নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

এ পৃথিবীর বুকে আজ নামুক রহমের বৃষ্টি

২৫ শে মে, ২০২১ রাত ৮:৩৪


এ পৃথিবীর বুকে আজ নামুক
তোমার রহমের বৃষ্টি ধারা
ধুয়ে মুছে যাক জুলুম অবিচার
আসুক ফিরে শান্তির ফোয়ারা

তিমির রাত্রি শেষে সুখ তারা
পূবাকাশে ঝলমলিয়ে আশা যোগায়
এ ধরা মাঝে পথভোলা পথিক
অবশেষে কাংক্ষিত ঠিকানা পাই

ক্লান্ত শ্রান্ত ভাব দূর করে আজ
ছুটে চলো মান্জিল পানে
অসহায় মুখগুলো দেখ বারেবার
বিবেকের দরজায় শুধু কড়া নাড়ে

সকাল দুপুর আর রাত্রি মাঝে
খুঁজে যায় তাই জীবনের মানে
শত হার আর পরাজয় ভেঙে
বিপ্লবী বীর দেখ জয় ছিনিয়ে আনে

কিছু কবিতার লিংক
আরও কিছু কবিতা, লিংক

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২১ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:



নুহ নবী'র সময়ের মতো হলে কেমন হয়? সমস্যা কমে আসবে।

২৫ শে মে, ২০২১ রাত ৯:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: হু সুন্দর বলেছেন

আপনার কল্পনা অনেক উঁচু মানের

২| ২৫ শে মে, ২০২১ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:



নুহ নবীর আমলে যেই প্লাবনের গল্প বলা হয়, উহা বাংলাদেশে প্রতিবছরই হয়; উহা তেমন কিছু ছিলো না; মরুভুমিতে হওয়ায়, অনেক বড় গল্প হয়ে গেছে।

২৫ শে মে, ২০২১ রাত ৯:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: নুহু নবীর সময় প্লাবন নয় বরং মহা প্লাবন হয়েছিল।
আপনার কথার প্লাবন শব্দের পূর্বে মহা " শব্দ" যোগ হবে।

ওরকম প্লাবন বাংলাদেশে প্রতি বছরই হয় নতুন করে আপনার কাছ থেকে জানলাম

৩| ২৫ শে মে, ২০২১ রাত ৯:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


প্রচুর পরিমাণে গাছ না লাগালে বাংলাদেশের খবর আছে।
প্রতি বছর কমপক্ষে ২০ কোটি গাছ লাগানো দরকার।
সেই সাথে পরিচর্যা ও করা দরকার।
ঢাকা শহরে কয়টি গাছ আছে?

৪| ২৫ শে মে, ২০২১ রাত ১১:০২

রানার ব্লগ বলেছেন: কারো কাছে রহমের কারো কাছে আজাবের, ভোলার ইলিসার দিকে যান তারা বৃস্টির দাপটে ঘরবাড়ি ছাড়া হচ্ছে।

৫| ২৬ শে মে, ২০২১ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: বৃষ্টি নামুক। যাহ গরম পড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.