![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
হঠ্যাৎ এলো বৃষ্টি
ভিজলো মাঠ ক্ষেত
নতুন হাওয়ার সৃষ্টি।
ভাবছো বুঝি তুমি
কার ইশারায় হলো
ভাবুক চোখের দৃষ্টি।
মরা প্রান্তর মাঠ ঘাট
ফিরে যে পেলো প্রাণ
চাষির মুখে হাসি।
দিনের পরে রাত্রি
জীবন শেষে মৃত্যু
মিছে ভালোবাসি।
এসব কিছু বুঝো
স্রষ্টাকে অাজ খোজ
সবই যে তার সৃষ্টি।
(আজ বেশ বৃষ্টি
তাই, রিপোষ্ট)
২| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩৯
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর।