নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

কোরাবানি ঈদ( রম্য) =p~

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

এবারের ঈদে অনেক দাওয়াত পড়েছে। নিজেদের কোরবানি না থাকায় যতগুলো দাওয়াত পেয়েছি সবগুলা দাওয়াত খেয়েছি। পেটে যতটুকু যায়গা ছিলো সব ভোরে ফালাইছি। অারো কয়েকটা জায়গায় যেতে হবে তো কি করা যায় চিন্তা করতাছি।এক জনের বাসাই খাওয়ার এক ফাঁকে টিভিতে বিজ্ঞাপন দেখলাম 7up খেলে সব হজম হয়ে যাচ্ছে। 7up অর্থ্যাৎ ৭বার উপরে উঠবে, যার অর্থ ৭টা ঢেঁকুর উঠবে অার সব হজম হয়ে যাবে।চিন্তা করলাম যাক একটা নতুন অাইডিয়া পেলাম। দোকানে যেয়ে দোকানদারকে বললাম ভাই 7up অাছে?
দোকানদার বললোঃ জি, অাছে।
: দাম কত?
দোকানদারঃ ২৫০ মিলি ১৫ টাকা।
অামি বললামঃ দেন তাহলে।

7up খাচ্ছি অার গুনছি এক এক করে 6up হলো অর্থ্যাৎ ৬ টা ঢেঁকুর হলো অার 1down হলো, অর্থ্যাৎ নিচ দিয়ে ... হলো। তখতো অামার ভীষণ রা। তোমরা বলছো 7up অার অামার হলো সিক্স অাপ ওয়ান ডাউন। অামি এর এক টাকাও দিতে পারবোনা। দোকানদার অামার সাথে গন্ডোগোল লাগাইয়া দিলো, কিন্তু অামাকে কোন অবস্থাতেই বোঝাইতে সক্ষম হলোনা। অবশেষে সিক্স অাপ ওয়ান ডাউন হওয়ার কারণে টাকা না দিয়ে চলেগেলাম। দোকানদার ১৫ টাকা লসগুনলো। অার অামিও মনে মনে চিন্তা করলাম অার কোনদিন সেভেন অাপ খাবোনা। এরা বলে এক অার করে অন্য।

অারেক ঈদের ঘটনা। অামি অার অামার বন্ধু পলাশ ঘুরছি। উপজেলা মোড়ের পাশে কোরাবানি করছে। থামলাম দুজনেই। মোজাম্মেল হুজুর মাত্রই ছুরি বসিয়েছে। কোথাও হয়তো গরু ধরতে ঢিলা ছিলো। ছুরির পোঁচ লাগার সাথে সাথে গরু মারলো লাথি সবাই উল্টে পাল্টে পড়ে গেলো। মোজাম্মেল হুজুর ছুরি ফেলে থুয়ে ভো দৌড়। যাহোক পরে সেই গরু ধরে অানতে বেশ বেগ পেতে হয়েছিলো সেদিন।

বেশ কয়েক বছর অাগের কথা। তখন অামি এক বিশেষ দাওয়াতে মেঝে কাকার শশুর বাড়িতে অর্থ্যাৎ অামার মেঝো নানী বাড়ীতে গিয়েছিলাম কোরবানি ঈদের একদিন পরে। তো যেহেতু অামি কোরবানি ঈদে গেছি সেহেতু অামাদেরকে একাধারে কোরবানির গোরুর গোশতোই দেওয়া হচ্ছিলো। গোরুর গোস্ত জ্বাল দিলে স্বাদ একটু বেশি লাগে।তো খাচ্ছি তো প্রত্যেক খাবার সময়ই অন্যান্য তরকানির সাথে ঐ গরুর গোস্ত নির্ধারিত হয়ে গেলো। এভাবে প্রায় ৫ দিন চলছে...
তারপরের অবস্থাঃ
যখন বাসায় এলাম তখন যা হলো। টয়লেটে গেলে অার পানি লাগেনা।
কারণ শুধু পানিই বের হতো...

