নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

বাঙালীর উচ্চশিক্ষাঃ পরিকল্পোনাহীনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত

০৬ ই জুন, ২০১৭ রাত ১০:১৯

শিক্ষা ব্যবস্থার হালচাল দেখলে খুব খারাপ লাগে।কারণ যে জাতি শিক্ষায় যতো উন্নত,সে জাতি সামগ্রিক ভাবে ততো উন্নত। অামাদের দেশের শিক্ষা এখন একটা বাণিজ্য হয়েগেছে।তাই দেখা যায় ডাবল এ+ পাওয়ার পরও উচ্চশিক্ষার জন্য সুযোগ করে নিতে পারছেনা।অাবার যারা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পদার্পন করছেন। তারাও কাংক্ষিত ফল লাভ করতে পারছেন না।এজন্য কর্তৃপক্ষ ও পরিবেশ উভয়ই দায়ী।
যদি বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি না থাকতো , তাইলে রাজনৈতিক চাষাবাদ কই হইত !?
পত্রিকায় দেখলাম বিশ্বের সেরা ২০০০ ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের কোন ইউনিভার্সিটির নাম নেই। মালোয়েশিয়ার আছে, ব্রাজিলের আছে, আর্জেন্টিনার আছে, কোরিয়ার আছে, তুরস্কের আছে, ভারতের আছে এমনকি রাজাকার রাষ্ট্র পাকিস্তানেরও একাধিক ইউনিভার্সিটি এই তালিকায় আছে।

আসুন এবার কারনগুলো দেখি। এব্যাপারে আজকে একজন স্যারের লেখা পড়লাম। নোবেল বিজয়ী মালালা ইউসুফজাঈ আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করেছেন। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে তাকে ভর্তি পরীক্ষা দিয়েই উত্তীর্ন হতে হবে, নোবেল কোটা কোন কাজে আসবে না।
এখন আমাদের দেশের কথা চিন্তা করুন। উপজাতি কোটা, খেলোয়ার কোটা, মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, নারী কোটা সব আদু ভাইরা ভর্তির সুযোগ পান। আমি এমনও জানি, এক মেয়ে ভর্তি পরীক্ষায় ফেল করেও, শুধুমাত্র টিচারের মেয়ে হওয়ায় সে এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়ে !!!

আমাদের এক স্যার যিনি বর্তমানে মালোয়েশিয়ার একটা ভার্সিটির প্রফেসর তিনি বলেছিলেন, বিদেশের ইউনিভার্সিটির লাইব্রেরীতে গেলে মনে হয় এটা গুরুস্তান, পিনপতন নীরবতায় সবাই যার যার পড়াশুনা করছে। আর আমাদের দেশের ইউনিভার্সিটি কী রকম সেটা নাহয় না-ই বললাম। রাত দশটার পর কেন হলের বাইরে থাকতে পারবে না, এর প্রতিবাদে আমাদের মেয়েরা মিছিল করে।(সম্ভবত রাত দশটার পর তারা বাইরে গিয়ে গ্রুপ স্টাডি করতে চায়। ভার্সিটি কর্তৃপক্ষের এরকম অমানবিক সিদ্ধান্তের আমিও নিন্দা জানাই।

এবার আসি উচ্চশিক্ষায় গবেষণা প্রসংগে।
বিদেশের ইউনিভার্সিটিগুলোতে গবেষণা খাতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হয়। আর আমাদের ইউনিভার্সিটিগুলোতে এ খাতে কোন বরাদ্দ নেই। বলবেন,আমরা গরীব রাষ্ট্র? না জনাব।
নব্বই কোটি টাকা খরচ করে জাতীয় সংগীত গাওয়া যায়, লাখ লাখ টাকা খরচ করে আলপনা (রোড পেইন্টিং)আঁকার মতো ফালতু কাজ করা যায়,
শাকিবাল হাসানদের কোটি টাকা দেওয়া যায়, কিন্তু উচ্চ শিক্ষায় গবেষনা কাজে টাকা নেই।
ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে হলে, দেশকে এগিয়ে নিতে হলে ইউনিভার্সিটির রিসার্চের বিকল্প নেই।

