নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
ছবি সূত্রঃ ফেসবুক।
চিকিৎসা অামাদের মৌলিক অধিকার???
অামার ব্যক্তিগত কিছু কথা এখানে শেয়ার করতে চাই।
অামি অামার দোলাভাইকে সাথে নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে গেছিলাম। ডাক্তারের ভাবদেখে মনে হচ্ছিলো, সে রাজা বাদশাদ, অার অামরা গোলাম! একটা কথা বলতে বলতেই, কছু টেষ্ট দিলো। টেষ্ট দেখে কোন কথা না বলেই ঔষধ লিখে দিলো। পরে ঔষধ কিনতে গিয়ে দেখি ব্যাথা অার গ্যাসের ঔষধ।(সমস্যা ছিলোঃ মেরুদন্ডের হাড় বৃদ্ধিপাওয়া। )
অামার প্রশ্ন, জনগণের চিকিৎসা নামক মৌলিক অধিকার কে নিশ্চিৎ করবে???
মাঝে মাঝে প্রাইভেট প্যাক্টিসের বিজ্ঞাপন দেওয়া হয় এভাবে "অভিজ্ঞ ডাক্তারের অান্তরিক সেবা নিতে চলে অাসুন অামাদের চেম্বারে..."।একজন ডাক্তারের যোগ্যতা নির্ণয় করা হয় BCS অথবা সরকারি মেডিকেল কলেজের অধ্যাপনা পদবী দ্বারা। তবে কেনো সেই সরকারি চাকুরিকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছেন অামাদের ডাক্তার মশায়গণ। এ বিষয়ে কেও কথা বলেনা ... কি অবাক করার বিষয়!!!
সদর হাসপাতালে ডাক্তার অাসেন ১১:০০টায়,অধিকাংশ ডক্তার অাসেন ১১:৩০/১২:০০(যদিও অফিস টাইম সকাল ১০:০০) হাসপাতাল ত্যাগ করেন ১:০০/১:৩০ সময়ে। অনেক সময় রিপোর্ট দেখাতে গেলে রুমে ডাক্তার পাওয়া যায় না।
অনেক মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে পড়ে অাছে। রোগীরা অধিক টাকায় বাইরে থেকে পরিক্ষা করাচ্ছে।
ছবিঃ ইন্টারনেট।
এ সবের কি কোন সমাধান হবে?
কে করবে এর সমাধান?
যারা শিক্ষিত সমাজ, জাতীর বিবেক, তারা কেন এমনটি করছেন?
মানবাধিকার, মৌলিক অধিকার কবে বাস্তবায়িত হবে?
কে দিবে অামার এই প্রশ্নের উত্তর???
০২ রা জুন, ২০১৭ রাত ৮:৫৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই, মন্তব্যের জন্য ধন্যবাদ।
কষ্টে পড়ে লিখেছি।
কিছু কিছু ডাক্তার খুব বেয়াদব ।।
কেও কিছু দেখেনা।
২| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
নতুন বলেছেন: দেশে ডাক্তারের সংখ্যা কম তাই সেবা নাই। কিছু ডাক্তার রাজা বাদশার মতন আচরন করে।
কিন্তু কয়েক বছর পরে যখন ডাক্তারের সংখ্যা বাড়বে তখন তারা রোগী সাথে খুবই ভাল ব্যবহার করবে যাতে তার কাছে রোগী যায়...
০২ রা জুন, ২০১৭ রাত ৯:২১
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালোহোক সেটায় প্রত্যাশা করি।
৩| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
নতুন বলেছেন: কিন্তু সমাজে অনেক ভালো ডাক্তারও আছেন.... তাদের কথা না বললে বেইমানী হবে।
তেমন বেশ কয়েকজন ডাক্তারই আমি দেখেছি।
০২ রা জুন, ২০১৭ রাত ৯:২৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: সেটা অস্বিকার করছিনা, সমস্যাগুলো উল্লেখে করলাম।
অামিও অনেক ভালো ডাক্তারের সাক্ষাত পেয়েছি, তারা অাসলেই ভালো। তাদের কথা শুনলেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
৪| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১২
মাঝিবাড়ি বলেছেন: আপনার পোষ্ট গোলায় উঠাইয়া রাখলাম!