অার এক ঈদের কথা। কোরবানি ঈদ। সবার বাসাই গোশত। তো একাধারে তিন দিন প্রতিদিন গড় ২০-২২ বাড়ি গোশত খাওয়া। এক পর্যায়ে ভাত খাওয়া বাদ রেখে গোশত খাওয়া শুরু করলাম। তার ফলাফল যা হবার তাই হলো। পায়খানা বন্ধ। গেলাম ডাক্তার বাড়ি। ডাক্তার দিলো পায়খানা পাতলা করার ঔষধ। তো এতো পাতলা হলো যে পায়খানায় ঢুকি অার বের হই।একে বারে অটো। এই হলো তখন কার কাজ।

যা হোক।অনেক ভেবে চিন্তে এবার অার ঐ ভুল করি নাই... =p~


সাথে বৌ রাখছি। ভাগ করে খাচ্ছি। :D :D

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~
যাই হোক সবই শেয়ারে :P

হা হা হা

ঈদ মোবারক

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: হা হহা হা ...

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

অাপনাকেও ঈদ মোবারক ভাইয়া।

যেখানেই থাকুন ভালো থাকুন। ভালকাটুক অাপনার ঈদ।

ঈদ মোবারক

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: অরুচি ধরে গেছে!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: কে বলেছে অরুচি।

এখনও চলছেই। অালহামদুলিল্লাহ

ঈদ মোবারক

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪২

ধ্রুবক আলো বলেছেন: নারে ভাই, এতো গরুর মাংস খাইছি যে অরুচি যে এখন খিদে নষ্ট হয়ে গেছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: হা হা হা

এটাইতো মজা।

ঈদের শুভেচ্ছা জানবেন

ঈদ মোবারক

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৫

ওমেরা বলেছেন: মাছ- গোস্ত কোনটাই খাই না শুধু অন্যরা যখন খায় চেয়ে চেয়ে দেখি ।

ধন্যবাদ ভাইয়া ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: মেয়েরা এমনটাই হয়।

অাপনিও তার বতিক্রম নন

ঈদের শুভেচ্ছা জানবেন

ঈদ মোবারক

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪

সুমন কর বলেছেন: হাহাহাহা.........মজা পেলাম। !:#P

ঈদ কেমন কাঁটল?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: মজা পেয়েছেন জেনে ভালোলাগলো।

জি ভালোকাটলো, ব্যস্ততার সাথে।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: আশা করি পেট নিয়ে সুস্থই আছেন।। এই কামনার সাথে ঈদেরও শুভে্ছা।।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকেও ঈদ মোবারক ভাইয়্যু

ঈদ অাপডেটঃ এখন পর্যন্ত অাল্লাহর রহমতে ভালো অাছি।

কাজ কাম নেই, কাজের ভিতর এই দুটো খাওয়ার চেষ্টাটাই করি মনদিয়ে।
শুভেচ্ছা নিরন্তর।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৪

আহমেদ জী এস বলেছেন: সামিউল ইসলাম বাবু ,




হা....হা.... মজা ! অবশ্য প্রথমটি নতুন বোতলে পুরোনো মদ !

তবে শুধু বৌ নয়, সাথে মাইয়াপোলা রেখে ভাগ করে খেলে ঝামেলা সংখ্যানুপাতিক হারে কমতো । :P :(

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ঈদ (হাম্বা)মোবারক।


যাহোক বতল খাওয়ার অাগে একটু পরিক্ষা করাই ভালো

খাওয়া দাওয়ার বিষয়ে সুদুর প্রসারি প্লান অাছে ভিষণ ২০৪১ সাল পর্যন্ত।১১ সদস্যের খাদকটিম গঠন করবো ভাবছি।সে লক্ষেই অামার পারিবারিক সরকার কাজ করে যাচ্ছে, হা হা হা
অাপনারা সমর্থন (ভোট)দিয়ে পাশে থাকুন। বাকিটা দেখছি, ইনশাল্লাহ।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

সুফি ইবনুসসাবিল বলেছেন: হাসালেন বাহে

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.