নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
একটা সংবাদ দেখলাম," স্বর্ণ পদক প্রাপ্ত ক্রিড়াবীদ বোর্ড কর্মকর্তা কর্তৃক ধর্ষিতা হয়েছে । .তাই একটি। ....
ধর্ষণে কাতর বাংলাদেশ
আল ফারাবি
ধর্ষণময় বাংলাদেশ
ধর্ষণ যেখানে সেখানে মাঠে ঘাটে
বাজারে বন্দরে বাসে গৃহ অন্দরে
শারিরিক ধর্ষণ মানসিক ধর্ষণ
রাজনৈতিক ধর্ষণ, অধিকারে ধর্ষণ
সম্ভ্রমে ধর্ষণ, ধর্ষণে কাতর জাতির বোধ বিশেষ!
ধর্ষণে কাতর বাংলাদেশ!!!
সবুজের বুকে ছলছলে কন্যা
কেশ মিলিয়ে হাটছিল বেশ
মুক্ত আকাশ, নির্মল বাতাস
কাল হলো লালসায় এনে দিল শেষ
ধর্ষণে বর্ষণে মিটিল না শ্বাদ
কেড়ে নিল প্রাণ বায়ুও হিংস্র নিষাদ!!!
রক্ত লালে বঙ্গ কিশোরী ছটফটে ফুটে কয়
সবুজ বাংলায় রক্তাক্ত আমি দেখছো বাঙালি তোমার জয়???
লাল সবুজের পতাকায়!!!!
বাংলার বুকে সাজিয়াছি আজি বাংলাদেশের পতাকায়!
ধর্ষণের রক্তে রঞ্জিত আমি সবুজে বাংলায়
পতাকা একেই বিদায় দিলাম ওগো বাংলাদেশ তোমায়!!
২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৮
সামিউল ইসলাম বাবু বলেছেন:
সহমত
কে করবে বিচার!!! ক্ষমতাধর ব্যক্তি হলে সব মাফ।
এপর্যন্ত কি কোন দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে?
২| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সম্ভ্রমে ধর্ষণ, ধর্ষণে কাতর জাতির বোধ বিশেষ!
ধর্ষণে কাতর বাংলাদেশ!!!
....................................................................
অতি চিন্তা, আমার দেশ এমন নয় , বিদেশে কম কিছু নয় ।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৬
রাজীব নুর বলেছেন: ধর্ষন শব্দটা আমি খুব ঘৃণা করি।
৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১০
নুরনবী হোসেন বলেছেন: সৃতি ময় এই বাংলাদেশ কবে যানি হবে মুক্ত
না জানি কবে যে মোরা করিবো স্বাধীন দেশ।
ধর্ষণে কাতর এই বাংলাদেশ করিবো মোরা বিরোধ
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ন্যায় বিচার ব্যবস্থাই সকল অপরাধের প্রতিরোধক।
যেদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সেদিন ধর্ষিতার রক্তে গুমোট হবে না আর অন্দর, সজীব সতেজ সবুজে ভরে উঠবে আমাদের প্রান্তর।
৬| ২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৬
চোরাবালি- বলেছেন: সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪২
ইব্রাহীম আই কে বলেছেন: সমাধানের রাস্তা খুঁজে বের করা জরুরী, অতিসত্বর!