নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

ইস্যু এবং টিস্যু

১৪ ই জুন, ২০২১ রাত ১১:২০


বাংলাদেশে সব তেকে ব্যবহৃত জিনিস হলো ইস্যু এর পরেই আছে টিস্যু।
এই দুইটার মধ্যেই বিরাট এক অদ্ভুত মিল আছে। টিস্যু যেমন একবার ব্যবহার করে আর দ্বিতীয় বার ব্যবহার হয়না অর্থাৎ একটার পর আরেকটা আসতে থাকে আর ব্যবহার হতে থাকে, তারপর পত্রিকার পাতায় চাপা পড়ে যায়, আবার নতুন একটা এসে হাজির হয়।

বাংলাদেশে বড় কোন ঘটনা ঘটলেই তারপর দেখা যায় নতুন আরেকটা ঘটে গেছে। তখন সবাই বলা বলি শুরু করে এজন্যই হয়তো ঐ ঘটনা ঘটলো।

এখন সবাই নতুন নতুন ইস্যু দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তাই এখন ইস্যু একটু মূল্যহীন হয়েছে। তবে বেশি ব্যবহারের কারণে টিস্যুর দামটা বেড়ে গেছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২১ রাত ১:৩৮

আমি সাজিদ বলেছেন: বিশ্বায়নের এই যুগে ইস্যুর এই ব্যাপার সব দেশেই। শুধু বাংলাদেশেই নয়।

৩১ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ঠিক বলেছেন।

তবে বাংলাদেশে এটা বেশি আর কি...

২| ১৫ ই জুন, ২০২১ রাত ২:০১

জটিল ভাই বলেছেন:
ইস্যু আর টিস্যু,
দুইয়ের নাম শুনলেই আসে হিসু =p~

৩১ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: হা হা হা...

চলুন সেরে এসে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.