নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
আজ কত তারিখ ভুলে গেছেনতো?
ভুলে যাবারই কথা! কারন আমরা হলাম হুজুগে বাঙ্গালী। ভুলে যাওয়া আমাদের অন্যতম বৈশিষ্ট্য।
আরেকটি বৈশিষ্ট্যও আছে আবিচার, এভাবে বলা যায়, জোর যার মুল্লুক তার। অাসলে এই বিচার হীনতার কারণেই, আজ নারায়নগজ্ঞে ৭খুন, রাস্তা ঘাটের বেহাল দশা, দূর্নীতি,মাদক সন্ত্রাসী ইত্যাদি অনেক কিছু বলা যাবে। আমরা কিছুই মনে রাখিনা। কেনো মনে রাখবো! আমিতো ভালো আছি।যার সমস্যা সেচিন্তা করুক।
সিটি করপরেশন টাকা দিলেই অনিয়মকে নিয়ম করে দিচ্ছে। ইচ্ছে মতো শহরকে চালাচ্ছে। শহর গুলো অলিখিত মাস্তানের কাছে জিম্মি। নাগরিক সুযোগ সুবিধা বলে কিছু নাই...
তাইতো হাজারও ঘটনা ঘটছে কিন্তু আমরা কিছুই মনে রাখছিনা। কেও দেশের কথা, উন্নয়নের কথা, সাধারণ মানুষের কথা ভাবছিনা। মানুষের কল্যাণের কথা ভাবছিনা। ফলে যে যেভাবে সুযোগ পাচ্ছে সে সেই ভাবে ক্ষমতা ও সুযোগের অপব্যবহার করছে। ফলাফল যা হওয়ার তাই হচ্ছে।
আমরা মুখে মুখে উন্নয়নের জিকির তুলছি। আর বাস্তবতা দিবালোকের মত, কিছু বলার নাই।
অনেক হয়েছে। হে বাঙ্গালি তুমি মানুষ হও। এভাবে আর চলো না।
আসলে কথা শুরু করলে অনেক চলে আসে।
মূল কথা হলো "রানা প্লাজার", কথাটা মনে আছেতো?
আমরা কি সচেতন হয়েছি?
আমরাকি বিচার পেয়েছি?
সবই জানেন। মনে করায়ে দিলাম একটু।
আমরা নিজ নিজ জায়গা থেকে ভালো না হলে দেশ ভালো হওয়া সম্ভব নয়। তবে দেশের আইন ও বিচার ব্যবস্থাও ভাল হতে হবে। তবই উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
কয়েকটি লিংক যোগ করেছি ...
নগর ব্যবস্থাপনার সমস্যা।
সমসা সমাধানের প্রতিবন্ধকতা।
২| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বর্তামানে, রানার কী অবস্থা????
"কেও দেশের কথা, উন্নয়নের কথা, সাধারণ মানুষের কথা ভাবছিনা। মানুষের কল্যাণের কথা ভাবছিনা।"
--- -- আবেগী কথা লিখে কাজ হবে না। এসব কথা সবাই না ভাবলেও অনেকেই ভাবে। তবে যারা কাজের কাজ করতে পারবে না, এসব নিয়ে তারাই বেশী ভাবছে। আর কর্মকর্তারা নাক ডেকে ঘুমাচ্ছে । ফলাফল শূন্য
৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৬
সোহাগ তানভীর সাকিব বলেছেন: ইতিহাস খ্যাত এমন ট্যাজেডির বিচার এখনও হয়নি বলে খুবই দুঃখ লাগে। ক্ষমতাশীন রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে এদেশে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নাই। যতদিন বাংলাদেশ থেকে নোংরা রাজনীতি দূর হবে না ততদিন রানারা জেলখানায় আরাম আয়েশে জীবন যাপন করবে।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২০
মোস্তফা সোহেল বলেছেন: দেশে আঈন আছে কিন্তু যথাযথো প্রয়োগ নেই।তাই অন্যায়কারীরা সব মাথা উচু করে ঘুরে বেড়াচ্ছে।
৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: সেই সময়ে যারা আহত হয়েছেন আজ তারা না খেয়ে আছেন। তাদের দিকে কেউ ফিরেও তাকায়নি।
৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৯
করুণাধারা বলেছেন: ভুলতে আর পারি কই! হঠাৎ হঠাৎ মনে পড়ে যায়। ক'দিন আগে একটা ভিডিওতে দেখছিলাম নেপালে বিমান দুর্ঘটনার পর তড়িৎ গতিতে তাদের উদ্ধার অভিযান শুরু হয়, মাত্র 7 মিনিটের তারা আগুন নিভিয়ে ফেলতে পারে। আর তাদের যে এম্বুলেন্স তা অতি উন্নতমানের, আমাদের ফায়ার সার্ভিসের মত মাইক্রোবাস থেকে আম্বুলেন্স বানানো হয়নি। আমার মনে হয় একটা দূর্ঘটনা ঘটলে সিদ্ধান্ত নিতে নিতে আমাদের দেশে অনেকটা সময় ব্যয়িত হয়। নেপালের উদ্ধার অভিযান দেখে আমার মনে হয়েছে, আমাদের ফায়ার সার্ভিস যদি তাদের মত হত তাহলে রানা প্লাজার আরও অনেকগুলো প্রাণ বেঁচে যেত।
ধন্যবাদ, রানা প্লাজার হতাহতদের মনে করিয়ে দেবার জন্য।
৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুখের দিনে দুঃখের কাহিনী মনে রাখি না এটা অনেক বড় দোষ আমাদের।
ভালো করেছেন মনে করিয়ে দিয়ে, দুর্বিষহ দিনটি মনে করে কয়েকদিন কিছু কষ্টের কথা স্মরণ করতে পারবো।
আমি ব্যক্তিগত ভাবে খুব কষ্ট পেয়েছিলাম সেদিন।
সেদিনের হতাহত সকলের শান্তি কামনায়
৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
রানা প্লাজা এখন আর তেমন আলোচনায় নেই। যেন ভুলে যাওয়াই আমাদের নিয়তি।
৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫
কামরুননাহার কলি বলেছেন: আপনার পোস্ট পড়ে আমার সেই ছবিগুলো চোখের সামনে ভেসে উঠলো।
১০| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০১
পার্থ তালুকদার বলেছেন: দুঃসহ স্মৃতি ।
১১| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২২
সৈয়দ তাজুল বলেছেন: বাবু ভাই,
আমরা আমাদের সুষ্ঠু বিচার দাবীর পন্থাও জানি না! আসলে, আমরা পারিটা হচ্ছে ভুলে যাওয়া
১২| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: রানা প্লাজার জন্য কমপক্ষে ৫০০ কোটি টাকা সরকার সংগ্রহ করেছে সে টাকা গুলো কোথায় গেল?
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
ক্ষতিগ্রস্তরা দরকারী সাহায্য ও সঠিক ক্ষতিপুরণ পায়নি; অথচ সরকার এদের শ্রমকে "হার্ড কারেন্সী" হিসেবে ব্যবহার করে।