নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

সাবাস বাংলাদেশ ক্রিকেট

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:২১




সাবাস বাংলাদেশ ক্রিকেট। খেলার দরকার নেই। সবাইকে ২০১৯ সালে এম.পি প্রার্থী করা হবে।

সাকিব তুমি সফল ক্যাপটেন। তুমাকে দিয়ে খেলা হবে না। তুমি ব্যবসা কর।
শিশিরকে দিয়ে সাকিবকে থাপড়ানো দরকার।

বিপিলে শত শত কোটি টাকা খরচ করে লাভ কি?
কি উন্নতি হলো দলের? টাকা কি গাং দিয়ে ভেসে আসে?
মাশরাফিকে কেনো টি২০ থেকে বাদ দেওয়া হলো?

ক্রিকেট বোর্ড একটা অপদার্থ।

সবভালো খেলোয়ার গুলো দলের বাহিরে রেখে তামাশা দেখে।

সাকিব্বার খেলার গুন নেই। অাবার শুনছি ভোটে দাড়াবে।

সব কটা আকাম্মা।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ক্রিকেট বোর্ড একটা অপদার্থ।
ক্রিকেট বোর্ড একটা অপদার্থ।
ক্রিকেট বোর্ড একটা অপদার্থ।



চাবিক কে দিয়ে ক্যাপটেন্সি হবে না!!X(

২| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:৩৯

সুমন কর বলেছেন: X((

৩| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কুল ! কুল !!

৪| ০৬ ই জুন, ২০১৮ রাত ১২:১৭

রিফাত হোসেন বলেছেন: বাংলাদেশ বনাম ভারত ও কিছু হতাশা!
লিখেছেন রিফাত হোসেন, ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১৭

----লিংকের পোস্টটি আমার লেখা। কি বুঝাতে চাচ্ছি তা একটু বুঝতে পারবেন হয়তো।

অভিজ্ঞতার একটু মূল্য দিতে শিখুন। সাকিবের গুণের কারণেই এখন সে এতদূর পৌছিয়েছে। আর সে অতিমানব নয় যে প্রত্যেক খেলাতে ভাল খেলা দেখাবে। আর সে কোন ঘুর্ণি তৈরী বোলার তো নয়ই আর গেইল তো কোন কালেই নয়। তার থেকে আপনি বেশি আশা করছেন। সব সময় সে ভাল খেলবেও না।
এই কথা গুলি প্রত্যেক বাংলাদেশী খেলোয়াড় এর ক্ষেত্রে প্রযোজ্য। মুস্তাফিজও বাদ নয়।

ভোট নিয়ে কিছু বলতে চাই না, কারণ একটি রাজনৈতিক দল তাদেরকে কাজে লাগাতে চাচ্ছে জনপ্রিয়তাকে পুজিঁ করে। যা আমারও ভাল লাগে নাই। অবসর জীবনে করলে ভাল হবে।

ধরলে তো ১ম থেকে সবাইকেই ধরা যায়, শুধু সাকিব কেন ?
তামিম ১ম ম্যাচে আন্ডা পারল কেন? বাংলাদেশে সুইং আর গতির অত অভাব কেন? বোলাররা হিটার না কেন?
যদিও আবু হায়দার ২য় ম্যাচে বোলার ব্যাটসম্যান হতে পেরেছে। কিন্তু সেই সব নয়। বাকি ম্যাচেও একই অবস্থা চোখে পরে। মুশফিক মাঝে মাঝে ক্যাচ ধরতে পারে না, এটা নতুন নয় পুরনো ব্যাপার। বাংলাদেশের ফিল্ডার সরাসরি স্ট্যাম্প ফেলে দিতে পারে না, পারলেও সব সময় নয় কিন্তু বাকি দেশ গুলির জন্য অহরহ ঘটে।

মোদ্দ কথা টি২০তে বাংলাদেশ এখনও হাত পাকাঁতে পারে নাই। নাই একটা ঢং এর স্পিনার! সাকিব যে স্পিন করে সেটা রফিক, মোসাদ্দেক, নাজমুল সবাই একটি জিনিস করে আসছে। কারউ একটু কম বা বেশী ঘুরে। কিন্তু সত্যিকারের ঘূর্ণি স্পিনার বাংলাদেশে নাই।
আই পি এল খেলে অসুস্থ হয়ে পড়ে থাকে, দেশের জন্য খেলার সময় পাওয়া যায় না ফিজকে!
ওয়ালশ বোলিং কোচ হয়ে দেশের জন্য ঘোরার আন্ডা তৈরী করছে। মুস্তাফিজ কিন্তু ওয়ালশ এর তৈরী নয়, গুলিয়ে ফেলবেন না।
টি২০তে ২০ বলে ৩০-৫০ হয়ে যায় সেখানে আমাদের খেলোয়াড়রা ৩০ বলে ৩০ করতেই জান বাহির হয়ে যায়।
টিভির বির্তকে স্পেষালিস্ট করতে করতে ফেনা তুলে, কিন্তু কোন মানের স্পেষালিস্ট সে খেয়াল থাকে না। আবুল স্পেষালিস্ট বোলার কিন্তু এর থেকে সৌম্যও যদি বোলিং করতে ১ম ম্যাচে তাহলে আরও ভাল হত। সৌম্যও কিন্তু স্পিন,পেসার দুইটাই। রুবেলের কথা তো বাদই দিলাম, গতিই সব কিছু না, যদি সুইং-ইয়র্কার না দিতে পারেন। আর সবর্দা মাশরাফির লাইন ল্যান্থও কাজ করবে না যদি ব্যাটসম্যান এর নিয়ত থাকে আমি চড়াও হব! এটা মেনে নিতে হবে।


