নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

১৯ শে জুন, ২০২১ রাত ১১:৩১





দুইটা প্রশ্নের সঠিক উত্তর খুজছিলাম। কেও জেনে থাকলে জানাবেন আশা করি?
প্রশ্নঃ(০১) আপনি যেখানে আছেন সেখান থেকে আকাশ কোন দিকে?
প্রশ্নঃ(০২) আমরা পৃথিবীর বাহিরে না ভিতরে অবস্থান করছি?


দুটি কথাঃ আল্লাহ রাব্বুল আলামীন কোরআনের মধ্যে বলছেন আমি " সাত আসমান ও জমিন সৃষ্টি করেছি"( পবিত্র কুরআনের বেশ কয়েক জায়গায় এ বিষয়ে আলোচনা করা হয়েছে)
তাহলে প্রশ্ন ওঠে আসমান কোন দিকে?
পৃথিবী ঘূর্ণীয়মান। উপর নিচ চারিদিকে ঘুরছে। তবুও চাঁদ সূর্য তারা★ সবাই ঠিক আছে, দেখতে পারছি। কোন ব্যতিক্রম হচ্ছে না।
তা হলে মহা আকাশ কতো বড়?
আল্লাহ রাব্বুল আলামীন যে যমিন সৃষ্টি করেছেন, সেটা আসলে কোন দিকে?

আর আমরা পৃথিবীতে বিচরণ করার সময় অনেক সেভ অনুভব করি। কিন্তু আসলেই কি আমরা সেভ? আমরাতো পৃথিবীর বাহিরে।

বৈজ্ঞানিক ব্যাখ্যা বা ব্যক্তিগত অভিমত দুইভাবেই উত্তর হতে পারে...

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২১ রাত ১১:৪৯

এস এম মামুন অর রশীদ বলেছেন: প্রশ্ন তো দুটি। কোনটির উত্তর আলোচনা করতে চাচ্ছেন?

১৯ শে জুন, ২০২১ রাত ১১:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: এই দুটি প্রশ্ন...

২| ২০ শে জুন, ২০২১ রাত ১২:১১

এস এম মামুন অর রশীদ বলেছেন: ২। বাংলাদেশের কোনো আমগাছ থেকে লাফ দিলে মাটিতে পড়ার সময় আপনি কোথায় থাকেন?
ব্যাকরণ জানতে চাইলে অন্য কথা।

১ লিখতে আলোচনা করতে হবে। পরে কথা হবে।

২০ শে জুন, ২০২১ রাত ১২:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: অপেক্ষায় রইলাম

৩| ২০ শে জুন, ২০২১ রাত ১২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১। আকাশ আপনার সবদিকেই। চারদিকে বললাম না, তাহলে নীচের দিকে বাদ পড়ে যায়। নীচের দিকেও আকাশ, অর্থাৎ, আপনার পায়ের তলা ভেদ করে পৃথিবীর অন্য প্রান্তে আকাশ। আপনি আকাশের ভিতরে আছেন। বিশ্বভ্রহ্মাণ্ডের যে-বিন্দুতে সৌরজগত, আর সৌরজগতের যে-বিন্দুতে পৃথিবী, আপনি সেখানেই আছেন।

২। আপনি পৃথিবীর ভিতরে আছেন। পৃথিবীর বাইরে যেতে হলে সেকেন্ডে ৭ মাইলের অধিক গতি সঞ্চয় করে পৃথিবীর বলয় থেকে আগে বের হতে হবে।

আমার উত্তর সঠিক না হলে কেন সঠিক নয় সেটা বুঝিয়ে দিয়েন।

ভালো কথা, কমেন্টের উত্তর দিবেন। সেটা খুব ভালো অভ্যাস। এখানে যেয়ে দেখেন - কতজনে কতকিছু বলেছেন। আপনিও কিছু একটা বলুন।

২০ শে জুন, ২০২১ রাত ১২:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমরা সাধারণত ধারণা করে থাকি আকাশ আমার উপরে। কিন্তু এখন দেখছি ধারণা ঠিক না।

মন্তব্যের জন্য ধন্যবাদ বড়ভাই

৪| ২০ শে জুন, ২০২১ রাত ১:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
আকাশ বলতে কিছু নেই।
আসমান জমিন। জমিন আছে কিন্তু আসমান নেই, আছে মহাশুন্য বা স্পেস।

