নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
আজ আরেকটি গল্পো শেয়ার করবোঃ
এটাও সেভ দ্যা চিল্ড্রেনে থাকাকালীন সময়ের কথা। আমিই মূলত সব দিক দেখা শোনা করতাম।
কর্মজীবি মহিলা (আমাদের ভাষায়), তাদের সন্তান, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি।
আমার কাছে বাচ্চা থেকে বড়(১৮ পর্যন্ত ) সদস্য ছিল। সবার সাথেই বেশ ভাল সম্পর্ক ছিল। এর মধ্যে আতিক নামে একটি ছেলে ওর দেখলে খুব ভালো লাগতো। ছেলেটা কর্মঠ ছিলো। চমৎকার চেহারা ওর । আমাদের বাসায় এনে ওকে ভাই হিসেবে রেখে বিয়ে দেওয়া পরিকল্পোনা ছিল। তবে দুঃখের বিষয় আমার ভায়রাস জ্বর হলে চলে আসি। চাকরি টা আর করা হয়নি।
তবে আতিক ও খানকার ই এক মেয়ে কে বিয়ে করেছে।
মাঝেমধ্যে ও ফোন দেয় এখনো ...
(সুযোগ হলে আরও যোগ করব)
২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৪
মাহমুদুর রহমান বলেছেন: ভালো।