নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
জীবনে প্রতিটি দিন, এক একটি ক্লাস। শিখিয়ে যায় নতুন নতুন কিছু।
এইতো কদিন আগের কথা। এক জায়গায়, শখ কি জান্তে চাইলে বললাম ব্লগিং।
এরপর শুরু হলো নানান রকম প্রশ্ন।
আপনি কি ব্লগিং করেন, নাকি ভ্লগিং?
আমিঃ ব্লগিং...
অডিয়েন্সঃ ব্লগিং এবং ভ্লগিং এর মধ্যে পার্থক্য কি?
আমিঃ ...(বুঝিয়ে বল্লাম)
এর কয়েকদিন পর...
(এক বিশেষ অজ্ঞ হাজির হলেন ...
তাকে খাটো করার উদ্দেশ্যে বলছিনা)
বিশেষ অজ্ঞ: এই আপনি বলে ব্লগার?
আমিঃ হ্যাঁ
বি,অ: ব্লগার অর্থ কি জানেন?
আমিঃ বলুন
বি,অঃ না, আপনি বলেন
আমিঃ না, আপনি বলেন
বি,অঃ ব্লগার মানে নাস্তিক, ধর্ম বিদ্বেষী
প্রচন্ড রাগ এসে গেলো।
আমিঃ কি ভাবে জানলেন
বি,অঃ এটা কোনো ব্যাপার হলো। নেটে সার্চ দিলেইতো চলে আসে
আমিঃ দেখানতো
বি,অঃ (ইউটিউব থেকে বিভিন্ন নাস্তিক ব্লগারের ভিডিও দেখালো) এই যে...
আমিঃ আরে এটাত কোন তথ্য হলো
বি,অঃ এখন তো নেটে সার্চ দুলেই তথ্য চলে আসে
আমি: ভাই এটাতো কোন তথ্য না। এটা একটা ঘটনার ভিডিও
স্নাতক শেষ করা একটা ছেলে, তথ্য প্রযুক্তির এই যুগে কি ভাবে মূর্খের মতো কথা বলে।
আসলে যারা নিজেকে সসবজান্তা শমসের ভাবে তারা এমনই কথা বলে। কোন আইন মানেনা...
(হায়রে শিক্ষা ব্যবস্থার উন্নতি। হায়রে ডিজিটাল দেশ )
২| ২৬ শে মে, ২০১৯ রাত ১:১৯
জাহিদ অনিক বলেছেন:
এদের থেকে দূরে থাকবেন, এরা নিজেরা কখনো কোনো ব্লগে যায়নি, জানেও না ব্লগ কী!
আপনি নিজের মনে ব্লগিং করতে থাকুন। শুভেচ্ছা।
৩| ২৬ শে মে, ২০১৯ রাত ৩:০৫
মেঘ প্রিয় বালক বলেছেন: কি করবেন বলেন,তারা তো জানেই না,ব্লগ কি?? সমস্যা হলো কিছু নাস্তিক ব্লগারদের জন্য আজ ব্লগ নোংরা,তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলে,তাই পাবলিক না বুঝেই সব ব্লগারদেরকে এক চোখে দেখে।
৪| ২৬ শে মে, ২০১৯ রাত ৩:২৯
ল বলেছেন: এক্সেপশনাল কখনো উদাহরণ হতে পারে না ---
তেমনি সবাই বললেও বিশেষজ্ঞ হতে পারে না.....
৫| ২৬ শে মে, ২০১৯ সকাল ৭:৩৪
রাজীব নুর বলেছেন: দুষ্টলোকজনের সাথে মেশার চেয়ে একা থাকা অনেক ভাল।
৬| ২৬ শে মে, ২০১৯ সকাল ১১:৫৮
তারেক_মাহমুদ বলেছেন: এমনটাই ধারণা অনেকেই, তাই কখনো কাউকে বলি না যে আমি ব্লগে লিখি। এক সময় এসব ধারণার পরিবর্তন আসবে আশাকরি।
৭| ২৬ শে মে, ২০১৯ দুপুর ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: মূ্র্খের প্রলাপ মূর্খরাই বকে থাকেন। তাদের পাত্তা দিবেন না।
৮| ২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:০৮
আপেক্ষিক মানুষ বলেছেন: আমার মনে হয় দেশের ৬০% মানুষ এমন ধারনা নিয়ে ঘুরে বেড়ায়।
৯| ২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:২৫
দ্যা প্রেসিডেন্ট বলেছেন: আপনি শিক্ষা ব্যবস্থার এমরা বুঝেন!
আমাদের পুলাপানরা মেধার এক-একটা আস্ত শপিংমল। এদের ব্রেনে যেমন দেশি প্রডাক্ট ঝলমল করে তেমনি বিদেশি মালও হৈ-হুল্লোড় করে।
সত্যিকার অর্থে এদের ব্রেনে যখন মাঝেমধ্যে দেশি প্রডাক্ট ইন্সটল নেয় না, তখন আমরা এদেরকে বিদেশি পাঠিয়ে দেই। সেখানে ওরা ডিগ্রি নিয়ে মশলা কামায়। সুযোগ বুঝে লাল টুকটুকে পাতলা চামরা ওয়ালিদের বিয়ে করে সেটেল হয়ে আমাদের দিকে লাইটের আলো জ্বালায়। কিন্তু এই আলো যে আমাদের, তাই আমরা গর্ভিত, গর্ভিত আমাদের দেশ।
১০| ২৬ শে মে, ২০১৯ রাত ৯:৫৩
সুমন কর বলেছেন: হুম, সবাই পন্ডিত !!!
১১| ২৬ শে মে, ২০১৯ রাত ১০:১৩
রাকু হাসান বলেছেন:
ব্লগারদের ব্যাপারে এমন মানসিকতার মানুষের অভাব নেই । ব্লগার বলতে এটাই বুঝে থাকে । এই সব মানসিকতা পরির্তনের ব্লগাররা কি ভূমিকা পালন করতে পারে। ?
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৯ রাত ১১:১২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনি কাদের সাথে যে মিশতেছেন সেটাও ভাবার বিষয়!!!(বিশেষ বিজ্ঞদের সাথে এত কিসের ভাব?)