নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

আমরা কি একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারিনা ??? !!!

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮

ইতিহাসের পাতায় বাংলার স্বাধীনতার চিত্র
বাংলাদেশ ও তুলোনামুলক প্রতিবেশি দেশ

প্রতি বছরের মতো এবারও চলছে বিপিএল । ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। অনেক কোম্পানি স্পন্সর করছে। ক্রিকেট ভালোলাগে। ভালোলাগে বন্ধুদের সাথে মজা করতে, আড্ডা দিতে।

আমরা কি একবারো চিন্তা করছি আমরা কি অবস্থায় আছি???

আমরা অনেক সংকিত। আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় শহর ঢাকা আজ দূষণে সর্বোচ্চ ক্ষতির দিক থেকে তিন নাম্বারে। দিল্লির পরপরই আছি আমরা।

ঢাকাকে অনেক ভালো করাহবে। স্বপ্ন দেখানো হলো। ২ভাগ করা হলো ঢাকা সিটিকে। কি লাভ হলো? কিন্তু একটু প্লান করলেই ঢাকাকে সুন্দর করা সম্ভব। কিন্তু অামরা পারলামনা।

অামাদের সহস্রাধিক মিডিয়া এসব দেখেনা। কেনো দেখবে? অামরা যারা মিডিয়াতে জব করি অামাদের রুটি রুজির জন্য জব করি। সব কিছু দেখে অামাদের লাভ কি? মাস শেষে টাকা পেলেই হলো।

বিপিএল হচ্ছে। ক্রিকেট বিশ্বকাপ অায়োজন করলাম। কিন্তু কি আজব ব্যাপার যে শহরে খেলা হচ্ছে সেই শহরকে একটু বাস যোগ্য করতে, শহরকে সুন্দর করে কেও উদ্যোগ নিচ্ছেনা। সবাই পচা দুর্গন্ধ টয়লেটের ড্রেনের মধ্যে হাটছে কিন্তু শহরকে নিয়ে কেও ভাবছেনা। এর ফলে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে??? আমরাই তো হচ্ছি। কিন্তু কেওকি ভাবছি এটা নিয়ে? ভাবলেও তা অালোচনা ও বক্তব্যের মঞ্চেই শেষ। এর দায়ভার অামাদের শিক্ষিত সমাজ ও রাজনীতিবীদ কেউই এড়িয়ে যেতে পারবেনা।

অামরা যদি সমস্যা সমাধান না করি। যতোই পাজেরোতে ঘুরি কোটি কোটি টাকার পাহাড় গড়ি কোন লাভ হবেনা। কারণ এই দূষণ অাপনার অামার ভবিষ্যৎ বংসধর এই ক্ষতিকর প্রভাবের হাত থেকে ছাড় পাবেনা।

অামাদের মতো একটা ফকির দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা সুইচ ব্যাংকে পঁচে যাচ্ছে। এতো টাকা ঐসব চোর ডাকাতরা কি করবে। অামরা যারা মাস্তানি, দূর্নীতি, ঘুষ, সুদ, অপরকে ফাকি দিচ্ছি, দেশও জনগণের কাজে ফাকিদিয়ে টাকার পাহাড় গড়ছি। এর ফলাফলটা কি? অাপনি যদি একটা সুন্দর কাঠের ফার্নিচার ক্রয় করি। তা যদি ঘুনে ধরা হয়, তবে তার ফলাফল ও অামাদের দেশের উচ্চোবিত্তোদের ফলাফল একই হবে।

অাসুন অামরা সচেতন হয়।

মানবতা ও সুন্দর অাগামীর জন্য বিনিয়োগ করি।

দেশকে ভালোবাসি দেশের জন্য ভালো কিছু করি।

দেশের মানুষকে ভালোবাসি।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


পারি।

আপনি ঢাকায় থাকলে, রেগুলার বার্থরুমে পেট পরিস্কার করবেন না, উহা সোজাসুজি বুড়িগংগায় চলে যায়; ভারতীয়দের মতো গাছের আড়ালে মাড়ালে পেট পরিস্কার করুন, বুড়িগংগার মাছগুলো নিশ্বাস নিতে পারবে।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:

অাপনার কত বছরের অভিজ্ঞতা অাছে?

২| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


আমি বুড়িগংগার আশে পাশে থাকি না।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:

বুঝলাম অাপনার বেশ ভালো অভিজ্ঞতা অাছে অপেন টয়লেট সারার।

৩| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫

সুমন কর বলেছেন: আজকে ফেবুতে একটা ছবি দেখলাম, এতো দিন ধরে রাস্তা খুঁড়ে যে ড্রেন তৈরি করল, সেটা আবার ভাঙছে !! এখনো ড্রেন চালুই হয়নি। তাহলে কিভাবে উন্নতি হবে। রাস্তার তৈরি করার ৬ মাসের (মনে হয়, বেশি বললাম) মধ্যেই রাস্তার ১২টা বেজে যায় !!
আর দূষণ, সেটা নিয়ে বলে শেষ করা যাবে না.....



১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাসলে অামরা জনগন সচেতন নয়। যার কারণে দেশের এই অবস্থা

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪১

সচেতনহ্যাপী বলেছেন: আমাদের যত খরচ অনুৎপাদনশীল খাতে!! যেখান থেকে শুভ কিছু বের হবার থাকে না।।
পথ নিয়েতো কিছু বলার নেই।। জনপথ আজ বানালোতো কাল টিএন্ডটি, পরশুদিন ওয়াসা পথ খুড়বে।। তার উর রাজউকতো আছেই!!

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

জাতীয় ঐক্য উন্নয়নের মাষ্টার প্লান খুব বেশি প্রয়োজন।

৫| ১২ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৪৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন:

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন:
সহমত।

তবে সেটাতো দীর্ঘ প্রোসেস। তাৎক্ষণিক ভাবে অনেক কিছু করার অাছে, সদিচ্ছা থাকলে করা সম্ভব।

৬| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: এবাই এরম ভাবতে পারলে ও ভাল কাজ করলে দেশটা আরো সুন্দর হবে।

ভাললাগা জানবেন।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো

শুভেচ্ছা নিরন্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.