নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

শততম টেষ্ট ও কিছু কথা

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৯


শততম টেষ্ট নিয়ে কিছু কথা। ক্রিকেটের ইতিহাসে সবদেশ এই কৃতিত্ব অর্জন করতে পারেনি। খুব ভালো লাগছে। তাই এলোমেলোভাবে কিছু লিখলাম।

১৯/০৩/১৭ অাপডেটঃ

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে বহুল প্রতিক্ষিত ও প্রত্যাশিত শততম টেষ্ট ম্যাচ জয়ের জন্য। বাংলার সকল মানুষের পক্ষ্য থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

১৭/০৩/১৭
প্রথমেই অামি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অামি ক্রিকেট খুব একটা বুঝিনা। তবে ভালোবাসি বাংলাদেশ ক্রিকেট দলকে। তাই খেলা শুরু হলেই দেখি, সংবাদ নেওয়ার চেষ্টা করি। অাজ বাংলাদেশ একশতম টেষ্ট খেলছে। হিসাব করলে এই শতক পূর্ণকরতে অনেক পথ বাংলদেশ ক্রিকেটকে পাড়ি দেওয়া লেগেছে। এে পরও যদি অামরা বলি অামাদের এখনো অভিজ্ঞতা হয়নি তবে সেই কাংক্ষিত অভিজ্ঞতা কবে হবে জানি না।

অামার প্রশ্ন হলো, পেশাদার দল হিসেবে কেনো তারা এখনো ভুল খেলা করে। খেলোয়াড়দের মধ্যে কোন পেশাদারিত্ত্বের ভাবই নেই। বাংলাদেশ একটি দরিদ্র দেশ। তবুও সরকার ক্রিকেটকে ভালোবেসে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। তবে অামাদের দল কেনো ভালো খেলছেনা? তাহলে কিসের পেশাদার দল? খেলোয়াড় ও ম্যানোজমেন্ট কমিটির অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যেমন বেতন পাবে তেমনি খেলাও অাদায় করে নিতে হবে।

অার হ্যাঁ, অবশ্যই মেধা ও যোগ্যতার ভিত্তিতে দলে খেলোয়াড়কে স্থান দিতে হবে। কোন রকম পক্ষপাতিত্য বা অসদুপায় অবলম্বন করলে মেধাবীরা স্থান পায়না। কাজও ভালো হবেনা।

বাংলাদেশের খেলা দেখতে গেলেই মন খারাপ করে ফিরতে হয়। জেতা খেলাও হেরে চলে অাসছে। কিন্তু তার কোনো জবাব দিহিতা নেয়। অাজও বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটিং লাইন তৈরী হলো না। [ su]ব্যাটিং লাইনের দুর্বলতা খেলাই হারের অধিকংশ সময় প্রধান কারণ হিসেবে দেখা দেয়। অামরা কেনো ভালো ব্যাটিং লাইন অাপ তৈরীতে কাজ করছিনা? বলিং দিয়েও তো সব জায়গাই জেতা যায়না।

তবে ভালো লাগলো সাকিব অাল হাসান একটা শতক করেছে। বাংলাদেশ জিতুক অার নাই জিতুক, ভালো খেললে ভালো লাগে। মুশফিক সেদিন কি কাজের কাজ করলো। ২টা ক্যাচ মিচ করলো।এটা কোন কথা হলো।

দেশের শততম টেস্টের সেঞ্চুরিয়ান যারা তাতে নাম লেখালেন অামাদের সাকিব।

ব্যাটসম্যান ------------ দল ------- সাল
চার্লস কেলেওয়ে -- অস্ট্রেলিয়া---১৯১২
ওয়ারেন বার্ডসলি - অস্ট্রেলিয়া -- ১৯১২
বিলি ওয়েড ---- দক্ষিণ আফ্রিকা -১৯৪৯
বেভান কংডন* --নিউজিল্যান্ড -- ১৯৭২
ব্রায়ান হ্যাস্টিং --- নিউজিল্যান্ড --১৯৭২
মাজিদ খান ---------পাকিস্তান ---১৯৭৯
গ্রায়েম ক্রেমার*-----জিম্বাবুয়ে --- ২০১৬
সাকিব আল হাসান -বাংলাদেশ -- ২০১৭



