নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

জহির সাদাতের নতুন কবিতার বই

১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫



কবি জহির সাদাত একজন সময় সচেতন প্রতিবাদি কবি। ব্যক্তি জীবনে সহজ সরল জীবন যাপন করেন। কবি এখন প্রবাসে আছেন। প্রবাসে থাকা অবস্থায়ই কবির এই কবিতার বই।

কবি তার কবিতার মাধ্যমে সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।

কবি জহির সাদাত নিজে ফেসবুকে একটি সাহিত্য ভূবন গ্রুপ পরিচালনা করে চলেছেন। এই গ্রুপে নতুন নতুন কবি তাদের মেধাকে বিকাশে সহায়তা পেয়ে থাকেন।

কবি জহির সাদাত এর প্রথম কবিতা গ্রন্থ হৃদয় নীড়ে ঝড় প্রকাশিত হয়েছে। বইটি এবারের বই মেলায় প্রকাশিত হবে। বইয়ের মূল্য: ১২০/-

এই বইয়ের লভ্যাংশ থেকে নতুন কবিদের বই প্রকাশে সহায়তা করা হবে। তাই দেরি না করে আপনিও আংশগ্রহন করুন এই মহত কাজে।


যোগাযোগ করতে পারেন:

[email protected]








মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: জানলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.