নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
শন শন বন বন বাতাসের শব্দ,
টিক টিক পিক পিক পাখি সব জব্দ।
ফুল সব খায় দুল গা ভেজা শিশিরে,
পাখিকূল মশগুল সে গান শুনিরে।
তড়িগড়ি উঠে পড়ি কাটে রাত ভোর,
দিন দিন প্রতিদিন কাটে সব ঘোর।
মন প্রাণ খুলে যেন স্রষ্টারে ডাকি না,
ক্ষণে ক্ষণে যেন তার রাস্তায় থাকি না।
ঝিক মিক করে পিক হেতা হোতা থাকে,
সাদা বক চক চক উড়ে যায় ডাকে।
বিল ঝিল খিল খিল লাল নীল রাঙে,
গাছে গাছে ফিঙ্গে নাচে ডাল তার চাঙে।
তাজা তাজা মিষ্টি ভাজা ফুলের সুবাসে,
মাঠে চলে শিশুদল দক্ষিণা বাতাসে।
হই হই রই রই কানা মাছি হায়,
ভেউ ভেউ ঘেউ ঘেউ করে মনু দায়।
সূর্য ডুবে চন্দ্র আসে পূর্ণিমা ছড়ায়ে,
তরুলতা থাকে সে নীল শাড়ী জড়ায়ে।
২| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪৬
নাসির ইয়ামান বলেছেন: সুন্দর হয়েছে!