নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

নিউজিল্যান্ড মসজিদে হামলা

১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৫৫

গতকাল সকালে ইউটিউবে প্রথম যখন হামলাটা দেখি, এক ছোট ভাই দেখায়, ও একটু সহজ সরল তাই তখন ভাবছি এটাকোন ভিডিও গেম হবে। তখন ব্লগে ঢুকে লিখছিলাম, তাই গুরুত্ব দিয়ে দেখিনি।

জুম্মার নামাজ শেষে আবার যখন দেখি তখন, কতটা আশ্চর্য হয়েছি বলার ভাষা নেই।

আজ অষ্ট্রেলিয়া কোথায়?
বাংলদেশে আসবে আসবে বলে কতদিন ঘুরালো,আর তারাই এই আকামের মূল হোতা।

একবার চিন্তা করেছেন এটা যদি বাংলাদেশে ঘটতো তবে কি অবস্থা হতো!!!
আমাদের বন্ধু রাষ্ট্র ভারত বাশ হাতে কুরে দাঁড়ায় থাকতো দেওয়ার জন্য।

আমাদের ক্রিকেট টিম কি এতো গুরুত্ব হীন ভাবে নিউজিল্যান্ড যে, ভালো কোন প্রট্রেকশান দিলোনা তারা!!!

এটা কোন মুসলিম দেশে হলে সহজ পদ্য শুরু হয়ে যেতো জংগী ধুয়া।

ভিডিও টা দেখতেই কেমন জানি লাগছে। কি ভাবে সম্ভব, ঠান্ডা মাথায় এভাবে হত্যা করা।

এমন আরো অনেক ঘটনা আছে , যা ইহুদী ও খ্রিস্টান সন্ত্রাসী করে তারপরও তারা সন্ত্রাসী নয়, একটি বিচ্ছিন্ন ঘটনা।

শুভকামনা ও দো'য়া বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ...

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৪৭

আখ্যাত বলেছেন: শুভকামনা ও দো'য়া বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ...

২| ১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫৫

আমি মুক্তা বলেছেন: আল্লাহ নিহতদের বেহেশদ নসীব করুন আর তাদের শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দান করুন। শুভকামনা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।

৩| ১৬ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা একটা বৈশ্বিক সমস্যা। তবুও শুধু মুসলিম দেশগুলোকে এর বদনাম সহ্য করতে হয়...

৪| ১৬ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৩৪

আকতার আর হোসাইন বলেছেন: ক যে খারাপ লেগেছে ।

ঘটনাটা একদম অপ্রত্যাশিত। নিউজিল্যান্ড এর প্রাইম মিনিস্টারও যদি কোথাও যায় তখনো তার সাথে কো নিরাপত্তা বাহিনী থাকে না।

তবে একটা কথা জেনে খুব খারাপ লাগলো ।

ইন্ডিয়া কিছুদিন আগে নিউজিল্যান্ড সফর করেছে। নিরাপত্তার অংশ হিসেবে তারা কোনদিন কোন হোটেল থাকবে। সেখানে কি কি সুযোগ সুবিধা আছে রা আগাম পরিকল্পনা করে রাখা হয়েছিল। এবং ইন্ডিয়া টিমকেও জানানো হয়েছিল। আর বাংলাদেশ এর বেলায় কিছুই না।


আবার ঘটনার সময় তামিমদের সাথে একজন নিরাপত্তা কর্মীও দেখা যায়নি। দুঃখজনক।

৫| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের মাফ করুক। এই ঘটনা যেন আর কখনও না ঘটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.