নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা কি শুধু সনদ অর্জনের জন্য?-০২

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

শিক্ষা কি শুধু সনদ অর্জনের জন্য? ০১
পড়া শুনা করবো, কিন্তু পড়তে যে ভালোলাগে না। ভালোলাগবে কিভাবে, ফেসবুক ইন্টারনেট ব্লগ ইত্যাদি ব্রাউজ করতে করতে বড় ক্লান্ত।

কিনতু পবিত্র কোরঅানে পড়া শুনার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরঅানের প্রথম অায়াতঃ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। -(সূরা অালাকঃ ১)

প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য জ্ঞানার্জন করা ফরজ। অাল হাদিস।

অথচ অামরা বিশেষ করে অামি, কয়টা লাইক, কমেন্টস পড়েছে দেখে বেড়াই। কিছু কিছু ভাই ও বন অাছেন যারা সময় পরিবর্তনের সাথে সাথে একটা করে ছবি পোষ্ট করে থাকেন। কেমন লাগছে জানার জন্য। অাবার কেও কেও সৌন্দর্য প্রদর্শন করে থাকেন।

অামাদের অধিকাংশ সময় নষ্ট হয়ে যায়। অাড্ডা, অার নেটে। কিন্তু অামাদের দরকার ছিলো সময়টাকে যথাযথ ভাবে কাজে লাগানো। ইচ্ছে করলে অনেক ভালোকিছু করা যেতো। অসচেতনতাই অবহেলাই সব নষ্ট করতে বসেছি।

পড়ার গুরুত্ত্ব বোঝাতে অামাদের এক স্যার ক্লাসে বলেছিলেন, (তখন) অাজ ৫ বছর যাবত অামি নিয়মিতভাবে ৫ঘন্টা করে কোরঅান পড়ি। একদিন চিন্তা করলাম, অামি একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করছি।ভালো চাকুরি করছি। মারা গেলেতো অাল্লাহ তায়ালা অামাকে এসব সার্টিফিকেট দেখতে চাবেনা। যদি প্রশ্ন করে অামি একটা কিতাব পাঠিয়েছি একটা কয়বার পড়েছো। তখন কি জবাব দিবো। তাই সিদ্ধান্ত নিয়েছি নিজে নিজে কোরঅান অনুবাদ করে পড়বো।

তিনি বৃদ্ধ বয়সে এমন একটা কাজ করছেন। অার অামরা পড়তেই বসিনা। কতটা অভাগা অামরা...

অাপনাদেরকে নয়। অামার নিজেকে বলছি...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

মাসুদুর রহমান মাসুদ বলেছেন: অসাধারণ উপলব্ধি। শুরু করে দেন

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২

সুমন কর বলেছেন: তাহলে এবার, পড়া শুরু করে দাও।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: দাদা কেমন অাছেন?

জি চেষ্টা করতেছি

ভালো থাকুন সবসময়। শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.