নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

মোবাইল কলরেট

২৩ শে জুন, ২০১৯ সকাল ৭:২৫

আমরা অনেক ভালো। আছে মান আর সম্মান। তাই যে যাই বলে, কোন কথা ছাড়াই মেনে নেই। এটা অবশ্য একটি ভালো গুন।

মোবাইল কলরেট বেড়েছে। দেশের উন্নয়ন হবে তাই। ভালো কথা। দেশের উন্নয়ন কে না চাই। বাড়িয়ে দাও। আপনার বলা লাগবেনা, আগেই বেড়েগেছে...

আচ্ছা, কলরেট বাড়ালে লাভ হবেতো?

গ্রামীণ, এয়ারটেল (অন্য অপারেটর সম্পর্কে জানিনা) হাজার কোিট টাকা ট্যাক্স ফাঁকি দেয়। ট্যাক্স বাড়িয়ে লাভ কি? (ট্যাক্স কিভাবে ফাঁকি দিতে হয়, তা অজানা নাই)

আচ্ছা, টেলিটক নেটওয়ার্ক শক্তিশালি করলে বুঝি দেশের অনেক ক্ষতি হতো!

অকেজো স্যাটেলাইট উঠাতে পারি, টেলিটক নেটওয়ার্ক ভালো করতে পারিনি।

ট্যাক্স বাড়িয়ে লাভকি? যদি টাকাটা পুরা সরকার না পাই।
সুধু সাধারণ মানুষের ঘার ভাঙ্গা।

টেলিটকের স্লোগান স্বপ্ন হাসি মুখের, আসলে হাসিটা কার, জনগণের নাকি সুল্কো অফিসার দের...

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৯ সকাল ৭:৩৪

রাজীব নুর বলেছেন: যখন কলরেট ৮/১০ টাকা ছিল, তখনও মানুষ কথা বলেছে। কাজেই কলরেট বাড়লেই কথা বন্ধ হবে না। গতকাল থেকে একটা বেসন ১৪ টাকা নিচ্ছে- কেই তো সিগারেট খাওয়া বন্ধ করে নি।

২৩ শে জুন, ২০১৯ সকাল ৯:২১

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত ভাই।

তবে, টেলিটক আপডেট করা দরকার ছিল।

২| ২৩ শে জুন, ২০১৯ সকাল ১১:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এতো কম কল রেট দুনিয়ার কোথাও নেই।

৩| ২৩ শে জুন, ২০১৯ দুপুর ১২:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
সরকারি সংস্থা কোথাও লাভজনক হয় না। হয় সেবামুলক।
টেলিটক আসাতেই বেনিয়া মোবাইল অপারেটররা কলরেট ৫টাকা থেকে ২ টাকা, পরে ১ টাকার নিচে নামিয়ে আনতে বাধ্য হয়েছিল।

অকেজো স্যাটেলাইটের ব্যাপারে জানতে এই লেখাটি পড়ুন।
view this link

৪| ২৩ শে জুন, ২০১৯ দুপুর ১২:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঘুষখোর প্রশাসন, সচিব, মন্ত্রী থাকলে লাভ হবে কী করে?

৫| ২৩ শে জুন, ২০১৯ দুপুর ১:৫০

নতুন বলেছেন: দেশের জনগনের প্রানে কি দেশপ্রেম আছে?

সব সংস্হায় যারা চাকুরী করেন তারা কি চেস্টা করে ?? তারা সবাই ৯৯% দূনিতি বাজ...

দেশের জনগন ভালো না হলে শুধুই সরকার প্রধানের চেস্টায় কিছু হয় না।

৬| ২৩ শে জুন, ২০১৯ বিকাল ৩:২৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @হাসান কালবৈশাখীবলেছেন:সরকারি সংস্থা কোথাও লাভজনক হয় না। হয় সেবামুলক।


গত ঈদে গ্রামে নেট চালাচ্ছিলাম। ৩জি তো নাই, ২জিও ঠিকমত পাচ্ছিলাম না। টেলিটকে লাভ না থাক সেবার বালটাও নাই।

৭| ২৩ শে জুন, ২০১৯ রাত ৯:২২

সুমন কর বলেছেন: সব তো মধ্যবিত্তকে মারা'র ব্যবস্থা (কলের ব্যাপারটা বাদ দিলাম)

৮| ২৪ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ওপেরা মিনি থেকে রিপ্লাই নিচ্ছেনা।

মন্তব্যয়ের জন্য ধন্যবাদ সবাইকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.