শিক্ষকদের অবস্থা দেখুন। ফাইভ পাশ করা কাউকে যদি প্রাইমারী স্কুলের টিচার বানানো হয় কিংবা এসএসসি পাশ করার পরদিনই যদি কাউকে হাইস্কুলের টিচার বানিয়ে দেওয়া হয়,অবস্থা কেমন হবে?বর্তমানে অনার্স শেষ করতেই অনেকে ইউনিভার্সিটির টিচার হয়ে পড়েন। না আছে কোন মৌলিক গবেষনাগ্রন্থ, বিশেষ প্রবন্ধ, না আছে প্রশিক্ষন!
আর ব্যাক্তিত্বহীনতা তো আছেই।
এরা স্টুডেন্টদের কী শিখাবেন?
আর যারা অপেক্ষাকৃত ভালো তারা বিদেশ চলে যান। সিএনজি ড্রাইভারের মত বেতনে কে চাকরি করতে চায়?

বছরে কয়েকবার শিরোনামহীন, জেমস, আইয়ুব বাচ্চুকে এনে কনসার্ট করানো যায়(ভার্সিটি কর্তৃপক্ষের অনুদান থাকে), কিন্তু বিদেশের বিখ্যাত কোন প্রফেসর/বিজ্ঞানী/গবেষক এনে বক্তৃতা দেওয়ানো যায় না!
স্টুডেন্টরা শিখবে কীভাবে? যেমন কর্তৃপক্ষ, তেমন স্টুডেন্ট!
সবচেয়ে বড় কথা হলো এ নিয়ে কারো মাথাব্যাথা নেই। শিক্ষামন্ত্রী কিংবা শিক্ষাবিদরা এ নিয়ে চিন্তাই করেন না। দরিদ্র রাষ্ট্র হওয়ার পরও বুয়েন্স আয়ার্স কিংবা কায়েদে আজম ইউনিভার্সিটি পারলে আমরা পারবো না কেন?

এটা "ধর তক্তা, মার পেরেক" টাইপের কিছু না। প্রয়োজন ৫০/১০০বছর মেয়াদী মাস্টার প্লান। ভুলে গেলে চলবে না,একটা দেশের উন্নতি জাতীয় সংগীত গাওয়া, ক্রিকেট খেলা কিংবা সুন্দরবনকে ভোট দেওয়ার উপর নির্ভর করে না, নির্ভর করে সে দেশের ইউনিভার্সিটির উপর।

কপি পোষ্ট।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৭ রাত ১১:০৮

দ্যা ফয়েজ ভাই বলেছেন: অনেক আগের পড়া।ধন্যবাদ,কপি পোষ্ট বলে উল্লেখ করার জন্য।কারণগুলো সত্যিই যুক্তিসংগত। :)

২১ শে জুন, ২০১৭ রাত ১০:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা নিরন্তর।

২| ০৬ ই জুন, ২০১৭ রাত ১১:১৩

সুমন কর বলেছেন: শুধু কপি পোস্ট না লিখে, মূল লেখকের নাম দেয়া যায় না ??

ভালো শেয়ার।

০৭ ই জুন, ২০১৭ সকাল ৮:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

অামি অসল লেখকের নাম পায় নাই। পেলে দিয়ে দিতাম

অার, পোষ্টটি গুরুত্ত্বপূর্ণ মনে হওয়ায় শেয়ার করলাম।

ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।

৩| ০৬ ই জুন, ২০১৭ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


ভালো বিষয়ে কথা বলতে চেয়েছিলেন; তবে, আপনি হয়তো "ফাঁস-করা" প্রশ্নে পাশ করার ফলে, ব্যাপারটার আসল কোন কারণের উপর আলোকপাত করা হয়নি