এর আগেও উঠাই রাখছি অনেক! পড়ে আগুন লাগাই পুরাই দিমু!!
আমগো সদরের ডাক্তার হে-বেডা নিজেকে সৃষ্টিকর্তার থেকেও বড় মনে করে! তো ৮০০ টাকা ভিজিট বাঁচাইতে গেলাম হেতের কাছে, হেতের লগে সাইড্যাকটর একটায় দুই পাতা ওষুধ লিখল, তিন পাতা টেস্ট লিখল, পরে সৃষ্টিকর্তারে দেখাই কইল এই গুলা ঠিক আছে না? মাথা নেড়ে আমারে কইল "মেডিনোভায় যান টেস্ট করান, আর এই ওষুধ গুলো আমার বউ'র সাউয়ার মধ্যে (ভোদা ফার্মেসীতে) আছে, চুইদা নিয়ে যা!
মাঙ্গের পোলা, খাইয়া লও......! আমগো পোলা পাইন মানুষ করতাছি! আর ক' বছর পর আইতাছে!!
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩৫
সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ
শুভেচ্ছা জানবেন।
৫| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের সব সরকারি হাসপাতালের করুন অবস্থা। হাসপাতাল গুলো নার্স, আয়া, ওয়ার্ড বয় এবং ডাক্তার এদের সবার ব্যবহার খারাপ।
সেদিন আমি একটা সরকারি হাসপাতালে গিয়েছি- ডাক্তারের খারাপ ব্যবহার দেখে আমি প্রচিন্ড অবাক। এই ব্যাপারে বিস্তারিত আমি লিখব।
০২ রা জুন, ২০১৭ রাত ৮:৫৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ভাই।
অপেক্ষাই রইলাম।
ডাক্তারের কাজ দেখে এতো খারাপ লেগেছিলো যে ইচ্ছে করছিলো ভিডিও করে নেটে ছেড়ে দেয়।
৬| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:১৫
সুমন কর বলেছেন: প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা......... -------- সমাধান নেই।
০২ রা জুন, ২০১৭ রাত ৯:০৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।
দরিদ্র মানুষের কথা কেও ভাবেনা। অথচ, দেশের অধিকাংশ মানুষ দরিদ্র।
৭| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:৪৮
ধ্রুবক আলো বলেছেন: কে এই উত্তর দিবে? উত্তর অজানা! পরীক্ষার আগের হয় প্রশ্ন ফাঁস, প্রধানমন্ত্রী, প্রেডিডেন্ট সাহেব যান সিঙ্গাপুরে চিকিৎসা করাতে। আমরা এখানে চিকিৎসা সেবা নিয়ে ভুগি, অনেকেই বিনা চিকিৎসায় মারা যায়।
আর মনে এর প্রতিকার পাওয়া যাবে না।।
০৩ রা জুন, ২০১৭ সকাল ৭:৩৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
মন্তব্যে অাপনার সাথে সহমত।
দেশপ্রেম ও অাইনের শাসনের অভাব অামাদের।
সবাই ধান্দাবাজ ...
তবে অাশা করি একদিন মানুষের মনবিকতা জাগবেই।
শুভকামনা জানবেন।
৮| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল খারাপ দুই আছে। খারাপের জন্য ঘৃনা!
০৩ রা জুন, ২০১৭ সকাল ৭:৩৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর বলেছেন।
সহমত।
অাসলে ভালো না থাকলেকি দুনিয়া চলে...
