নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

ঘুমানোর পূর্বের দোয়া

০৬ ই জুন, ২০২১ রাত ২:২৫



আত্মীয় বাড়ী বেড়াতে গিয়ে এক মুরব্বিকে যখন ঘুমাতে যাওয়ার পূর্বের দোয়ার অর্থ শেখানো হলো ( অর্থ, হে আল্লাহ, আমি তোমারই নামে মৃত্যু বরণ করি এবং তোমারই নামে জেগে উঠি)। যখন অর্থ বুঝতে পারলেন তখন সে আর ঐ দোয়া পড়তে রাজি নয়।

আমরা অনেকেই অনেক দোয়ার অর্থ না জেনে পড়ে থাকি। দোয়া অর্থ সহ পড়লে মনযোগ আরো বাড়ে।
আমাদের সকলেরই মাসনুন দোয়াগুলির অর্থ শেখা উচিৎ।

আল্লাহ তায়ালা আমাদের সকলকে তার দ্বীনের সঠিক বুঝ দান করুণ। আমিন

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২১ ভোর ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



ঘুম ভাংগার পরের দোয়া:

لنوم ، مع أزرائيل. ما زلت على قيد الحياة ، لم أمت في

অর্থ: আমি এখনো জীবিত আছি, ঘুমের মাঝে আমার মৃত্যু হয়নি, আজরাইল দুরে থাক।

২| ০৬ ই জুন, ২০২১ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: আমার ৩৬ বছরের জীবনে কখনও দোয়া পড়ি নি।

০৬ ই জুন, ২০২১ রাত ১১:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: এই দোয়াটি পড়া সুন্নাত। এখন থেকে পড়েন। আমি মাঝে মাঝে পড়ি

৩| ০৬ ই জুন, ২০২১ রাত ১০:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঘুমের আগে এই দোয়া পড়া সুন্নত। রসূল (সা) যখন পড়েছেন তখন আমাদের পড়তে দ্বিধা কেন। তবে দোয়ার অর্থ জানলে আল্লাহর কাছে চাওয়ার ব্যাকুলতা বৃদ্ধি পায়।

ঘুম থেকে ওঠার পর রসূল (সা) পড়তেন;

‘আলহামদু লিল্লাহিললাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।’
অর্থ : ‘সব প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান।’

০৬ ই জুন, ২০২১ রাত ১১:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.