নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
গোলক ধাঁ ধাঁর জগৎ মরীচিকা করে খেলা,
কাল নদী স্রোত জলে বসে অাছি ভাসে ভেলা।
রঙ মেখে করি খেলা রাত দিন মন ভোলা,
ভুলে গেছি সেই কথা যেতে হবে পথ চলা।
রঙ মেখে সঙ সেজে জীবনের চলে নদী,
ভুলে থেকে লাভ কি গো যেতে হবে নিরোবধী।
অাজ তুমি অবসর ভেবে নিয়ে যাও চলি,
অামলের খাতা গুলি শূন্য সব নাও তুলি।
সময়ের মায়াজাল কাল চক্রে বন্ধি অামি,
যত সব প্রিয়জন কাল ক্ষণ অগ্রোগামী।
সেই পথে সেই সুর পথ অাজ কতদুর,
যেতে হবে অাজ কাল হোক না তা বহুদূর।
২১ শে মে, ২০১৭ ভোর ৫:৫১
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ অাখেনাটেন।
সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
২| ২০ শে মে, ২০১৭ রাত ১১:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা উপহার দিলেন ভাই। কবিতার আবেদনে শ্রদ্ধা রইল।
আল্লাহ্স বাইকে আমল খাতা পূর্ণ করে দৃঢ় বিশ্বাসে পথে নামার তৌফিক দিক- আমিন।
শুভকামনা জানবেন ভাই।
২১ শে মে, ২০১৭ সকাল ৯:১২
সামিউল ইসলাম বাবু বলেছেন: অামিন
অাপনিও অনেক অনেক শুভকামনা জানবেন কবি।
ভালো থাকবেন।
৩| ২০ শে মে, ২০১৭ রাত ১১:৪৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর এ যগত যে মরীচিকা করে খেলা
এখানে জগত হবে
২১ শে মে, ২০১৭ ভোর ৫:৫৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ২১ শে মে, ২০১৭ রাত ১২:৫৮
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্রথম লাইনটি দেখে নিয়েন।
২১ শে মে, ২০১৭ ভোর ৫:৪৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: জি ভাই দেখলাম। অাপনি একটু অারেক বারবার দেখুন।
শুভকামনা জানবেন।
৫| ২১ শে মে, ২০১৭ ভোর ৪:০৪
আমি একলা পথিক বলেছেন: সেই পথে এই সুর পথ অাজ কতদুর,
যেতে হবে অাজ কাল হোক না তা বহুদূর।
অনেক সুন্দর কবিতা..
২১ শে মে, ২০১৭ সকাল ৯:১১
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ কবি।
শুভেচ্ছা নিরন্তর।
৬| ২১ শে মে, ২০১৭ ভোর ৬:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: গলোক
২১ শে মে, ২০১৭ সকাল ৯:০৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ha ha ha...
৭| ২১ শে মে, ২০১৭ সকাল ১১:৫১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর ছন্দময় কবিতা +++
২৩ শে মে, ২০১৭ বিকাল ৩:৫০
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধ্রুবক অালো ভাই ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
৮| ২১ শে মে, ২০১৭ সকাল ১১:৫৩
ধ্রুবক আলো বলেছেন: প্রতিটি স্তবকেই সুন্দর কথামালা সাজিয়েছেন ।
২৪ শে মে, ২০১৭ সকাল ১১:১২
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ।
পাঠ করেছেন জেনে ভালোলাগলো।
শুভেচ্ছা নিরন্তর।
৯| ২১ শে মে, ২০১৭ দুপুর ১:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে বাবু ভাই।
২৪ শে মে, ২০১৭ দুপুর ১:৩৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ কবি সোহেল ভাই।
সাথে অাছেন জেনে ভালোলাগলো।
শুভেচ্ছা জানবেন।
১০| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা ভাল লাগল।কিছু বানানে ভুল আছে। ঠিক করে নিয়েন।
০৩ রা জুন, ২০১৭ ভোর ৪:০৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: একটু বললে উপকৃত হতাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ কবি।
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৭ রাত ১১:১৫
আখেনাটেন বলেছেন: ''খুলি হাল তুলি পাল ঐ তরি চলল
এইবার এইবার খুকু চোখ খুলল''--- অাপনার এই কবিতা পড়তে পড়তে অজান্তেই এই লাইনগুলোর (সঠিক কিনা জানি না) সুর মনের গহীনে বেজে উঠল।
সুন্দর লিখেছেন।