পৃথিবী সুর্য গ্যালাক্সি সহ বিশ্বভ্রমান্ড। এর বাইরে সবটাই স্পেস বা মহাশুন্য। আসমান নেই।
বিশ্বভ্রমান্ড প্রাকৃতিক নিয়মে এলোমেলভাবেই চলছে।
বিগব্যাং হয়ে ডিসইন্ট্রিগেটেড হয়েছে, পরবর্তিতে আবার কেন্দ্রিভুত হয়ে আবার মহাবিষ্ফোরন ... ছায়াপথ হয়েছে, সৌরযগত হয়েছে। আবার সব কেন্দ্রিভুত হবে আবার বিগব্যাং ... এখনো চলমান। প্রকৃতির নিয়মেই চলছে।

২০ শে জুন, ২০২১ সকাল ৮:৪০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ভাই


৫| ২০ শে জুন, ২০২১ রাত ১:১৯

কামাল১৮ বলেছেন: আমার মনে হয়না এ সকল প্রশ্নের উত্তর আপনার বুঝার কথা।

২০ শে জুন, ২০২১ সকাল ৮:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:

হুম....

তবে এগুলো নিয়ে ভাবতে ভালো লাগে।

সময় সুযোগ করে একটু আলোচনা করার অনুরোধ রইলো

৬| ২০ শে জুন, ২০২১ রাত ১:২১

এস এম মামুন অর রশীদ বলেছেন: হাসান, আপনার কথা এলোমেলো অথচ এমনভাবে বলছেন যেন অকাট্য। মনে হচ্ছে ইতোমধ্যে কয়েকটা বিগব্যাং আর বিগক্রাঞ্চ দেখে ফেলেছেন। যেহেতু বিজ্ঞানের এ অংশটি এখনও সিংহভাগ অমীমাংসিত এবং অনেক প্রতিদ্বন্দ্বুী অনুমেয় রয়েছে, সেভাবেই বলুন। আকাশ বলতে কিছু নাই, কিন্তু স্পেসের অনুবাদ মেনে নিচ্ছেন মহাশূন্য, তারচেয়েও বেশি বলছেন, ব্রহ্মার ডিম (বানান ভুল যদিও)।

২০ শে জুন, ২০২১ সকাল ৮:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: এস এম মামুনুর রশিদ ভাই, হঠাৎ এই কথা মনে হওয়ায় প্রশ্ন করলাম। আল্লাহ রাব্বুল আলামীন কোরআনের মধ্যে বলছেন আমি " সাত আসমান ও জমিন সৃষ্টি করেছি"( আয়াত নাম্বার মনে হচ্ছে না)
এজন্য এই প্রশ্ন করলাম, যে সটিক করে বলতে গেলে আসমান কোন দিকে হবে?

আর আমরা পৃথিবীতে বিচরণ করার সময় অনেক সেভ অনুভব করি। কিন্তু আসলেই কি আমরা সেভ?

ধন্যবাদ বড়ভাই

৭| ২০ শে জুন, ২০২১ রাত ১:৩৯

ঈশ্বরকণা বলেছেন: সামিউল ইসলাম বাবু,
আপনি যদি পৃথিবীর ভেতরে থাকতেন তাহলে আপনার নাম জাতীয় পরিচয় পত্রে হতে পারতো :
ম্যাগমা উদ্দিন লাভা বা
লাভা উদ্দিন ম্যাগমা অথবা
ভস্ম উদ্দিন উদ্গত ।

৫০০০-৭০০০ হাজার ডিগ্রি সেলসিয়াস উত্তাপে এর বাইরে আর কোন নাম নিতে পারতেন (বা কেউ নিতে পারতো ) বুঝতে পারছিনা । শুকুর করুন পৃথিবীর ওপরেই (বাইরের দিকে )আছেন বলে ।

২০ শে জুন, ২০২১ সকাল ৯:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ জানবেন ভাই

৮| ২০ শে জুন, ২০২১ রাত ১০:৫৫

কামাল১৮ বলেছেন: A Brief History Of Time. by Stephen Hawking.
বইটা পড়ুন একটা ধারনা পাবেন।তার পরও না বুঝলে আরো সহায়ক বই আছে।দুই এক লাইনে বুঝানো সম্ভব না।

৯| ২০ শে জুন, ২০২১ রাত ১১:০৬

কামাল১৮ বলেছেন: আপনার প্রশ্নটি আমি ভুল বুঝেছি।আমি মনে করেছিলাম আপনি সময় সম্পর্কে জানতে চান।বয়স হলে যা হয়।দুঃখিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.