নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

২৫ ফেব্রুয়ারি ও মির্জাফোরের গল্পো

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩

আজ ২৫ ফেব্রুয়ারি।

আমরা সবাই জানি। কিন্তু সমস্যা হলো, বাঙালি নামের পাশে আরেকটি শব্দ যোগ হয় " হুযুগে" - অর্থাৎ আমরা হলাম হুযুগে বাঙালি। যখন যা দেখি ত.ই নিয়ে কথা বলি অন্য। সব ভুলে যায়।

এইযে কিছু দিন আগের কথা ২০০৯ সাল, বিডিআর বিদ্রোহ , তবে মারা যান দেশের সবচেয়ে ট্যালেন্ট চৌকশ দেশ প্রেমিক Arme অফিসার, তাদের কথা মনে আছেতো!!!

মনে থাকার কথা নয়...
চক বাজার, চট্রগ্রাম সহ হাজারো ঘটনার ভিড়ে এসব কথা মনে থাকার কথা নয়। কারণ একটায় ...


মির্জাফর নিজের ক্ষমতার জন্য নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে। এই হত্যাকান্ড হয়েছিল ২৬৭ বছর আগে।আর বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনী অফিসার হত্যা হয়েছিল ১০ বছর। যাক, তবে দুইটিই বাংলার ইতিহাসে অনেক দুঃখের।

সবচেয়ে বড় কথা হলো, নবাবের সাথে যারা বিশ্বাস ঘাতকতা করে হত্যা করেছিল তাদের একজনের ও কিন্তু সাভাবিক মৃত্যু হয়নি।

আজকের এই দিনে এটাই কামনা রইলো ...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: কারো খারাপ কামনা করা ঠিক না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: Its ok Brother, Thanks For your comment.

(Sorry, i can't type Bangoli)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.