৯| ০২ রা জুন, ২০১৭ রাত ১০:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন:
এখন বসে বসে নচিকেতার ওহ ডাক্তার গানটা শুনুন , এছাড়া আর কিছু বলার নেই ।।
০৩ রা জুন, ২০১৭ সকাল ৭:৩৮
সামিউল ইসলাম বাবু বলেছেন:
হা হা হা
ভালোই বলেছেন।
প্রতিবাদী মানুষ নেই, নেতা অাছে, জননেতা নেই। দেশকে ভালোবাসার মানুষের অাজ খুব অভাব।
১০| ০২ রা জুন, ২০১৭ রাত ১১:০৭
ফ্রিটক বলেছেন: সবার ব্যবহার খারাপ না। এমন অনেকে আছে যারা আপনাকে সঠিক ভাবে চিকিৎসা দিতে চায়। কিন্তু এই খাতের সীমাবদ্ধতা অনেক। যেমন অনেক রোগীর লোক মনেই করে না, ডাক্তারও একজন মানুষ। সরকারি হসপিটালে যত বেশি পরিমান রোগি হয়,তাতে সঠিক ভাবে দেখা অনেক কঠিন, এছাড়া আছে রোগীর স্বজনদের অতিরিক্ত বাড়াবাড়ি,যার কারনে বর্তমানে এই অবস্থা। একটি হসপিটালে যে পরিমান জনবল দরকার,তার অনেক ঘাটতি থাকে,যে কারনে সঠিক সেবা দেওয়া কঠিন। আপনার ধারনা পুরোপুরি ঠিক না। পুরো পরিস্থিতি পর্যবেক্ষন করুর। বুঝতে পারবেন।
০৩ রা জুন, ২০১৭ সকাল ৭:৪৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
একটু বোঝার চেষ্টা করুণ। সমস্যা সিমাবদ্ধতাকে অামি অস্বিকার করছিনা। তবে, তাদের অাচরণটাও তো ভালোহতে পারতো।
অার অামি সকল ডাক্তারকে খারাপ বলছিনা। তবে অধিকাংশ ডাক্তার এমন। অনেক প্রমান অাছে।
শুভেচ্ছা জানবেন।
১১| ০২ রা জুন, ২০১৭ রাত ১১:৩৯
মানবী বলেছেন:
বাংলাদেশে নির্বাচনের সময় যদি একটি শর্ত জুড়ে দেয়া যায়, নির্বাচিত প্রতিটি সংসদ সদস্য আর তাদের ইমিডিয়েট পরিবার দেশের বাইরে চিকিৎসা গ্রহন করার সাথে সাথে তাদের সদস্য পদ বাতিল করা হবে- এবং শক্ত ভাবে সেই শর্তটি মেনে চলা হয়, এক বছরের মাঝে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার চিত্র পাল্টে যাবে।
হাসপাতালে অনিয়ম, চিকিৎসকদের নিজেকে ঈশ্বর মনে করা, চিকিৎসার মান সব কিছুতেই ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য।
ধন্যবাদ সামিউল ইসলাম বাবু।
০৩ রা জুন, ২০১৭ সকাল ৭:৪৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
সহমত।
এটাইতো নেই দেশে...
টাকা অার ক্ষমতা থাকলে বিদেশ, অথবা বেসরকারাবেসরকারি হাসপাতালে দৌড়।
লক্ষ, কোটি টাকা খরচ করে তবে লাভকি।
চিকিৎসা খাত উন্নত হবে কি করে!!!
১২| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৫২
শূন্য-০ বলেছেন: বড় দুঃখজনক ব্যাপার ভাই। শিক্ষিত মানুষরা এভাবেই ভুল করেন!!!
১৬ ই জুন, ২০১৭ সকাল ৯:২৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই শূন্য।
শিক্ষিত মানুষরাই এভাবে ভুল করেন!!!!
তবে দেশ ও জাতি কার কাছে প্রত্যাশা করবে?
১৩| ০৭ ই জুন, ২০১৭ রাত ৮:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রতিবার পাতলা পায়খানা এক গ্লাস করে খাবে ।
১৬ ই জুন, ২০১৭ সকাল ৯:৩৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: হা হা হা...
এটাই দেশের সরকারি চিকিৎসায় অবহেলার জ্বলন্ত দৃষ্টান্ত।
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি পারলাম না উত্তর দিতে!!
খুব ভালো লিখেছেন বাবু ভাই।
শুভ সন্ধ্যা