নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

চলতে ফিরতে দেখা (ছবি ব্লগ)

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮

বারবাজার মসজিদ
চলতি পথে,
বৃক্ষের জেলখানা














যেভাবে যেতে হবেঃ ঝিনাইদ জেলার কালিগন্জ্ঞ থানার মালিয়াট ইউনয়নের মল্লিকপুর গ্রামে এই বটগাছ অবস্থিত।

বাসযোগে ঝিনাইদ জেলার কালিগন্জ্ঞ থানা শহরে নামতে হবে। কালিগন্জ্ঞ বাস স্টান্ড থেকে পূর্ব দিকে ১২ কিলোমিটার রাস্তা। রাস্তার পাশেই বটগাছ। কয়েক শত বছরের স্মৃতি বহন করে দাড়িয়ে অাছে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০১

জুন বলেছেন: এ গাছটি দেখতে আমি দুবার গিয়েছিলাম সামিউল ইসলাম বাবু । প্রথম বার প্রচন্ড বৃষ্টির জন্য এক ঘন্টা অপেক্ষার পর ফিরে আসি । পরের বার অবশ্য দেখার সুযোগ হয় এই বিশাল বটবৃক্ষটিকে । স্মৃতিময় ছবিগুলোতে ভালোলাগা রইলো ।

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:
জেনে খুশি হলাম।

সরকার নতুন করে রক্ষনাবেক্ষণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে।

২| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২১

একজন সত্যিকার হিমু বলেছেন: এটা কোথায় ।কিভাবে যেতে হবে ? বিস্তারিত চাই ।

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ছবিতেই সব উল্লেখ অাছে।

যেভাবে যাবেনঃ প্রথমে ঝিনাইদহ জেলার কালিগন্জ্ঞ থানার বাস স্টান্ডে নামবেন। এরপর কালিগন্জ্ঞ থেকে পূর্ব দিকে ১২কিলোমিটার মালিয়াট ইউনয়নের বেথুলি মৌজা মল্লিকপুরে যেতে হবে।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক কথায় চমৎকার পোষ্ট।

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: শুভকামনা জানবেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকে বড় ভাইয়া একটু নাস্তা করে নিন। ছোট ভাইয়ের জন্য দোয়া করবের।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এত পুরনো গাছ দেখতে পেয়ে ভালো লাগলো।

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অাপনার ভালোলেগেছে জেনে ভালোলাগলো।

সাথে থাকার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.