নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

একটু লক্ষ্য করি

২৪ শে মে, ২০১৭ দুপুর ২:০৪

সূর্য সরাসরি বিষুবরেখার উপর অবস্থান করার ফলে আগামী ৭ দিন এশিয়ার বেশীরভাগ জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পাবে।

দুপুর ১২টা থেকে ৩ টা পর্যন্ত বাসায় অথবা অফিসে থাকার চেষ্টা করুন।এই সময় তাপমাত্রা ৩৫ - ৪০ ডিগ্রী পর্যন্ত উঠানামা করবে।

এর ফলে ডি-হাইড্রেশন ও সান স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল। একারণে নিজে সহ পরিবারের সবাইকে পরিমান মতো পানি পান করান।

প্রত্যেকে দৈনিক কমপক্ষে ৩ লিটার করে পানি পান করুন। ব্লাড প্রেসার চেক করুন যতবার সম্ভব। অনেকের হিট স্ট্রোক ও হতে পারে।যতবার সম্ভব ঠান্ডা গোসল দিন।

ফল ও শাকসবজি বেশি করে খান এবং খাবার ম্যানু থেকে মাংস বাদ দিন । হিট ওয়েভ কোন ছেলেখেলা নয়। আপনি অব্যাবহৃত মোমবাতি বাড়ির বাইরে রেখে এসে যদি দেখেন সেটা তাপে গলে যাচ্ছে, তাহলে বুঝবেন বিপজ্জনক অবস্থা। লিভিংরুমে পানিপূর্ন বালতি রাখুন সবসময়।

নিজের ঠোট ও চোখের মনি স্বাভাবিক আছে কিনা চেক করুন,
ধন্যবাদ।

কপি পোষ্ট।

ছবিসূত্রঃ ইন্টারনেট।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৭ দুপুর ২:১২

কানিজ রিনা বলেছেন: উপাকারী পোষ্ট ধন্যবাদ।

২৪ শে মে, ২০১৭ দুপুর ২:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ম্যাম।

শুভেচ্ছা জানবেন।

ভালোথাকুন।
শুভকামনা জানবেন।

২| ২৪ শে মে, ২০১৭ দুপুর ২:১৫

নাগরিক কবি বলেছেন: উপকারী পোস্ট। তবে আমার চোখের মনি খালি ঘুরে :#) এইটার কি সমাধান?

২৪ শে মে, ২০১৭ দুপুর ২:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: সদর হাসপাতালে সোজাসুজি চলে যান। তারপর ৩টাকি দিয়ে টিকেট কেটে (যেহেতু দুপুর) ইমারজেন্সিতে দেখিয়ে ফেলান।

যতো টাকা ও ঔষধ লাগবে, স্বাস্থ মন্ত্রণালয় অাছেনা!

৩| ২৪ শে মে, ২০১৭ দুপুর ২:২০

আমি চির-দুরন্ত বলেছেন: আমি কি আপনার লেখাটা কপি কতে পারব?। আপনার নাম দিয়েই ফেসবুকে প্রকাশ করব। যদিও সমস্যার কারনে য়াপনার লেখার লিঙ্ক প্রকাশ করতে চাইনা।

২৪ শে মে, ২০১৭ দুপুর ২:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: অবশ্যয়। সবার জানা দরকার এটা।

৪| ২৪ শে মে, ২০১৭ দুপুর ২:২৮

তারেক ফাহিম বলেছেন: সময়ের সাথে সংগতিপূর্ণ মুল্যবান ও উপকারী পোষ্ট দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।

২৪ শে মে, ২০১৭ দুপুর ২:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ তারেক ফাহিম।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ২৪ শে মে, ২০১৭ দুপুর ২:৪৩

ওমেরা বলেছেন: ধন্যবাদ সচেতনতামূলক পোষ্টের জন্য । আপনাকে যে দেখা যায় না ব্লগে অনেক ব্যাস্ত নাকি ভাইয়া ?

২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম অাপুনি!

পরিক্ষা চলছিলো তো।

অাপনাকেও মনে মনে ব্লগে খুজেছি, পায় নাই।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা জানবেন।

৬| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:

আপনি কি পরীক্ষা দিচ্ছেন?

চোখের মনি আছে কিনা বুঝার উপায় কি?

২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: জি, পরিক্ষা দিচ্ছি।

অাপনি কি করছেন?

৭| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:২৪

সিনবাদ জাহাজি বলেছেন: অনেক উপকারি একটা পোস্ট।
যা গরম পরছে তার উপর আবার লোড শেডিং

২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: গরিবের কষ্ট কেও বোঝেনা ভাই।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৪ শে মে, ২০১৭ রাত ৯:৫৮

ধ্রুবক আলো বলেছেন: অনেক উপকারী পোস্ট। ধন্যবাদ।

২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।।

গরমে বেশি বেশি অাম খান।

শুভেচ্ছা নিরন্তর।

৯| ২৪ শে মে, ২০১৭ রাত ১০:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো সতর্কীকৃত পোষ্ট। ধন্যবাদ ভাই।

২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।।

গরমে বেশি বেশি অাম খান।

শুভেচ্ছা জানবেন কবি।

১০| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৭

সালমান মাহফুজ বলেছেন: এতটা গরম আমি এক জীবনে দেখি ...

২৬ শে মে, ২০১৭ রাত ৮:৪২

সামিউল ইসলাম বাবু বলেছেন:
বেশ গরম, সাথে লোডশেডিং ...


পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.