নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

নিমতলী, চকবাজার, বনানী ও গুলশান। তারপর...

৩০ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৪

নিমতলী ট্রাজেডি! নিমতলী ট্রাজেডির সময় ফেসবুকে বহু লেখালেখি হল।
সরকারের এই করা উচিত, সেই করা উচিত। এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
সরকার কী ব্যবস্থা নিয়েছিল, তার নমুনা ত চকবাজারে আমরা দেখেছি।
বনানীর কি অবস্থা, দেড় ঘন্টা পর পালোয়ান বাহিনীর আগমন। তারপর, ব্যাটারি নেই, হাইড্রলিক পাম্প নেই, পানি নেই, মইনেই।
তারপর, এলো বিমানবাহিনী নাটক, ফুটো বালতিতে পানি ঢালা। এটা না হলেও চলতো।
এরপর ও অভিজান সফল ...
আজ সকালে আবারও গুলশানে...
এরপর কোথায় ...
এসব কি হচ্ছে আল্লাহ ভালো জানেন।
তারপরও আমরা কথা বলি এবং বলছি। শুধুই কথা বলি।
ফেসবুকে বিজ্ঞ বিজ্ঞ কথা কই।
স্ট্যাটাসে সব একাকার করে ভাসিয়ে দেই। রাত দিন প্রায় ২৪ ঘন্টা ফেসবুকে এসব নিয়ে জিহাদ করি। তারপর একসময় ক্লান্ত হয়ে মোবাইলটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। যাই ঘটুক, রাতেই মোবাইল চার্জ দিতেই হবে। কারণ, আগামীকাল যে আমাকে নতুন কোনো ইস্যু নিয়ে বিজ্ঞ সূচক পোস্ট লিখতে হবে!
আর দিনশেষে আমার সবচেয়ে বড় স্বস্তি, আমার ভাই ব্রাদার ভালো আছে এবং নিরাপদে আছে। ঠিক তেমনই বাংলার কোটি জনতাও আজ ঘুমাতে যাওয়ার আগে ভাববে, মৃত ২৫ জনের মধ্যে ত আমার ছেলেটা নেই। অতএব আমার কীসের এতো ভাবনা! জুম্মাবার এলে, নামায শেষে একটা লম্বা দোয়া কইরা দিবো। খেল খতম..."

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১১:১২

ওমেরা বলেছেন: চিন্তায় তো ফেলে দিলেন এর পর আবার কোথায় হয় !!

০৯ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: চিন্তা করা বিষয়। গতকাল ও আজ আবার লেগেছে আগুন

আল্লাহ মাফ করো....

২| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলেই কি সব দোষ সরকারের...? সাধারণ নাগরিকদের কোনই দায়িত্ব নেই...!!

৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমিকি সরকার কে ইন্ডিকেট করে সব বললাম???

আমাদের সকলেরই সমস্যা ...

৩| ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ফুটা বাল তির কাহিনী আর কত?

এরপরও সরকার তথা সরকারি সংস্থা 'ফায়ার ব্রিগেড' যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে।
আগুন যে পর্যায়ে ছিল, নেভানোর পড়েও বার বার জ্বলে উঠছিল। পানির অভাবে। একপর্যায়ে মনে হয়েছিল পুরো বিল্ডিঙ্গই পুড়ে আসেপাশের ভবনগুলোও পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
কিন্তু পানির সংকট ছিল, দেড় কিলোমিটার দূরে হাতির ঝিল থেকে পানি এনে, পানিতে চাপ ছিলনা, পাইপ ছিদ্র হয়ে যাচ্ছিল। এরপর ভিড় ঠেলে দফায় দফায় পানিবাহি গাড়ির সাহায্যে মাত্র ৪-৫ ঘন্টার ভেতর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। দমকল বাহিনীর কর্মিরা আহত হলেও একমিনিটও কাজ বন্ধ করে নি।
১৪-১৫ তলায় থেকে পানি ছেটানোর ল্যাডার মারফত চরম ঝুকি নিয়ে অনেক মানুষ উদ্ধার করেছে। ৩টি ফ্লোর পুড়ে গেলেও (২ টি আংশিক) মোট ৫ টি ফ্লোরে স্বল্পসময়ে আগুন নিয়ন্ত্রনে এনে বাকি ১৯ টি ফ্লোর রক্ষা করতে সক্ষম হয়েছে।
২৫ জন মারা গেলেও ভবনে অবস্থানরত হাজার মানুষ বাঁচানো সম্ভব হয়।


অতচ কিছুদিন আগে একই মাত্রার আগুন লন্ডনে ২৪ তলা ভবন গ্রিনফিল টাওয়ারের আগুন।
লন্ডনের ওয়েল ইকুইপড অভিজ্ঞ ফায়ার সার্ভিস সর্বশক্তি দিয়েও সেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি, ২ দিন জাবত জলছিল গ্রিনফিল টাওয়ার। নিজস্য নির্বাপন ব্যাবস্থা, পর্যাপ্ত ফায়ার একজিট, বিকল্প শিড়ি থাকার পরও একশতর মত মানুষ মারা গেছিল সেইদিন।
কোরিয়ান নাইট ক্লাব, চীনে হোটেল, ব্রাজিলের বহুতল, পর্যাপ্ত ব্যাবস্থা থাকার পরও বহু মানুষ মারা যায়। দুবাইয়ের রিসেন্ট নির্মিত সর্বচ্চ ব্রুজখলিফায় দুবার লেগেছিল আগুন।
আধুনিক পর্যাপ্ত ব্যাবস্থা থাকার পরও ২৪ ঘন্টায়ও নেভানো সম্ভব হয়নি সেসব আগুন।
আর আমাদের অপর্যাপ্ত ব্যাবস্থা, জানজট, লোকের ভিড়ে বাধা, পানির সংকট, এরপরও আমাদের দমকল বাহিনী মাত্র ৪-৫ ঘন্টার ভেতর আগুন নিয়ন্ত্রনে এনে ৬ ঘন্টার ভেতর নেভাতে সক্ষম হয়েছে।
হাসাহাসি বাদ দিয়ে নিজেরা আগে ভাল হোন।

০৯ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

তবে ফায়ার সার্ভিসের আরো যন্ত্রপাতি প্রয়োজন...

৪| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: এই দরিদ্র দেশে এরকম ঘটতেই থাকবে। ঘটতেই থাকবে।

০৯ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: গতকাল ও আজ আবার লেগেছে আগুন

আল্লাহ মাফ করো....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.