![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
ঘুন ধরেছে
ঘুন
সামিউল ইসলাম
°°° °°° °°° °°°
মাথায় আমার ঘুন ধরেছে
অনলাইনের পোকা
গেমের জালায় ভাত খায়না
মায়ে দেয় বকা।
বিজ্ঞ আমি এই দেশেতে
সকল কাজের কাজী
দেশের তরে যুদ্ধ করবো
বকা দেওয়া পাজী
অনলাইনে মাথা ঘামায়
দেশের কাজে নাই
কিছু হলেই বুলি ছাড়ি
দেশের বড় ভাই
বাড়ী পাশে না খেয়ে রয়
মহৎ সাজি মহাজ্ঞানী স্ট্যাটাসে
ফেসবুকে সেলফি ছাড়ি অকারণ
মাথায বড় ডিস্টার্ব আছে।
এইতো সেদিন বিকাল বেলা
বন্ধুরা সব খেলতে যেতাম মাঠে,
আজকে সবাই সেলফি তুলি
গুনছি শুধু লাইক কটা তাতে।
বিপদ কিম্বা খুশির খবর
পোষ্ট করা মজা জবর
মনে আমার ঘুন ধরেছে
ডিজিটালে টাল করেছে
ডাল খেয়েছি টাল হয়েছি
ছেড়া প্যান্টে মডার্ণ
ধান্দা করি পেটে খায়
বিনা পুঁজির মহাজন
২২ শে মে, ২০২০ সকাল ৯:২১
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ
শুভেচ্ছা নিরন্তর
২| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২১
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর কবিতা।
২২ শে মে, ২০২০ সকাল ৯:২৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।