এই কথা গুলি কি বলা যায় না ?
আমিও বলতে পারি কিন্তু এগুলি আমার রোষানলের কথা নয়, অভিমানেও বলছি না, সবারই ভুল বা ঘাটতি আছে সেটাই দেখানোর চেষ্টা করছি। একা সাকিবের দোষ বা ঘাটতি দেখছি না। আফগান যে ফর্ম এ আছে মাশরাফি স্বয়ং মাঠে নামলেও দৌড়ের উপর থাকত।
তবে ওয়ানডেতে বাংলাদেশ এগিয়ে থাকবেই। তবে বোলিং এ আস্থা পাচ্ছি না। আর তাদের সাথে খেলাও হচ্ছে না বিশ্বকাপের আগে।
আমার আশা বাংলাদেশের বোলাররাও ব্যাটসম্যান হতে পারে, এই পথ বাংলাদেশকে আগাতে সহায়তা করতে পারবে।

৫| ০৬ ই জুন, ২০১৮ রাত ১২:২৫

মুচি বলেছেন: এত এত টাকা সব গচ্চা দিয়ে এভাবে হারের চেয়ে এদের না খেলাই ভালো। এখন অপেক্ষা ধবল ধোলাইয়ের। শতভাগ নিশ্চিৎ।

৬| ০৬ ই জুন, ২০১৮ রাত ১২:২৯

অর্থনীতিবিদ বলেছেন: সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। দুঃসময় আসে। তবে তা থেকে উত্তরণও হয়। হয়তো এই পরাজয় থেকে শিক্ষণীয় কিছু আছে।

৭| ০৬ ই জুন, ২০১৮ রাত ১২:৪৭

দরজার ওপাশে আমি বলেছেন: লেখক সাহেব, কিছু মনে করবেন না দেরাদুন মাঠ সম্পর্কে জানুন আর আমাদের টীম সম্পর্কে জানুন ফারাক বুঝতে পারবেন। আপনে আমি দর্শক আর যারা দল বাছাই করে অনেকভেবে চিন্তেই করে। যেভাবে ক্ষোভ চলছে তাতে মনে হচ্ছে কালকে হয়ত মহান কোনো আবিষ্কারক ম্যাচ ফিক্সিংয়ের কথা বের করে ফেলতে পারে। যাই হোক, ক্রিকেট কখনই নিশ্চিত নয় তার ফলাফল নিয়ে, মাঠে যা হবে তাই মেনে নেওয়া ভাল। সুদিন আর খারাপ দিন কোনটাই স্থায়ী নয়। ভাল থাকবেন

৮| ০৬ ই জুন, ২০১৮ রাত ১২:৪৭

দরজার ওপাশে আমি বলেছেন: লেখক সাহেব, কিছু মনে করবেন না দেরাদুন মাঠ সম্পর্কে জানুন আর আমাদের টীম সম্পর্কে জানুন ফারাক বুঝতে পারবেন। আপনে আমি দর্শক আর যারা দল বাছাই করে অনেকভেবে চিন্তেই করে। যেভাবে ক্ষোভ চলছে তাতে মনে হচ্ছে কালকে হয়ত মহান কোনো আবিষ্কারক ম্যাচ ফিক্সিংয়ের কথা বের করে ফেলতে পারে। যাই হোক, ক্রিকেট কখনই নিশ্চিত নয় তার ফলাফল নিয়ে, মাঠে যা হবে তাই মেনে নেওয়া ভাল। সুদিন আর খারাপ দিন কোনটাই স্থায়ী নয়। ভাল থাকবেন

৯| ০৬ ই জুন, ২০১৮ রাত ২:১৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমাদের প্রত্যাশা বাড়ায় মিডিয়াগুলো। তার উপর বিসিবির তেল তো আছেই। রাবিশ টীম।

১০| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: খেলা দেখে খুব মন খারাপ হয়েছে।

১১| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৯

হাঙ্গামা বলেছেন: বাংলাদেশ "কেলা পারা না"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.