নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

ঢাকাতে প্রচুর মশাঃ আসুন সুন্দর বন পুড়িয়ে দেই

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫১


আসুন সুন্দর বন কেটে পুড়িয়ে ফেলি।

আজ পত্রিকায় একটা সংবাদ পড়লাম। রামপাল এবং সুন্দর বনের মাঝে অাবার গ্যাস কম্পানিকে প্লান্ট নির্মানের অনুমতি দেওয়া হয়েছে।

সুন্দর বনের পাশে গ্যাসস্টেশন

আসুন জেনে নিই।সুন্দর বন না থাকলে কি কি লাভ হবেঃ
★ বাসা বাড়ি ব্যবসা বাণিজ্যের জন্য অনেক জায়গা পাওয়া যাবে।
★ আনেক কাঠ পাওয়া যাবে। ফলে জিডিপি বৃদ্ধ পাবে।
★দেশের বিনদন কেন্দ্র গুলাতে বাঘ হরিণ হাতি সরবরহ করে প্রচুর আয় করা যাবে।
★বড় একটা ক্রিকেট স্টেডিয়াম করা যাবে।
★ গাছ পুড়িয়ে যে কয়লা পাওয়া যাবে, তাদিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কম করে ৫বছর চালানো যাবে।
★ গাছ পালা না থাকায় বিনা বাধায় প্রচুর বাতাস দেশে চলে আসবে। কোন এসি লাগবেনা।
★সবচেয়ে বড় লাভ, ঢাকা শহরে কোন মশা থাকবে না। কারণ বনও নাই, মশাও নাই।

আসুন, বেশি করে বন ধ্বংস করি।



সংবাদ পড়ে ভালোই লাগলো। বুঝে আসেনা, এদেরকে দেশ কেনো ঐ চেয়ারে বসিয়েছে। এদের কত টাকা লাগে।

সবচেয়ে বড় কথা দেশকে ভালবাসা মানুষ আজ বড় অভাব।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আসুন সকলে মিলে বেশি করে বন ধ্বংস আর শক্তি সঞ্চয় করি আর সে শক্তি দিয়ে বেশি বেশি ধর্ষন করি। ;)

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: সকলের শুভবুদ্ধির উদয় হোক

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশকে ভালবাসার মানুষের আজ বড় অভাব!

চলছে কেবলই চেতনার ফেরি!!!! মিথ্যা আর ফাঁকিতে ভরপুর!

সুন্দরবন বাঁচাও, দেশ বাঁচাও
নদী বাঁচাও দেশ বাঁচাও
প্রকৃতি বাঁচাও, দেশ বাঁচাও

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: কে বাঁচাবে আল্লাহ মালুম।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬

সৈয়দ তাজুল বলেছেন: এরা হিংসাত্বক রাজনীতি করছে। কোন দলই এই হিংসা থেকে মুক্ত নয়। কিন্তু আওয়ামী মুর্খরা তাদের এইসব কর্ম দ্বারা দেশকে সর্বোচ্চ মাত্রার অশান্তিতে ফেলছে। দেশের সৌন্দর্য নষ্ট করছে। দেশের সম্পদ নষ্ট করছে। আর এগুলো শান্তিতে করার জন্য প্রথমেই তারা প্রশাসনের সকল বিক্রিত গোলামদের খরিদ করে নিয়েছে। যার ধরুন, ঐ দিক থেকে কোন প্রতিবাদ আসছেই না। এমনকি, সাধারণ জনগণ যখন এসব দাবী নিয়ে রাস্তায় নামে তখন এই প্রশাসনের সাহায্যে ছাত্রললীগের কুকুরেরা মানুষকে নির্যাতন করে। মানুষ আজ আতংকিত।

আমার ভাষাগুলো কঠিন বা বেমানান মনে হওয়াটা স্বাভাবিক। আমার নিজের কাছেও এমনটা মনে হচ্ছে। কিন্তু আমি বা আমার মত যারা এমন ভাষা ব্যবহার করছেন তারা ঐ স্বার্থপর বুদ্ধিজীবীদেদের কারণেই বলছেন। আজ যদি আমাদের শিক্ষিত বুদ্ধিজীবীরা একসাথে এ সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে সরকার এসব বিধ্বংসী কর্মকাণ্ড অবশ্যই বন্ধ করবে। কিন্তু আমরা এখনো আমাদের প্রাপ্য অধিকারটুকু বুঝি না। আদায় করে নিতে পারি না। হয়ত, আমাদেরকে বুঝানোর সুযোগ দেয়া হচ্ছে না।

সকলের শুভবুদ্ধির উদয় ঘটুক।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: পরের চালে ঢিল মারলে পাথর খেতে হয়।

যাহোক সকলের জন্য শুভকামনা রইলো। বিশেষ করে আগামি প্রজন্মের জন্য। ওদের ভাগ্যে কি আছে আল্লাহ ভালো জানে।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যিই কি সুন্দরবন ধ্বংস করা হচ্ছে!!!

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রথম আলোতে দেখলাম ঐ সংবাদ।

এতে এখন কিছু না হলেও খুব দ্রুতোই ধ্বংস হবে।

আমরা খুব ভুল করছি

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

তারেক_মাহমুদ বলেছেন: আর একটা উপকার বাদ গেছে বাঘের আক্রমনে মানুষ মরবে না।

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সামিউল ইসলাম বাবু বলেছেন: :D :D :D

৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৮

সুমন কর বলেছেন: X((

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সামিউল ইসলাম বাবু বলেছেন: |-)

৭| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ২:২৪

শাহিন বিন রফিক বলেছেন: সুন্দরবন কত উপকারী সেটা আমরা যারা সুন্দর এলাকায় থাকি তারাই বুঝি, ঢাকায় এসি রুমে বসা এইসব পাগলেরা বুঝবে না, বুঝলেও টাকার কাছে অবুঝ।

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

৮| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৭

রোকনুজ্জামান খান বলেছেন: মোবাইল ফোনকে চার্জ
দেওয়ার জন্য পাওয়ার ব্যংকের
অজু হাত ধরে হারাবো
দেশের ঐতিহ্য ।
আছে সুন্দর বন দরকার
কিছু সুন্দর মন।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: জাজাকাল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.