নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউঃ নবিনামা

১০ ই জুন, ২০২১ দুপুর ১২:৫৮

বই : নবিনামা
কবি : সায়ীদ আবুবকর
প্রচ্ছদ : ফরিদ নুমান
ধরণ: মহাকাব্য
প্রকাশক: সরলরেখা প্রকাশনা

মাহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে লেখা এক মহাকাব্য নবিনামা।

শেষ পর্ব থেকে কিছু অংশ তুলে ধরছি:

হৃদয় বিদীর্ণকারী এ-দুঃসংবাদ
ছড়িয়ে পড়লো চতুর্দিকে মুহূর্তের
মধ্যে, যেভাবে বিজলি ঝড়ের রাত্রিতে
অন্ধকার চিরে চিরে চোখের পলকে
পৌঁছে যায় দিগি¦দিক। মুসলিম-
উম্মাহর মাথায় যেন পড়লো হঠাৎ
বাজ, যেন বজ্রের আঘাতে তারা সব
হয়ে গেল স্তব্ধ, যেন এমনটি তাঁরা
ভাবেনি কখনোÑ নবি তাঁদেরকে ছেড়ে
চলে যেতে পারে দূরলোকে চিরতরে,
যেমন মাছেরা ভাবতে পারে নাÑ পানি
তাদেরকে ছেড়ে পারে থাকতে কোথাও।

লেখক পরিচিতিঃ নব্বইয়ের দশকের প্রধান কবি সায়ীদ আবুবকর ১৯৭২ সালের ২১শে সেপ্টেম্বর যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ 'প্রণয়ের প্রথম পাপ ' প্রকাশিত হয় ১৯৯৬ সালে, যা তাঁকে মৌলিক শক্তিশালী কবিরুপে প্রতিষ্ঠিত করে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১৪,যার মধ্যে মহাকাব্য দুটি; 'মুজিবনামা' ও 'নবিনামা '। প্রতিটি কাব্যগ্রন্থেই তাঁর নিজস্ব কাব্য ভাষা ও নতুন নতুন বাঁক বাংলা কবিতাকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তিনি বিশিষ্ট অনুবাদকও বটে। তিনি কবি আল মাহমুদের 'সোনালী কাবিন ' ও কবি নজরুল ইসলামের 'সাম্যবাদী' ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন। পোয়েমহান্টারের জরিপে তিনি বিশ্বের শীর্ষ ৫০০ কবির একজন। সাহিত্য কীর্তির স্বীকৃত স্বরূপ তিনি পেয়েছেন লালন পদক ২০০৯ , উৎসঙ্গ সাহিত্য সম্মাননা ২০১২, সৈয়দ আলী আহসান পদক২০১৭,রক পেবলস ইন্টারন্যাশনাল লিটারেরি এওয়ার্ড ২০১৭, দেশজ সাহিত্য পদক২০১৮ প্রভৃতি।☆



'নবিনামা বইটির পৃষ্ঠা সংখ্যা ৫৭৫ এবং বইটির গায়ে লিখিত মূল্য ১০০০/- ।

বইটি পেতে যোগাযোগ করুনঃ
√ সরলরেখা শোরুম
√ রকমারি ডটকম http://www.rokomari.com/nobinama
√ ✆০১৮৫৩ ৭০৫৬৩৮ অথবা ✆০১৭১৬ ৪৭৭ ৬০০
√ এছাড়াও অভিজাত বইবিক্রয় আউটলেটসমূহ

*
ছবিতে কবি সায়ীদ আবুবকর
ছবি কৃতজ্ঞতা ফেসবুক

তথ্য সূত্রঃ
* ছবিঃ ফেসবুক
☆কবি পরিচিতিঃ নবিনামা মহাকাব্য

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২১ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: খাদিজার মৃত্যুর আগে মুহাম্মদের পর্দার হাদিস কোথায় ছিলো?
খাদিজার মৃত্যুর বহু পরেই কেনো পর্দার নিয়ম আসলো? আগে কেনো নয়?
উত্তর দিন।

১০ ই জুন, ২০২১ দুপুর ২:২১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই আপনি যে প্রশ্ন করেছেন সেটা কি এই পোস্ট রিলেটেড? আপনি আগের আমার প্রশ্নের উত্তর দেন। তার পর আমি উত্তর দিবো।

২| ১০ ই জুন, ২০২১ দুপুর ২:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ, ভালো,

০৭ ই জুলাই, ২০২১ ভোর ৫:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ বড়ভাই

৩| ১০ ই জুন, ২০২১ বিকাল ৩:১২

জুন বলেছেন: নবীজির জীবনী আমাদের জন্য শিক্ষনীয়

০৭ ই জুলাই, ২০২১ ভোর ৫:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: এই মহাকাব্যে কাব্যিক ছন্দে রাসূল (স.) এর জীবনি উঠে এসেছে...
ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.