নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

ভারতের নির্বাচন: দুটি কথা

২৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৩

ভারত আমাদের প্রতিবেশি রাষ্ট্র। ইচ্ছা, অনিচ্ছায় ওদের বাতাস আমাদের গায়ে লাগে। লাগবেই তো, দেশের তিন ধার ঘেশে দাড়িয়ে আছে...

ভারতের সুন্দর একটি দিক, আর তা হচ্ছে দেশের বৃহত্তর স্বার্থে সবাই এক। কিন্তু এই ভালো হাওয়া কিন্তু আমাদের ও আমাদের দেশের রাজনীতিতে লাগেনি ...
একটি জিনিসের ব্যাপক উন্নতি হয়েছে আর তা হলো, "ধর্ষণ " । আগে ধর্ষণের দেশ বলতে ভারত কে বুঝানো হতো এখন বাংলাদেশ ভারতের পিছ ধরে ফেলেছে ...

ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। তবে, পরপর ২ বার ক্ষমতায় এলো কঠোর মৌলবাদী দল বিজেপি ।

বিজেপি ক্ষমতায়, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দাংগা হচ্ছে। অথচ, ভারত নিজেদের ধর্মনিরপেক্ষ পরিচয় দিয়ে গর্ভবোধ করে।

আসলে ভারত, নির্বাচনের সময় যেমন জাতীয় ঐক্য ও বৃহত্তম মনের পরিচয় দেয়। তেমনি মুসলিম হিন্দু ঐক্যকে গুরুত্ব দিতে হবে। নতুবা, ভারত তার পরিচয়ের স্বাতন্ত্রতা হারাবে।

জানিনা, এরকোন ইফেক্ট প্রতিবেশি দেশে পড়বে কিনা। তবে পড়াটায় সাভাবিক। কারণ, ভলো ইফেক্ট থেকে খারাপ ইফেক্ট ছড়ায় বেশি।

যাহোক, আমরা আশাবাদী, খারাপ ইফেক্ট ছড়াবেনা...

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৯ বিকাল ৫:১২

অরিন্দম চক্রবত্রী বলেছেন: নির্বাচন আবার ৫ বছর পরে।

২৯ শে মে, ২০১৯ বিকাল ৫:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: অরিন্দম চক্রবর্তী : ধন্যবাদ মন্ত্যবের জন্য

২| ২৯ শে মে, ২০১৯ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: একটা দামী কথা বলেছেন বৃহত্তর স্বার্থে ওরা এক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.