বাংলাদেশকে এখন ভালো ক্রিকেট খেলতে হলে ঘোরোয়া লীগেও বেশি করে টেষ্ট খেলতে হবে। এবং অান্তর্যাতিক টেষ্টও বাড়াতে হবে।

অাসলে ক্রিকেটের অাভিজাত্যই হলো টেষ্ট। টেষ্টে অাসলেই প্রমান হয় কে কতটুকু ভালো প্লেয়ার।



বাংলাদেশ ক্রিকেটকে উন্নত করতে হলে অারো বেশি পেশাদারিত্ত্বের পরিচয় দিতে হবে ক্রিকেট দল ও বোর্ডকে। অাপনারা পেশাদার, এটাই অাপনাদের পেশা। অতএব কোন অবশর নয়। খেলা করা এবং ভালো করা এটা অাপনাদের মূল লক্ষ্য হওয়া দরকার। সাথে সাথে অারো বেশি দ্বায়িত্ব নিতে হবে ১১ জনকেই।

কারণ বাংলাদেশের মানুষ অাপনাদের খেলার দিকে তাকায়ে থাকে। অাপনাদের জন্য এতো ভালোবাসা রয়েছে তবে অাপনারা এগোতে পারবেন না কেনো??? !!!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


হয়তো ভালো খেলা, না হয় এত মানুষ কেন দেখে? আমি পছন্দ করি না, আমি ফুটবলের লোক

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ।

বাংলাদেশ ক্রিকেট ভালোখেলে তাই ওটাই বেশি দেখি। বেশি ভালোবাসি। বেশি কষ্টও লাগে যখন খারাপ খেলে।

২| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৫

ধ্রুবক আলো বলেছেন: আমি আপনার কথাগুলোর সাথে খুব সহমত। এতো টাকা খরচ করেও তাদের খেলা এখনও পেছনে পরে থাকবে কেন? খেলোয়াড়দের ভেতর পেশাদারিত্বের অভাব। এতো বলা হচ্ছে লেখা হচ্ছে এ বিষয়ে তারপরও কেউ মাথায় নিচ্ছে না। ক্রিকেট বোর্ডও স্বজনপ্রীতি বাদ দিতে পারলোনা।
আশা রাখি খুব দ্রুত এগুলো সব ঠিক হয়ে আসবে।

কিছু তথ্য শেয়ার করেছেন তার জন্যেও অনেক ধন্যবাদ।

শততম টেস্টে আমি এখনও জয়ের আশা ছাড়িনি। দেশ ও দল দুটোই তো আমাদেরই। ইনশাআল্লাহ্ আমরা জিতবো।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধ্রুবক আলো বলেছেন: আমি আপনার কথাগুলোর সাথে খুব সহমত। এতো টাকা খরচ করেও তাদের খেলা এখনও পেছনে পরে থাকবে কেন? খেলোয়াড়দের ভেতর পেশাদারিত্বের অভাব। এতো বলা হচ্ছে লেখা হচ্ছে এ বিষয়ে তারপরও কেউ মাথায় নিচ্ছে না। ক্রিকেট বোর্ডও স্বজনপ্রীতি বাদ দিতে পারলোনা। অামিও অাপনার সাথে সহমত।শতভাগ।

দেশ ভালোকিছু করুক। এই কামনা

ধন্যবাদ অাপনাকে।

৩| ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আলোচনা।

সাকিবকে অভিনন্দন।
আপনাকে শুভেচ্ছা, সুন্দর বলেছেন।

১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ কবি।

সুন্দর মন্তব্য ভালোলেগেছে কথামালা।

৪| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:১১

অতঃপর হৃদয় বলেছেন: এগিয়ে যাক বাংলাদেশ দল।

১৯ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ

শুভেচ্ছা নিরন্তন।

৫| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৫

সিনবাদ জাহাজি বলেছেন: আমি কিন্তু শত তম টেস্টে জয়ের গন্ধ পাইতেছি

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩২

সামিউল ইসলাম বাবু বলেছেন: সেটাই হোক এই কামনা করইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.