বে তা উল্লেখ করেছেন কি না চোখে পরলো না । ভুল হলে ক্ষমা করে দেবেন ।
+

১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ঝিনাইদহ হতে স্থানটির দুরত্ব ৪৮-৫০ কিঃ মিঃ। ঝিনাইদহ হতে বাসযোগে সড়কপথে কালীগঞ্জ । এরপর কালীগঞ্জ হতে বাসযোগে জীবণনগর গিয়ে সেখান থেকে বাসযোগে দত্ত্বনগর যেতে হবে।

১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: জেলা ঝিনাইদহ, থানা মহেশপুর।

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।

১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।

সু-স্বাস্থ্য কামনা করছি

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১০

ক্লে ডল বলেছেন: জুনাপুর সাথে একমত দত্তনগর জায়গাটি কোথায়?

১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: জেলাঃ ঝিনাইদহ।
থানাঃ মহেশপুর

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১২

চাঁদগাজী বলেছেন:



চীন, জাপান ও মায়েশিয়া এশিয়ায়; কোরিয়ায় ১ কৃরষকের গরুর সংখ্যা ২/৩ হাজারের উপরে।

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫০

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১২

নীলপরি বলেছেন: জায়গাটা যে অপূর্ব তা আপনার ছবি দেখেই বোঝা যাচ্ছে । আপনার উপস্থাপনটা খুব ভালো হয়েছে ।

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা জানবে।
অাপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২১

ফেরদৌসা রুহী বলেছেন: এশিয়ার বৃহত্তম কৃষি খামার দেখলাম।

কিন্তু দত্ত নগর কোথায় কিভাবে যেতে হবে তার কিছুই জানলাম না, এসব তথ্য দেওয়া দরকার ছিল।

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: ঝিনাইদহ হতে স্থানটির দুরত্ব ৪৮-৫০ কিঃ মিঃ। ঝিনাইদহ হতে বাসযোগে সড়কপথে কালীগঞ্জ । এরপর কালীগঞ্জ হতে বাসযোগে জীবণনগর গিয়ে সেখান থেকে বাসযোগে দত্ত্বনগর যেতে হবে।

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:



যাক, আমাকে যেতে হবে।

১৭ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: চলে অাসেন।

চা খাওয়াবোনে।

১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যে অাপনাকেও ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

২০| ১৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৮

বিলিয়ার রহমান বলেছেন: সামিউল ইসলাম বাবু

ছবি ব্লগ সুন্দর হয়েছে!:)

১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ।

শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

অনেক দিনপর। কোথাই ছিলেন ভাইয়া???

২১| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবি, কথায় চমৎকার উপস্থাপন।

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১০

জীবন সাগর বলেছেন: সুপ্রভাত ভাই।

দেখলাম আপনি আছেন, তাই সকালে শুভেচ্ছা দিতে আবার এসে গেলাম।
শুভকামনা রইল।

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগলো

অাসছেন যখন চা খান ।

ভালো থাকবেন শুভকামনা রইলো।

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো খামারটির সাথে পরিচিত হয়ে।


কৃতজ্ঞতা রইল পোষ্টটিতে।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০২

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ শুভেচ্ছা জানবেন।

শুভকামনা রইলো।

২৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৩

শান্তা ইসলাম ইমা বলেছেন:
ভালো লেখার জন্য ধন্যবাদ।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনুপ্রাণিত হলাম।

অাপনাকেও বাগানের টাটকা ফুলের শুভেচ্ছা।

ভালো থাকবেন।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.