নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
চিত্রেঃ শরিয়তপুরের গোসাঁইরহাট থানার একটা গুচ্ছো গ্রাম। রাস্তা থেকে গ্রামের দূরত্ব ২০০-৩০০মিটার। পাশে যে সবুজ দেখছেন ওটা রাস্তা ভাবলে ভুল করবেন। ওটা পাটের ক্ষেত। পাট সম্পূর্ণ ডুবে মাথা ভেসে আছে। গুচ্ছ গ্রামের অপর প্রান্তে নদী।
বণ্যার আগেই পানি বন্ধি এলাকার অসহায় মানুষ। যাদের ঘর ছিলোনা। তাদের ঘর দেওয়া নিঃসন্দেহে মহৎ কাজ। কিন্তু একত্রিত করে বিপদে ফেলানো কতটা ভালো কাজ হতে পারে।
শরিয়তপুর জেলার গোসাইরহাট থানায় গুচ্ছোগ্রাম তৈরি করা হয়েছে নদীর কিনারায়। ছবিতে দেখা যাচ্ছে গ্রামের মানুষ পানি বন্দী। এটা কিন্তু বন্যা নয়। সাভাবিক যোয়ারেই এই অবস্থা। বন্যা হলে কি হবে এদের???
রাষ্ট্রের টাকা কেনো এভাবে নষ্ট করা হলো?
কে দিবে উত্তর?
শুভবুদ্ধির উদয় কবে হবে!!!
২৯ শে মে, ২০২১ দুপুর ২:২৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত। এর কারণ হচ্ছে দূর্বল প্রশাসনিক কাঠামো
বর্তমানে দূর্নীতি করা অনেক সহজ হয়ে গেছে।
২| ২৭ শে মে, ২০২১ রাত ৯:০৪
ফেরদাউস আল আমিন বলেছেন: যাদের এই গুচ্ছগ্রামে থাকতে হয় না, তারাই এই গুচ্ছ গ্রাম পরিকল্পনা, প্রকল্প করে এবং প্রায় একই শ্রেনীর লোকবল এই পরিকল্পনা বাস্তবায়নে থাকে।
প্রায় প্রতিটি সরকারী প্রকল্পে থাকে "অলিখিত" অর্থের লেনদেন। এই লেনদেন প্রমান করা দূষ্কর বলে এই সকল প্রকল্পে অনেকের আগ্রহ!
২৯ শে মে, ২০২১ দুপুর ২:২৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: যথার্থ বলেছেন
৩| ২৭ শে মে, ২০২১ রাত ১১:১৬
শেরজা তপন বলেছেন: যাই হোক দৃশ্যটা কিন্তু সুন্দর!
যেনারা করেছেন তেনারা এমন সুন্দর একটা দৃশ্য দেখার জন্য করেছেন সম্ভবত
২৯ শে মে, ২০২১ দুপুর ২:৩০
সামিউল ইসলাম বাবু বলেছেন: হয়তোবা। কারণ এদেরতো কে বিচার করবেনা কখনো
৪| ২৮ শে মে, ২০২১ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: সরকারি টাকা অপচয় কেন হবে? কারন সরকারে যোগ্য ও দক্ষ লোকের অভাব।
২৯ শে মে, ২০২১ দুপুর ২:২৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত
৫| ২৯ শে মে, ২০২১ দুপুর ২:২৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: গরিবের ঘরে আগুন লেগেছে বড়লোকে ধরায় বিড়ি।
চমৎকার বলেছেন
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২১ রাত ৮:১৬
জহিরুল ইসলাম সেতু বলেছেন: রাষ্ট্রপ্রধানের সদিচ্ছা থাকলেও, অন্যান্যদের ইচ্ছা ও নীতির বিষয়ে প্রশ্ন রয়েই যায়।