২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

সুন্দর একটা কথা বলেছেন।

৪| ০৭ ই জুন, ২০১৭ রাত ১২:০৬

করুণাধারা বলেছেন: শিক্ষা সম্পর্কে হিরক রাজা কি ভাবতেন মনে আছে? লেখাপড়া করে যে, অনাহারে মরে সে। আমাদের দেশে উচ্চশিক্ষার পরিবেশ কি খুব উচ্চস্তরের? বিশ্ববিদ্যালয়ে ভরতি পরীক্ষায় দুর্নীতি করে ছাত্র ভর্তি হয়, তাদের শিক্ষক নিয়োগ পান দলীয় আনুগত্যের বিবেচনায়। সুতরাং এসব বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ছাড়া আর সব কিছু হয়। অথচ বিশ্ববিদ্যালয় অর্থইই এমন বিদ্যালয় যেখানে সমগ্র বিশ্বের নানা প্রান্ত থেকে জ্ঞান আহরণ, বিতরণ ও চর্চা হবে। একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্নিত হয় এখানে কৃত গবেষণা দ্বারা। এদেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আপনি বলছেন,

"বিদেশের ইউনিভার্সিটিগুলোতে গবেষণা খাতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হয়। আর আমাদের ইউনিভার্সিটিগুলোতে এ খাতে কোন বরাদ্দ নেই। বলবেন,আমরা গরীব রাষ্ট্র? না জনাব।
নব্বই কোটি টাকা খরচ করে জাতীয় সংগীত গাওয়া যায়, লাখ লাখ টাকা খরচ করে আলপনা (রোড পেইন্টিং)আঁকার মতো ফালতু কাজ করা যায়,
শাকিবাল হাসানদের কোটি টাকা দেওয়া যায়, কিন্তু উচ্চ শিক্ষায় গবেষনা কাজে টাকা নেই।
ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে হলে, দেশকে এগিয়ে নিতে হলে ইউনিভার্সিটির রিসার্চের বিকল্প নেই।" আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মৌলিক গবেষণা নেই বললেই চলে - কেবল অন্যের গবেষণা কপি পেস্ট চলে।

পোস্টে +++

২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ০৭ ই জুন, ২০১৭ ভোর ৪:৫১

ধ্রুবক আলো বলেছেন: ভালো শেয়ার।

২১ শে জুন, ২০১৭ রাত ১০:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ০৭ ই জুন, ২০১৭ সকাল ৯:১৪

ভাললাগে না বলেছেন: যে দেশের ভার্সিটির ভিসির ফোন বিল আসে লক্ষ টাকা, নাস্তা বিল আসে লক্ষ টাকা, সরকার দলীয় ছাত্র সংগঠন চাকুরীর জন্য ভিসি কে ঘিড়ে ধরে সে দেশে ভাল উচ্চ শিক্ষা কেমনে পাবেন?

২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

৭| ০৭ ই জুন, ২০১৭ সকাল ৯:২৩

খরতাপ বলেছেন: ঢাকা ভার্সিটির শিক্ষকেরা এখনও সেই মানে পৌঁছতে পারেনি। আমি নিজে দেখেছি একজন ডিপার্টমেন্টের চেয়ারম্যান একজন লেকচারারকে রেগুলার ক্লাস না নেয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি অকপটে উত্তর দেন যে ক্লাস নেয়া তার দায়িত্বের মধ্যে পড়েনা। অথচ পার্টি অফিসে ধর্না দেওয়া তার কাছে গুরুত্বপূর্ণ কাজ। বছর দুয়েক পর পার্টির কেরামতেই তিনি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইউ কে তে ঊড়াল দিতে পেরেছিলেন।

০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: খরতাপ পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।


অাসলে অামাদের মূলসমস্যা সম্পদ নয়। সমস্যা ভালো নৈতিকতা সম্পন্ন মানুষের।

শুভেচ্ছা জানবেন।

৮| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:০৪

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: উচ্চশিক্ষা নিয়েই বা লাভ কি?
সরকার লাখ টাকা খরচ করে বুয়েটে ইঞ্জিনিয়ার তৈরি করবে, সেই ইঞ্জিনিয়ার পরবর্তীতে হবে ইনকাম ট্যাক্স অফিসার।

২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

শুভেচ্ছা নিরন্তর।

৯| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:০০

সিনবাদ জাহাজি বলেছেন: ভালো লাগলো লিখাটা।
আপনার সাথে সহমত পোষন করছি।

২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগলো।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

১০| ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:২৮

ভ্রমরের ডানা বলেছেন:
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দলবাজি করে সব ডুবিয়েছে! চমৎকার তথ্য উপস্থাপনা!

২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাল বলেছেন।

সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.