নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

প্রবাসিদের কথা কতটা ভাবছে দেশ???

১০ ই জুলাই, ২০১৭ রাত ১১:০১



বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি বৈদেশিক রেমিটেন্স। তারপরেই অবস্থান করছে তৈরী পোশাক শিল্পো।

সরকার ইচ্ছে করলেই অামাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারে।

হ্যাঁ, অামাদের প্রবাসি কল্যাণ মন্ত্রণালয় অাছে। অাছে পররাষ্ট্র মন্ত্রণালয়।তব, ফলাফল=০ .

বিদেশে অামাদের দেশের ছেলেরা কি করছে? যদি প্রশ্ন করি তবে উত্তর অাসবে সবচেয়ে নির্যাতিত, নিঘৃত বাঙালীরা। অন্যান্য উন্নত দেশের এম্বাসি যেখানে দেশের জনগণের কল্যাণে সর্বোচ্চ কর্মতৎপরতা অব্যাহত রাখে, সেখানে বাংলাদেশের মতো দেশের এ্যাম্বাসিডররা উল্লেখযোগ্য কোন তৎপরতায় চালায় না।

এটাতো গেলো দেশের বাহিরের কথা, দেশে কি হচ্ছে।একটু চোখ খুলুন। দালালদের তৎপরতা মাত্রাতিরিক্ত। ২লাখের স্থলে ৪লাখ নিচ্ছে।কাগজ দিচ্ছে ২ নাম্বার। গ্রামের অনেক দরিদ্র্য মানুষ তারা তাদের সমস্ত কিছু বিক্রয় করে জীবনের ঝুকি নিয়ে দালালের খপ্পরে পড়ে পানি পথে পাড়ি জমাচ্ছে প্রবাসে। অামাদের জাতীয় অায়ের অন্যতম প্রধান উৎস রেমিটেন্স হওয়ার পরেও সরকারের পক্ষ থেকে নেই যথাযথ কোন উদ্যোগ। বিদেশ গামিরা পাচ্ছেনা তেমন কোন সহায়তা। তবে কি ভাবে উন্নত হবে দেশ। অামরা যার উপর ভিত্তি করে দেশকে এগিয়ে নিবো সেই প্রবাসিরা বিদেশে কেমন অাছে খোজ নিচ্ছেনা কেও।

বিশ্বের অন্যান্য দেশ থেকে বিদেশে যাওয়া যতো সহজ, বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া ততো কঠিন।

অন্যান্য দেশে প্রবাসিদের যথেষ্ট সুযোগদেয় সরকার। অার অামাদের দেশে কোন গুরুত্ত্বইদেয়না। দালালের খপ্পরে পড়ে অনেকে নিশ্ব অথচ, দালালদের কোন বিজার নেই।

প্লিজ প্রবাসিদের কথা একটু ভাবুন ...





জনশক্তি বিদেশে যাচ্ছে, কিন্তু সেই অনুপাতে টাকা অাসছেনা। এর কারণ অামাদের পররাষ্ট্রনীতি ও যোগাযোগের দূর্বলতা।


ছবিঃ ইন্টারনেট।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রবাসীদের সমস্যা সহজে সমাধান হবে বলে মনে হয় না। সবচেয়ে আজব ব্যাপার হলো প্রবাসীদের কষ্টের টাকা কয়েক হাত ঘুরে সুইস ব্যাংকে চলে যাচ্ছে।
মানে কি? মানে হলো বিদেশের টাকা বিদেশে চলে যাচ্ছে! মাঝে একটু হাত বদল হলো আর কি।।।

১০ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

মালায়েশিয়াতে থাকতে হলে প্রত্যেক বিদেশিকে বছরে ৮০০০০ টাকা ভ্যাট দিতে হয়। অথচ বাংলাদেশে ২-৩ লক্ষ বিদেশি অবৈধভাবে থাকে।অথচ সরকার তাদের সম্পর্কে তেমন কিছুই জানেনা।

অাবার দেশের উন্নয়নে যে টাকা ব্যয় হচ্ছে। তার অর্ধেক চলে যাচ্ছে বিদেশে পাচার

২| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৪

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১২ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৫০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ দাদা।

পাঠ ও মন্তব্যের জন্য শুভেচ্ছা জানবেন।

৩| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১:০৩

সত্য আত্মা বলেছেন: ভাই বর্তমানে মালেশীয়া তে প্রচুর বাংলাদেশী মানবেতর জীবন যাপন করছে কিন্তু বাংলাদেশ সরকারের কোন রকম দৃষ্টি নাই তাদের দিকে

৪| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৬

আখেনাটেন বলেছেন: এ দেশের সরকারের ক্ষমতায় টিকে থাকতে পারাটায় যোগ্যতা। এই যোগ্যতা তারা জনগণের মঙ্গলের দ্বারা অর্জন করে না। যোগ্যতা অর্জনের নানারকম তরিকা আছে। সরকারগুলো সেই তরিকাগুলোর উপর বেশি নির্ভর কর। তাই জনগণ বিদেশ থেকে বাঁচল কি মরল তাতে কি অাসে যায়? মাস শেষে টাকা পাঠালেই হল!

৫| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন বাবু ভাই,

প্রবাসীদের নিয়ে ভাবা উচিৎ সরকারের।

৬| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বিধিবাম তা সব সময়ই প্রশাসন চক্ষুর আড়ালেই থাকবে। এটাই আমাদের নিয়তি মেনে নিতেই হবে। ধন্যবাদ আপনার সুন্দর অর্থবহ পোস্টের জন্য। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.