নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

চলতে ফিরতে দেখা ০১

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৩

চলতে ফিরতে অনেক ঘটনায় ঘটে অামাদের জীবনে। তেমনই কিছু কথা অাজ শেয়ার করার চেষ্টা করছি।

১) রাজবাড়ি থেকে কুষ্টিয়া ফেরার পথে। গোয়ালন্দ স্টেশনে অাসলাম। এক পুলিশ ডাকলো। ভাবছি হয়তো ব্যাগ চেক করবে। কাছে গিয়ে দেখি ধারনা ভুল।

বলে কোথাই যাবে? বললাম কুষ্টিয়া। অামাকে একটা রুম দেখিয়ে দিলো। বললো এখানে বসো। অামি বললাম, অাচ্ছা ঠিক অাছে একটু পরে অাসছি। এর মধ্যে টিটির সাথে দেখা বলছে কোথাই যাবে? অামি বললাম কুষ্টিয়া। তখন বলছে ৯০ টাকা ভাড়া হয় ৭০ দাও। সাথে একটা দালাল ছিলো, তার বিশেষ সুপারিশে অারো ১০ টাকা কমাতে রাজি হলো।অামি বললাম অাচ্ছা পরে অাসছি।

ফ্রেস হয়লাম,নাস্তা করলাম, অামার সাথে ২ জনের পরিচয় হলো।ওদের কেও অফার করা হয়েছে। অামি বললাম টাকা অামি ওদের হাতে দিচ্ছি না। যা যায় সরকারি খাতে দিবো, টিকেট নিবো।

টিকেট কাউন্টারে গেলাম। ১০০ টাকা নিলো। টিকেট পকেটে রাখলাম। কি মনে হলো বের করলাম। দেখি ৮৭ টাকা লেখা। পরে কম্পিলেন করলে বলছে কেটে লিখে দিয়েছি। সেখানে ৯৭ টাকা লিখা। কিন্তু নিয়েছে ১০০ টাকা। ৩ টাকা ফেরত দেয়নি। উত্তর পেয়ে অামি চলা শুরু করলাম ...

এখানে অামি চেষ্ট করলে ৫০/৬০ টাকায় যেতে পারতাম। কিন্তু টিকেট কাটায় ৮৭ টাকার ভাড়া ১০০ দিতে হলো।অার টিটির কাছে বোকা সাজলাম। অনেক কেই অামার সামনে এমন করতে দেখেছি।

হায়রে সোনার দেশ অামার...

২) পরে মনে হলো এদেরতো দোষ নেই। একটা ঝাড়ু দারের চাকুরিতেও ১০-১২ লক্ষ টাকা লাকছে। এদেরও তো টাকা উসুল করার দরকার।

৩) খালাতো ভাই সিংগাপুর থেকে কিছু দিন অাগে দেশে এসেছেন। তার সাথে অনেক কথা হলো। ভাই সিংগাপুরের একটা ঘটনা বললেনঃ

" অফিস টাইম। সবাই অফিসে যাচ্ছে। অাগেই বলে রাখি সিংগাপুরে চায়নাদের প্রভাব অনেক বেশি। সেদিন সকাল বেলার কথা। সিংগাপুরে রেল যোগাযোগটা একটু বেশি। এক ভদ্র মহিলা ২ সিট দখল করে রিলাক্সে বসে অাছেন, (এমন যায়গায় বসেছে যে ২ টা সিট কভার করে অাছে)। হতে পারে ইচ্ছে করে অথবা, ভুল করে। যাই হোক, একজন এটাকে ছবি উঠায়ে ফেসবুকে ছেড়ে দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে একজন মহিলা বসে অাছেন ২টা সিট দখল করে। অার বেশ ক'জন দাড়িয়ে অাছেন। শুধু একটা ছবি। অতপরঃ ২ঘন্টার ব্যবধানে সেই চায়না মহিলা গ্রেফতার।"

এটা অামাদের দেশে কল্পোনাও করা কষ্ট।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


হয়তো, আপনাকে দেখলে মনে হয় যে, আপনি আসল দামে টিকিট কাটার লোক নন, তাই পুলিশ, টিটি সবাই আপনার পেছনে লেগেছিল।

০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৭:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাফনে বুজ্জালাইছেন....

২| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:০৭

মোস্তফা সোহেল বলেছেন: বাংলাদেশের রেলখাতকে বেসরকারি খাতে দিয়ে দেওয়া উটিৎ।
আজ যদি রেলখাতকে বেসরকারি খাতে দিয়ে দেওয়া হয় তো কাল থেকে রেলখাত
লাভের মুখ দেখতে শুরু করবে।

০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: বসচেয়ে অাগে দরকার মানষিকতার পরিবর্তন।

৩| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:২৮

জুন বলেছেন: একজন মহিলা বসে অাছেন ২টা সিট দখল করে। অার বেশ ক'জন দাড়িয়ে অাছেন। শুধু একটা ছবি। অতপরঃ ২ঘন্টার ব্যবধানে সেই চায়না মহিলা গ্রেফতার।"
আর আমাদের দেশে কত মেয়েরা যে বাসে ট্রেনে কত রকম লাঞ্ছনার শিকার হচ্ছে তা দেখা বা প্রতিবাদ করার কেউ নেই । শুধু পত্রিকায় লিখেই খালাস । প্রতিকার নেই ।
ভালোলাগলো আপনার অভিজ্ঞতা ।

০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

অাগে দরকার মানষিকতার পরিবর্তন।

৪| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:০২

বিজন রয় বলেছেন: নিজরে দেশের দোষ ধরা ভাল। তাহলে একদিন দোষ দুর করা যাবে।

০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালো বলেছেন।

শুভেচ্ছা নিরন্তর।

শুভকামনা জানবেন।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:১৬

সুমন কর বলেছেন: ভালো অভিজ্ঞতা !!

০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: !!!

৬| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪১

ওমেরা বলেছেন: মজার অভিজ্ঞতা ! ভাইয়া কেমন আছেন ।

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: অালহামদুলিল্লাহ
অাপনার উপর ভিশন রাগ!

অনেকদিন কোন খোজ নেই ....

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনি কেমন অাছেন?

শুভেচ্ছা নিরন্তর।

৭| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো +

নতুন কবিতা লিখুন ।

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো।

শুভেচ্ছা নিরন্তর।

জি কবিতা দিবো দ্রুতোই। ইনশাল্লাহ।

একটু ব্যস্ততার মধ্যে অাছি।

৮| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬

ওমেরা বলেছেন: কেন ভাইয়া আমি কি করেছি ?? আমার উপর রাগ করিয়েন ভাইয়া আমি নিরীহ মানুষ । আপনাকেই বেশী দেখিনা ভাইয়া ।

২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০০

সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম ...

ঠিক ধরেছেন।

জীবনের একটা নতুন অধ্যায়ে পা দিলামতো। একটু ব্যস্তার মাঝে অাছি ...

যাহোক অাপনি একটু খোজ খবর কম নিচ্ছেন অামাকে।

অন্য ব্লগেতো দেখি না অার।


ভালো থাকবেন। শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.