নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যা

১৪ ই জুন, ২০২১ সকাল ১১:৪৪

আজ এক বড় ভাইয়ের
ফেসবুক স্টাটাস দেখলাম। উনি বেশ হতাশ। তারপর পরিমনির সংবাদ দেখলাম

ফেসবুক স্টাটাসঃ
আত্মহত্যা মহাপাপ...ডাইরেক্ট দোযখে স্থান!

জীবন একটাই...এভাবে শেষ করা ঠিক নয়!

অন্যের উপর রাগ করে নিজের জীবন ধ্বংস করার কোন মানে হয় না

এভাবে পালিয়ে যাওয়া বীর মানুষের কাজ নয়!

কেউ তোমাকে কষ্ট দিলে...কেন নিজেকে শেষ করবা...পারলে পাল্টা কষ্ট দাও!

যারা তোমাকে এত্তো কষ্ট করে...লালন পালন করে বড় করল...নিজেকে শেষ করার আগে কেন একবার তোমার মা-বাবার কথা ভাববে না!

জীবনে ব্যর্থতা আসবে, হতাশা আসবে...তাই বলে আত্মহত্যা কোন সমাধান নয়...

ইত্যাদি... ইত্যাদি...
ভাই,
এসব পরামর্শ আপনি চাইলে দিতেই পারেন...কেউ বাধা দিবে না...কেউ আপনাকে না করবে না।
তবে এসব পরামর্শ দেবার আগে একবার ভাববেন...

'যে আত্মহত্যার পথে যাচ্ছে তার কাছে এসব কথা মূল্যহীন...বেঁচে থাকার মনটাই মরে যায় তার...আত্মহত্যারও অনেক আগে!'

তাই,
সে মনে উপদেশ বানী ঢুকে না...ভয় ঢুকে না...বিবেক থাকেনা!

তার হাতে একটাই সমাধান থাকে...
'সুইসাইড'!
তা যেকোন মূল্যেই হোক!

রোগ শরীরের হয়...হয় মনেরও। দেহের খবর সবাই রাখে। সবাই বুঝে। রাখেনা কেউ মনের খবর। রাখতেও চায়না। জানতেও চায় না।
জানাতে গেলে ক্ষেপে যায়।
ধুর, ওর কিচ্ছু হয় নাই। হুদাই। মানসিক সমস্যা। ভং ধরছে। কজন জানে মনও অসুস্থ হয়। ভিষণ অসুস্থ।
(ফেসবুক স্টাটাস থেকে সংগ্রহীত)


তবে হতাশ ব্যক্তিদের জন্য আশার কথা, ধৈর্য এমন এক ফল, যা খায়তে তিতা কিন্তু ফলাফল অনেক মিঠা।

সুইসাইড তারাই করে যার জীবন সম্পর্কে হতাশ হয়ে যায়।

ফরাসি একটা প্রবাদ আছে,

ঊষার মরুর ধূসর বুকে, একটা যদি শহর গড়ো,
একটা জীবন সফল করা,
তার চায়তে অনেক বড়।

সবচেয়ে বড় কথা এই জীবন আল্লাহর দেওয়া একটা নেয়ামত, এটা আল্লাহর একটা আমানত তার বান্দার প্রতি। এই নেয়ামত ও আমানত ধ্বংস করলে বা হত্যা করলে অথবা আত্মহত্যা করলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে।

হ্যাঁ সমস্যা আছে মানলাম, কিন্তু পৃথিবীতে এমন কোন সমস্যা নেই যার কোন সমাধান এই পৃথিবীতে নেই।

আল্লাহ তায়ালা কোরআনে বলছেন " তোমরা হতাশ হয়োনা, নিরাশ হয়োনা, তোমরাই সফলকাম হবে যদি তোমরা মুমিন হও।"
আত্মহত্যা কোন সমাধান নয়। আপনি যদি মারাইজান তবে সমাধান করবেন কিভাবে?

সকল মানুষিক রোগীর জন্য দোয়া।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাউন্সিলিং দরকার। আত্মহত্যা কখনো সমাধান নয়। ইহা ভুল ও বোকামী।

১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে

২| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: গতকাল পুরা ফেবু জুড়ে দেখেছি এরে!!!
ভিতরে কি আছে, কি বলতে চেয়েছে, পড়তে বা জানতে ইচ্ছে করে নাই।

১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:৩১

সামিউল ইসলাম বাবু বলেছেন: মেয়েটা ভালো কি মন্দ এটা পরের কথা। তবে ধর্ষণ, অবাধ যৌনাচার বন্ধ হওয়া সময়ের দাবি

৩| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৩:২৬

জটিল ভাই বলেছেন:
সুন্দর পোস্ট। কিন্তু......

১৪ ই জুন, ২০২১ রাত ১০:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: কিন্তু আবার কি ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.